পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যn ] আজ তাহাকে অতুসরণ করিয়া কত কাগজই অহরহ জন্মলাভ করিতেছে । ছাপ, ছবি, সম্পাদন আর নিয়মিত প্রকাশে প্রবাসী অতুলনীয়। তার পর লেখার কথা। সেসম্বন্ধে ইহা বলিলেই যথেষ্ট যে, রবিবাবু এবং সূত্যেন্দ্রনাথ দত্তের বিস্তর রচনা প্রবাসীতে প্রকাশিত হইয়াছে— প্রবাসীর সাহিত্যিক মৰ্য্যাদার ইংৰ্ণর চেয়ে বড় প্রমাণ আমি জানি না। প্রবাসীর বিবিধ প্রসঙ্গ ত তার একান্ত নিজস্ব সম্পদ—তেমন সুচিন্তিত যুক্তিপূর্ণ নিৰ্ভীক আলোচনা আর কোনে বাংলা পত্রিকায় দেপিলাম না । প্রথম দর্শনেই প্রবাসীকে ভালবাসিয়াছিলামু। সে গ্রন্থ 'নেক দিনের কথা। তখন আমি বিদেশে স্লদল KKKS BBBBSB BBB gBBBB BBBB BSBB ঙ্গে পড়িলাম—- - “নিজ বাসভূমে পরবাসী হ’লে, পরদাযপতে সমুদায় দিলে। পরঙ্গীতে দিয়ে ধনরত্ন তুপে বহু ীে:বিনিৰ্ম্মিত স্থার বুকে ।” অমনি প্রবাসী পরমার্ক্সীয় অন্তরঙ্গ বন্ধুর মত একেবারে আমার হৃদয়াসণে আসিয়া বসিল । সে যে আমার ব্যথার ব্যৰ্থী—স্বদেশের দুর্দশ ও অধীনতার বেদন তখন আমার চিত্তে গু কাট ফুট।ইতে সুরু করিয়াছিল। সঙ্গমৰ্ম্মী প্রবাসীর সাক্ষং পায় মণ একেবারে গলিয় গেল । তদবধি প্রবাসীর সঙ্গ ছাড়ি নাই। আমার প্রথম বাংলা রচনাট প্রব{গীতে ছাপা হইলে কত আনন্দ হইয়াসে-দিন প্রবাসীকে তার পর, স্বপন আপনার স পণপ্রাক্লপে আমার ক্ষুদ্রশক্তি নিয়োজিত করিয়| গুপার্সার জয়-মাত্রায় হয়ত কিছু সাহায্য করিতে পরিয়াছিলাম, তপনকার কথা ভাবিয়া আজ গৌরব বোধ করিতেছি । যোলবৎসরব্যাপী আমার সাহিত্যিক জীবনে অনেক বাংলা মাসিক ও সামরিক পত্রিকার সঙ্গে পরিচয় হইল, কোনটিই আমার চিত্ত অধিকার করিতে পারিল না, ধেমন করিয়া প্রবাসী করিয়াছে। এর কারণ ইহা নয়, যে, ছিল, তাগ বুঝাইয়া বলিবার নয়। শেন অ}প ও নিকটে পাইলাম । আশীৰ্ব্বাদ ও স্বস্তিবাচন YY . প্রবাসীতে যা কিছু প্রকাশিত হয় সমস্তই উৎকৃষ্ট । সে-কথা আমি বলি না । আমি বলিতে চাই, প্রবাসীর আকুষ্ঠিত বলিষ্ঠ ভঙ্গিম এবং তার স্বমার্জিত মুকুমার ক্রসম্পদ আমার হৃদয়কে যেমন করিয়া স্পর্শ করে, আর কোনো কাগজ তেমন করে না । প্রবাসী দীর্ঘায়ু হউক এবং সংস্কার-মুক্ত অব্যাহত স্বাধীন চিন্ত ও উংকৃষ্ট কাব্য সাহিত্য ও আর্টের বাহন ইষ্টয়: বঙালীকে আনন্দ দান করুক, তাহাকে মাতুম করিয়া তুলুক, ইহাই কামনা করি। শ্ৰী সুরেশচন্দ্র বন্দোপাধ্যায় শ্ৰী হরিহর শেঠ— বাঙ্গলার শ্রেষ্ঠ মাসিক “প্রবাসীর” পচিশ বৎসর পূর্ণ হইতে চলিয়াছে, ইহা বঙ্গভাষাভাষী সকলের কাছেই আনন্দ সংবাদ, সে-বিষয়ে সন্দেহ নাই । “প্রবাসীর” জন্তা শুভ ইচ্ছ। এবং নিজ গৌরব অক্ষুণ্ণ রাপিয়া উহার দীর্ঘ জীবনের জন্য ভগবানের নিকট প্রার্থনা করি । প্রবাসী বাঙ্গলার গৌরব । জানি না, প্রবাসীর পূৰ্ব্বে ভারতীয় অন্য কোন ভাষায় এমন সৰ্ব্বাঙ্গমুন্দর সমৃদ্ধ মাসিক আর কিছু ছিল কি না। এই প্রবাসীর অধিকতর উন্নতির গথ্য আপনাদের আগ্রহের কথা জানিয়| বিশেষ আনন্দিত হইলাম । শ্ৰী হরিহর শেঠ ঐ হীরানন্দ গিরি আগামী চৈত্র মাসে প্রবাসীর পচিশ বংসর পূণ হইবে জানিয়া বড়ই আনন্দ লাভ করিলাম। এই পত্রিক পথসাহিত্যের এবং বাস্তব জগতের যথেষ্ট উপকার সাধন করিতেছে । শ্রীভগবানের নিকট ইহার বহুল প্রচার ৭ সৰ্ব্বাঙ্গীন উন্নতি সতত প্রার্থনা করি। শ্ৰী ইরানন্দ গিরি শ্ৰী হেমেন্দ্রলাল রায়— যুগে যুগে যে ভাব জাতির জীবনে রসের রসদ যুগিয়ে ट्रे চলে, প্রবাসী জা ি কে দিনের পর দিন সেই ভাব-ধারাতেই