পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షిరిగి আলোচ্য দেশী রাজনৈতিক উপদলগুলির পরস্পরের মতভেদ ইত্যাদি । লর্ড রেডিঙের সিদ্ধি লাভ ইংরেজ মহলে জয়জয়কার পড়িয়া গিয়াছে লর্ড রেডিঙের:ভারতশাসনের সাফল্যে। তিনি চঞ্চল বিক্ষুব্ধ ভারতকে ঠাণ্ডা করিয়া দিয়াছেন, অসহযোগ আন্দোলনের শক্তি হরণ করিয়াছেন ; আর করিয়াছেন, জগতে টাকার বাজারে ভারত-গবন্মেণ্টের আসন্ন-দেউলিয়াত্বের অখ্যাতির পরিবর্তে আর্থিক সচ্ছলতার খ্যাতি স্থাপন । অতএব তাহার প্রশংসার সীমা নাই। র্তাহার আমলে রাজনৈতিক অবস্থার ও আর্থিক-বাণিজ্যিক অবস্থার যে পরিবর্তন ঘটিয়াছে, তাহা অনেকটা তাহার চেষ্টা নিরপেক্ষ। কিন্তু সমস্ত পরিবর্তনটাই তাহার চেষ্টার ফল বলিয়া ধরিয়া লইয়াও সংক্ষেপে দেথা যাক তিনি আর কি কি করিয়াছেন । - ভারতীয়দের বিশ্বাস অর্জন ও হৃদয় জয় করিবার অনেক সুযোগ তাহার হইয়াছিল, কিন্তু সবগুলিই তিনি হারাইয়াছিলেন ; তাহার আমলে দমননীতির প্রয়োগ খুব বেশী মাত্রায় হইয়াছে ; অনেক আইন যে উদ্দেশ্যে প্রণীত হইয়াছিল, তাহার লজ্জাকর অপপ্রয়োগ হইয়াছে। তিনি ভারতীয় সকল দলের রাষ্ট্রীয় অধিকার লাভের নূ্যনতম দাবী অবজ্ঞার সহিত অগ্রাহ করিয়াছেন, এবং অসম্ভব রকমের “সহযোগিতা” অর্থাৎ আজ্ঞাকুবর্তিত সব ভারতীয় রাজনৈতিক দলের নিকট হইতে চাহিয়াছেন। ফরিদপুরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ জাতীয় দাবীকে এতট। কম করিয়াছিলেন যে অনেক মডারেট ও তাহাতে রাজী ছিলেন না। তথাপি রেডিংএর সহযোগিতার সর্ব নাকি পালিত হয় নাই ! মহাত্মা গান্ধীর সহিত র্তাহার সাক্ষাৎকারের ইতিহাস তিনি যে ভাষায় বর্ণনা করেন, তাহা ভদ্ররীতিবিরুদ্ধ। দিল্লীতে ও সিমলায় প্রায়ই শুনা যাইত, যে, তিনি কাগজপত্র ও নানা প্রশ্ন ও সমস্যা সম্বন্ধে নিজের মত প্রকাশে খুব বেশী বিলম্ব করিতেন। চতুর ইংরেজরা বলিয়া থাকে, যে, ভারতবর্ষ ব্রিটিশ প্রবাসী—রৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড রাজনৈতিক দলাদলির বাইরে। তাহারা ইহা দ্বারা ভারতকে ও জগৎকে বুঝাইতে চায়, তাহীদের সব দলই ভারতের হিত করিতে ইচ্ছুক ও উদগ্রীব। আমরা কথাটার মানে বুঝি অন্য রকম –বুঝি এই, যে, সব দলের ইংরেজই ভারতকে চিরকাল প্রভুত্ব করিবার ও অর্থ আহরণ করিবার জায়গা রাখিতে চায়। ভারত যে অর্থেই ব্রিটিশ দলাদলির বাহিরে হউক, তাহার একটা দৃষ্টান্ত লর্ড রেডিং দেখাইয়াছেন। তিনি ব্রিটিশ তিনটি রাজনৈতিক দলের পাচ জন প্রধান মন্ত্রী ও চার জন ভারতসচিবের অধীনে কাজ করিয়াছেন । এই সব দলের ও রাজপুরুষের মতামত ভিন্ন ; তবুও তিনি সকলের সহিত সামঞ্জস্য রাখিয়া কাজ করিতে পারিয়াছেন। ইহার এক মাত্র মানে এই, যে, তিনি এবং ঐ সব দল ও দলের রাজপুরুষেরা ভারতবর্যকে প্রভূত্ব ও শোষণের স্থান জ্ঞান সম্বন্ধে একমত ছিলেন । সে বিষয়ে অবশ্য ভারতীয় ইংরেজ সিবিলিয়ানদের প্রভাব সকলকে সৰ্ব্বদা অভিভূত করিতে, ও রাখিতে পারিয়াছে। সেইজন্য লী কমিশনের সুপারিশ অনুসারে সিবিলিয়ান ও অন্যান্য সমগ্রভারতীয় চাকর্যেদের বেতন ও অন্যরূপ পাওন ও স্ববিধ তাহার আমলে ত ব্যবস্থাপক সভাসমূহের পুনঃ পুনঃ প্রতিবাদ সত্বেও খুব বাড়িয়াছেই, অধিকন্তু প্রাদেশিক গবন্মেণ্টসকলের অধীনস্থইউরোপীয় চাকর্যেদেরও পাওনা আদি বৃদ্ধিতে প্রথমে আপত্তি করিয়া পরে তিনি নরম ও অন্তকুল ভাব ধারণ করিয়াছিলেন। অথচ ইণ্ডিয়ান মেডিক্যাল সার্ভিস্ সম্বন্ধে লী কমিশনের সুপারিসগুলি ইংরেজদের পক্ষে সুবিধাজনক নহে বলিয়া সেগুলি অনুসারে সব স্থলে কাজ হইবে না ! ভারতশাসনসংস্কার-আইন অনুসারে উচ্চ সব শ্রেণীর চাকরীতেই ক্রমশঃ ভারতীয়দের ংখ্যা বাড়াইবার কথা ; কিন্তু তাহ করা হয় নাই । স্ববিচার এবং জাতিনিবিশেষে সমান বিচার প্রতিষ্ঠিত করিবাশ প্রকাগু অঙ্গীকার তিনি করিয়াছিলেন ; কিন্তু এই অঙ্গীকার প্রধানতঃ অপালিত রহিয়া গিয়াছে । নিগ্রহ ও দমনেচ্ছাপ্রস্থত প্রধান প্রধান আইন ও আইনের ধারা রদ না হইয়া বলবৎ রহিয়াছে। অধিকন্তু নূতন দমনসৌকর্য্যসাধক আইন বঙ্গের হিতার্থ