পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ ८ 8 অনেক বিদ্যালয়ের উচ্ছেদ সাধন, ইত্যাদি আরও কত কি হইয়াছে, কত লিখিব ? লড রেডিঙের আমলে ভাল কিছুই হয় নাই বলিতেছি না। কোন কোন বিষয়ে ভাল কাজ কিছু হইয়াছে। কিন্তু অতি অত্যাচারী ও স্বেচ্ছাচারী রাজাবাও অনেক সময় নিজেদের ক্ষমতা ও স্বার্থ-রক্ষার জন্য কিছু ভাল করিতে বাধ্য হয়। সুতরাং স্বসভ্য ইংরেজের রাজত্বে ইংলণ্ডের ভূতপূর্ব প্রধান বিচারপতি যে কিছু ভাল কাজ করিবেন, তাহা আশ্চর্য্যের বিষয় নহে। কিন্তু তাহার আমলে যুগ ও প্রধান কোন বিষয়ে ভারতের কোন মঙ্গল, উন্নতি, অগ্রগতি লাধিত হয় নাই ; অনিষ্ট, করবৃদ্ধি, দমন, নিগ্রঃ, জুলুম, অত্যাচার অনেক হইয়াছে । হিন্দু মহাসভা ও হিন্দু সংগঠন হিন্দু মহাসভার গত অধিবেশনে অস্পৃশ্যত বিষয়ক প্রস্তাব লইয়া খুব গোলমাল হইয়াছিল। বংশানুক্রমিক ংস্কার বর্জন করা অতি কঠিন । এইজন্য র্যাহারা অস্পৃশ্বতা ও অনাচরণীয়তা সম্বন্ধে প্রাচীন ধারণ ও প্রথা বজায় রাখিতে চান, তাহাদিগকে কটু কথা বলা আমুচিত তাহাতে কোন লাভও নাই। কিন্তু তাহাদের বিবেচনা করা উচিত যে, কোন মাকুযই ঘৃণিত ও পদদলিত হইতে চায় না, এবং যে অপরকে অবজ্ঞা করে ও লাঞ্ছিত করে, তা হার নিজেরও অধোগতি হয়। হিন্দু নামে অভিহিত সকল শ্রেণীর ও জাতির লোক মনুষ্যচিত সামাজিক অধিকার না পাইলে, যে হিন্দু সংগঠন মহাসভা করিতে চাহিতেছেন, তাহা কখনও সম্পূর্ণ হইবে না । ব্রাহ্মণাদি উচ্চবর্ণের লোকদের সংখ্যা অপেক্ষাকৃত কম। র্তাহার এখন হইতে ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত ব্যবহার না করিলে ংখ্যাবহুল অন্তজাতির হিন্দুদের হিন্দুসমাজ ছাড়িয়া দিবার কোনই কারণ নাই। কারণ সংথ্যাবহুল র্যাহার এবং ন্যায় ও যুক্তি যাহাদের পক্ষে, কালক্রমে তাহদেরও শক্তিশালী হওয়া অনিবাৰ্য্য । হিন্দু মহাসভা নারীজাতিকে সমুদয় ন্যায্য অধিকার না দিলে সামাজিক নারীবিদ্রোহও অবশ্বাস্তাবী। বাধা হইয়া কোন পরিবর্তনে সম্মতি দেওয়ায় সম্মান বৃদ্ধি হয় না। সামাজিক বিদ্রো ও বিপ্লবের আগেই ন্যায়ামুগত ব্যষহার করা বুদ্ধিমানের কাজ । جسم معمامه প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ ১ম খণ্ড রায় যতীন্দ্রনাথ চৌধুরী রায় যতীন্দ্রনাথ চৌধুরীর মৃত্যুতে বঙ্গদেশ একজন প্রাচীনপন্থী স্বদেশপ্রেমিক লোক হারাইলেন। তিনি উদারচরিত ও বিদ্যামুরাগী ছিলেন। দর্শনশাস্ত্রে তাহার পাণ্ডিত্য ছিল। বঙ্গীয় সাহিত্য পরিষদের সহিত র্তাহার সক্রিয় যোগ ছিল। অনেক জমীদার ইংরেজ কর্তৃপক্ষের বিরাগভাজন হইবার ভয়ে রাষ্ট্রনৈতিক আন্দোলন হইতে দূরে থাকেন। রায় যতীন্দ্রনাথের এবিষয়ে সংসাহস ছিল । “নারিকেল ঘৃত” বিশুদ্ধ ঘৃত দুষ্প্রাপ্য ও জুমূল্য হওয়ায় বাজারে চর্বি ও নানাবিধ তৈলমিশ্রিত ঘৃত বিক্ৰী হয় ; “উদ্ভিজ্জ স্কৃত” ( vegetable ghee ) Afskifsl Afzii SjFfs fsfaUs বাজারে চলিতেছে। এই সমূদয় সামগ্রীতে স্বাস্থ্যহানিকর জিনিষ থাকা অসম্ভব নহে। কিন্তু তাত অয়েল মিল্স্ “কোকোজে ম” নাম দিয়া যে নারিকেল-ঘূ ত প্রস্তুত করিয়াছেন, তাহা কেবল পুষ্টিকর বিশুদ্ধ নারিকেল তৈল হইতে প্রস্তুত, অথচ নারিকেল তৈলের কোন গন্ধ তাহাতে নাই। ইহা স্কৃত অপেক্ষা সস্তা, এবং রন্ধনের জন্য ব্যবহার করিলে কোন জিনিষের স্বাদ বা ভ্ৰাণ বিকৃত হয় না । এই মাসের প্রবাসী প্রকাশে বিঘ্ন কলিকাতায় অশান্তি প্রযুক্ত প্রবাসীর বর্তমান সংখ্যা যথাসময়ে বাহির করা দুঃসাধ্য হইয়া উঠিয়াছিল। প্রবাসী কাৰ্য্যালয়ের ও ছাপাখানার কৰ্ম্মচারীগণ, ছবির ব্লক-নিৰ্ম্মাতাগণ এবং দপ্তরী, সকলে সময়ে অসময়ে অতিরিক্ত পরিশ্রম করিয়া কাৰ্য্য উদ্ধার করিয়াছেন। র্তাহীদের নিকট আমরা কৃতজ্ঞ । গত ষান্মাসিক স্বচী ১৩৩২ সালের কাৰ্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ছয় মাসের প্রবাসীর সূচী প্রস্তু ত আছে। উহা কোন কারণে বৰ্ত্তমান সংখ্যার সহিত না দিয়া আগামী জ্যৈষ্ঠ সংখ্যার সহিত দেওয়া হইবে ।