পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবেদন পাকড়াশী Rరిసె জিনের কোটের উপর অশ্বতরের ক্ষুরের একটি ছাপ— • ارع আবেদনের যখন আট বৎসর পাচমাস বয়স সেই সময় একদিন সন্তান-পূজা-নিযুক্ত অবস্থায় নীলাম্বরবাবু জরবিকার রোগাক্রান্ত হইয়া কয়েক দিন ভূগিয়া পূৰ্ব্বপুরুষদিগের অমুসরণ করিলেন । এই ঘটনার ফলে সকল বিষয়েই একটা বিশৃঙ্খল আসিয়া পড়িল। আবেদনের এক কাকা বিলাত-প্রত্যাগত ও কুসংস্কার-বিদ্বেষী ছিলেন। তিনি এতদিন নীলাম্বরবাবুর কার্য্যকলাপ দেখিয়া শুধু দূর হইতে নাক সিটুকাইতেন । আজ নীলাম্বরবাবুর মৃত্যুতে তিনি যেন একটা উচুদরের সুবিধা পাইয়া গেলেন। তিনি নীলাম্বরবাবুদের বাড়ীতে আসিয়া সকল বিষয়ের তত্বাবধান স্বরু কবিলেন। আবেদন প্রথম দিনই তাহাকে বলিল,"তুমি যে ভারি। আমায় প্রণাম করলে না ?” কাকা বিষাক্তকণ্ঠে বলিলেন,“তোমার পূজা ভাল ক’রে করব বলে একটা চাবুক আনতে পাঠিয়েছি”। আবেদন বলিল, “চাবুক কা'কে বলে ?” কাক তাহাকে বলিলেন, যে, সে এক-প্রকার জিনিস যাহার স্বাদ একবার পাইলে আর কখনো ভুল যায় না! এতদিন আবেদনের অক্ষরপরিচয়ও হয় নাই। কাকা তাহাকে স্কুলে ভৰ্ত্তি করিবার জন্য লইয়া যাইবেন বলায়