পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨86 আইবেই বা কোথায় ? তাহা ব্যতীত কয়েক দিন হইতেই তাহার বুড়ো আঙ্গুলে একটা ভীষণ ব্যথাও হইয়াছিল। . তাহাতেও সে বিশেষ কাবু ছিল । আঙ্গুলে আঙ্গুলহাড়া লইয়া আবেদন একাকী কালিফার্শিয়ার এক নির্জন প্রান্তরে বসিয়া আছে। ভীষণ টনটনে ব্যথা। যাতনায় বেচারার মুখখানা নীল হইয়া উঠিয়াছে কিন্তু কিছু না বলিয়া সে একমনে দূরের কতকक्षलि গাছপালার দিকে চাহিয়া আছে। ভাবিতেছে কেন সে এই নিজদেশে হতাদর হোমিওপ্যাধির জন্তু এত কষ্ট করিল। তা’র আঙ্গুলটা টনটন্‌ করিয়া উঠিল। মনে হইল, বেলাডোনা থাটি । কিন্তু না, আর এ-জীবনে হোমিওপ্যাথির সে ছায়াও মাড়াইবে না। এমন সময় পিছন হইতে মজার গলায় কে বলিল, “হিন্দু ম্যান ভেলি সলি ?” (হিন্দু মানুষ অতিশয় দুঃখিত ? ) আবেদন কপালকুণ্ডলার আহবানে সচকিত নবকুমারের স্বায় চমকিয়া উঠিয়া দেখিল একজন চীনা তাহাকে সম্বোধন করিতেছে। অল্প আলাপেই লাং চি ফং বুঝিয়া ফেলিল ধে আবেদন আমেরিকায় কুব্যবহার , পাইয়া;