পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] R(t) রবীন্দ্রনাথ স্তম্ভিত...ওস্তাদটি বলিলেন, “আপনাকে পুলিশে দেওয়া উচিত ।" যত্নবান হইয়া উঠিল, তখন অতিশীঘ্রই সে ছাত্রমহলে স্বপ্রসিদ্ধ হইয়া উঠিল। এমন-কি, কয়েক মাসের মধ্যেই সে রাস্তায় বাহির হইলে লোকে তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিত, ঐ ঐ দেখ আবেদন পাকৃড়াশী যাচ্ছে। মফস্বল হইতেও ছোকরার আসিয়া তাহার গান শুনিত এবং কলিকাতার ছোকরাদিগের সহিত একজোটে হাততালি দিত। আবেদনের গানের মজলিস শীঘ্রই সহরে ও বাহিরে প্রসিদ্ধ হইয়া উঠিল। সা রে পা মা পা ধ। নি নিৰ্ব্বিশেষে সে যে-কোন স্বরপ্রধান রাগিণীরই আলাপ করুক না কেন, তাহার ফলে শুধু দেখা যাইত শ্রোতাদিগের উদাম উৎসাহ ও আবেদনের প্রতি উচ্ছ্বসিত ভক্তিপ্রকাশ । একজন ইতিহাসের ছাত্র বলিয়াছিল, “বৰ্ত্তমান কালকে আবেদনের §3. (The Age of Abedan) oil to "to " ve/e চারিদিকে স্কুলকলেজের ছাত্রদের ভিড় ! সকলেই ঘাড় উচাইয়া কি যেন দেখিতেছে, কাহার যেন আশায় রহিস্বাছে। হঠাৎ বৃহৎ হলের দরজা খুলিয়া গেল এবং নানা বর্ণের পাঞ্জাৰী পরিধান করিয়া ও দীর্ঘ কেশকলাপে মুখত্র বাড়াইয়া কয়েকজন ভক্ত আবেদনকে ঘিরিয়া বক্তৃতা-মঞ্চের উপর আনিয়া বসাইল। সকলে করতালি দিয়া উঠিল। আবেদন ঈষৎ লজ্জায় মুখ আলোকিত করিয়া শ্রোতাদিগের দিকে চাহিয়া একবার তাহাদের অভিবাদন করিল। সকলে নিস্তব্ধ হইলে আবেদন উঠিয়া দাড়াইয়া বলিল, “আজ আমরা - - - - s s 3? সকলে চীৎকার করিয়া উঠিল, “গান, গান” । আবেদন পার্থের একজন ভক্তকে ইঙ্গিত করিল, একটি হারমোনিয়াম “পো” করিয়া উঠিল, দুটি তানপুরা “ঘ্যাও ঘ্যাও” করিয়া স্বর ধরিল—আবেদন তাহার নবরচিত সরমিয়া রাগিণীতে ( পা নি বর্জিত ঔড়ব, গা বাদী, মা সম্বাদী, দুই গ ইত্যাদি ) গান ধরিল :– সরমে গরম হইল গাল, কপাল ও কর্ণমূল লাল, হায় সখা মোর ঘোমটা খুলিয়া দেখো না । পায়ে ধরি সখা অধরে অধর রেখে না । সকলে “বা ভাই, বা ভাই,” বলিয়া চীৎকার করিয়া উঠিল। আবেদন অধিক দরদ দিয়া গাহিল, জুধরে ു് ു് ഫ്ര് बॆ-•-१f. ॰-द्र .•-८ब्रह्थं; না অমনি-ঢং করিয়া একজন ভক্ত ঘণ্টাটি বাজাইয়া দিল ।