পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] থাকিবে । তবে কবির জ্ঞান যতই সীমাহীন হইবে, যতই বিস্তারিত হইবে, কবিত্ব ততই অনন্তকালের হইবে । এসম্বন্ধে পরে কথা হইবে । আমি এই দুই দিন অতি স্থখে কাটাইয়াছি । আপনারা যদি আমার আসাতে কিঞ্চিম্মাত্র উংকষ্ঠিত ন৷ হইয় আপনাদেরই বাড়ীর একজন বলিয়া মনে করেন ( এবং এইবার খেন তাহা বোধ করিয়াছি ) তাহা হইলে সখন তখন আসিব । বন্ধুজায়ার অমায়িক ব্যবহারে গতিশয় গুপী হুইয়াছি, এবং আপনাদের স্নিগ্ধ পারিবারিক জীবন, সইরের গোলমাল হইতে দূরে থাকিয়া পুত্রকন্যপরিবেষ্ঠিত হইয়l, নীরবে অথচ কৰ্ম্মঠভাবে সেরূপ কাটাইতেছেন, তাই আমার বড় ভাল লাগিয়াছে । আর সেই সুন্দর নদী, বালুচর, পল্লীগ্রাম ইত্যাদিতে আমার একরূপ নেশ জন্মিয়াছে । জানি না, স্ব ভাবের আকৰ্মণে জীবন ছাড়িয়া দেওয়া উচিত কিনী । .tiখবেন, সদরের অনুগ্রহে ধেন আমি অন্দরের 1৭aাগ ভ{জন না হই । শেখার জন্য আমার উপর বিশেষ তাড় । আমি পলিয়াছি যদি আমার গৃহিণী আগামী বারে আমীর সহিত শিলাইদহে উপস্থিত হন, তাহা হইলে ধতদিন থাকিব ততদিন মুকুলের জন্য আপনার একএকটি লেখা পাঠাইব । Journalistic instinct asso &;4& Cosq. of বিশেষতঃ শ্ৰীযুক্ত সরলা দেবী নির্ধাপিত অগ্নিতে ইন্ধন দিল্প। গিয়ছেন । আমার কার্য্যে আরও কতকগুলি নূতন সন্ধান পাইয়াছি। fog the spirit is willing but the flish is weak , পরিশ্রমে একেবারে শ্রাস্ত হইয়াছি । University হইতে আমার নাম নাকি পারিস যাইবার খং উঠিয়ছিল ; কিন্তু প্ৰভুদের তাদৃশ ইচ্ছ। নাই । Lt. Governorএর এখনও ইচ্ছ। দেখিতেছি। অনেক প্রতিবন্ধক হইবে । বলিতে পারিনা কি হয় । আপনার শ্ৰী জগদীশচন্দ্র বসু জগদীশচন্দ্র বসুর পঞ্জাবলী তবে ૨૭> ( b”) কলিকাতা ১লা বৈশাখ স্বহৃদ্বরেষু— আপনার পত্র পাইয়া সুখী হইলাম। এখানে চারিদিকের গোলমালে মন সৰ্ব্বদ। উদ্বিগ্ন থাকে, আপনার চিঠি পাইয়া আপনার উন্মুক্ত দেশের কথা মনে হইল । বিস্তৃত আকাশ, নদী ও সাদা বালুর চর, এসব মিলিত স্বপের ছবি আমার চক্ষে লাগিয়া রহিয়াছে। কখনও মনে হয়, আপনাদের ওখানে কোন নদীশাখার তীরে একথান ঘর বাধিয়া মাঝে মাঝে যাই বাস করি । সেদিন আশামুরূপই ফল পাইয়াছিলাম। আমার আসিবার কয়েক ঘণ্ট। পরে আমার চিঠিথানা এখানে পৌছে। আমার গৃহিণী পিত্রলিয় গিয়াছিলেন, ভূত্যরাও নিদ্র। যাইবার ব্যবস্থা করিতেছিল ( তখন সাড়ে সাত ট), আপনাদের আবহাওয়ার গুণে আমার বিলক্ষণ ক্ষুংপিপাস হইয়াছিল ; যাহা হোক উপবাস করিতে হয় নাই । পরে আমাকে, টেলিগ্ৰাফ কেন করি নাই, এজন্য জবাবদিহি দিতে হইয়ছিল । আমি হঠাৎ বলিয়া ফেলিয়ছি যে, শিলাইদহে টেলিগ্ৰাফ আফিস নাই । কোনরূপ সূত্যের অপলাপ করিতে আপনাকে অতুরোধ করিব না, কিন্তু এসম্বন্ধে দি কিছু অষ্টসন্ধান হয়, তবে দেখিবেন যাহাতে আমার মান বজায় থাকে ! প্রজাপতিগুলি এখনও জন্ম গ্রহণ করে নাই । গত শনিবার হইতে প্রত্যহ গুটিগুলিকে নড়িয়া দেখিতেছি, ভিতরে সেন পূর্ণ তর হইয়া আসিতেছে। আশঙ্কা হয় এত ঘন ঘন কম্পনে কীটের প্রাণবায়ু হয়ত বাহির হইয়া গিয়াছে। তাহা হইলে ৪ একরূপ নিশ্চিন্ত হইতাম, কারণ ধে এরও বৃক্ষের কথা বলিয়াছিলাম তাহার পাতা গুলি একেবারে নিঃশেষিত হইয়া গিয়াছে। সুতরাং এই দুভিক্ষের সময় সহসা প্রজাবৃদ্ধি মনে করিয় ভীত আছি । বিশেষতঃ লরেন্স সাহেবের নিকট আমি কি করিয়া মূখ দেখাইব জানি না । আপনার . শ্ৰী জগদীশচন্দ্র বস্থ পুঃ । আপনার সেই দুইটি গল্প কি শেষ হইয়াছে ? প্রথমটি বৃহদাকারে প্রকাশ করিলে ভাল হয় ।