পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভিক্ষু আনন্দ মহেশচন্দ্র ঘোষ আনন্দ গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য এবং অন্তচর ছিলেন । বৌদ্ধ-ধৰ্ম্মে ইহার স্থান অতি উচ্চ। আমরা আদ্য এই মহাপুরুষের বিষয়ে কিছু আলোচনা করিব । শুদ্ধেfদনের এক ভ্রাতার নাম শুক্লেদিল ; আনন্দ এই শুক্লোদনের পুত্র। সুতরাং আনন্দ গোতমের পিতৃব্যপুত্র। ইনি গোতমের নিকট দীক্ষা গ্রহণ করিমৃছিলেন । পৃদ্ধ ২ লাভ করিবার পর গৌতম পয়তাল্লিশ বৎসর ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন। প্রথম কুড়ি বৎসর ইগর কোন নিদিষ্ট অনুচর ছিল না। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভিক্ষু তষ্ঠার পরিচয্য করিত। যপন গোতমের বয়স পঞ্চান্ন বংসর, তখন তিনি একদিন ভিক্ষুগণকে বলিলেন—‘এতদিন নানা ভিক্ষু আমার পরিচয্যা করিয়াছে । এখন আমার বয়স অধিক ঠঠয়াছে। ভিক্ষুগণের মধ্যে কি এমন কেহ নাই যে নিত্য আমার সঙ্গে সঙ্গে থাকিতে পারে ? সারিপুত্র বলিলেন, ‘ আমি ভগবানের অঙ্গুচর হইতে ইচ্ছা করি । গোতম তাহার প্রার্থণা পূর্ণ করিলেন ন । ইহার পরে প্রধান প্রধান শিষ্য সকলেই ঐ প্রকার ইচ্ছা জ্ঞাপন করিলেন । তিনি কাহাকেও গ্রহণ করিলেন না। আনন্দ ঐ সময়ে নীরবে এক প্রাস্তে উপবেশন করিয়াছিলেন । ভিক্ষুগণ র্তাহাকে বলিতে লাগিলেন, ‘আনন্দ, যাওঁ, ভগবানের নিকট যাও, অম্লচর হইবার জন্য প্রার্থন করা গোতম বলিলেন, ‘না, না, ওভাবে তোমরা আনন্দকে উত্তেজিত করিও না : আনন্দ কি করিতে চাহে, তাহ। আনন্দই ভাল জানে।’ তবুও ভিক্ষুগণ আনন্দকে উৎসাহিত করিতে গাগিলেন । তখন আনন্দ দণ্ডায়মান হইয়া বলিলেন-- ভগবান যদি আমার ৮টা প্রার্থনা পূর্ণ করেন, তবে আমি ভগবানের অনুচর হইব । ○8ー2 (১) ভগবান করিবেন না । (২) লোকে ভগবানকে যে খাদ্য অর্পণ করিবে, তাহার অংশ আমি গ্রহণ করিব না । (৩) আমার জন্য স্বতন্ত্ৰ কুটীর নিদিষ্ট থাকিবে না । (৪) ভগবানকে যখন কেহ নিমন্ত্ৰণ করিবে, আমি সে নিমন্ত্রণে ভোজন করিব না । (৫) আমি যে স্থলে নিমস্থিত হইব, ভগবান ও সেই স্থলে গমন কবিবেন । (৬) র্যাহার। ভগবানের দর্শনাভিলাষী হইয়া আগমন করিবেন, আমি তাহাদিগকে ভগবানের সমীপে লইয়া যাইতে পারিব । আমাকে সুন্দর বস্থ অৰ্পণ (৭) আমার যখন মন চঞ্চল হইবে, বা কিছু জ্ঞাতব্য থাকিবে, আমি ভগবানের সমীপে উপস্থিত হইতে পারিব । (৮) ভগবান পূৰ্ব্বে একবার যে উপদেশ দিয়াছেন, আমি জিজ্ঞাসা করিলে ভগবান তাহার পুনরুক্তি করিবেন।” ভগবান বলিলেন—‘আনন্দ, আমি তোমার এই আটটি প্রার্থনাই পূর্ণ করিব ।’ এই সময় হইতে আনন্দ পচিশ বৎসর ছায়ার ন্যায় বুদ্ধের সঙ্গে সঙ্গে বিচরণ করিয়াছিলেন । উপযুক্ত অনুচরই নিৰ্ব্বাচিত হইয়াছিল । আনন্দ ছিলেন নিরীহ, নিঃস্বাথ, কৰ্ম্মদক্ষ ও কর্তব্যপরায়ণ, এবং সৰ্ব্বোপরি তাঙ্গর প্রকৃতি ছিল অতি মধুর। কোমল প্রকৃতি মহা পরিনিৰ্ব্বাণের কিছু দিন পূৰ্ব্বে আনন্দ প্রবেশ করিয়া ‘কপি-শীর্ষ’ অবলম্বন করিয়৷ ক্ৰন্দন করিতে বলিতেছিলেন— - “আমি এখনও শিক্ষার্থী, এখনও আমার E에 বিহারে করিতে অনেক