পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ ԳՆ) MMAAASAASAASAAAS A SAAAAS --س-- -- - -------------- ------------- সৰ্ব্ব, ঈশান, শঙ্কর, চন্দ্রশেখর, ভূতেশ, পণ্ডপরশু, গিরীশ, গিরিশ, মুড়, মৃত্যুঞ্জয়, কত্তিবাস, পিনাকী, প্রথমাধিপ, উগ্র, কপদী, শ্ৰীকণ্ঠ, শিতিকণ্ঠ, কপাল ভূত, বামদেব, মহাদেব, বিরুপক্ষ, ত্ৰিলোচন, কুশান্তরেতা, সৰ্ব্বজ্ঞ, ধূর্জটি, নীললেঙ্গিত, ওর, স্মরণ্ঠর, ভগ, ত্র্যম্বক, ত্রিপুরান্তক, গঙ্গাপুর, অন্ধক রিপু, ক্রতুর্ধ্বংসী, বৃষধ্বজ, ব্যোমকেশ, ভব, ভীম, স্থাণু, রুদ্র, উমাপতি, বৃষপৰ্ব্বা, রেরিহাণ, ভগালী, দিগম্বর, অট্টহাস, পুরদ্বিট, পা” শু১ন্দন, কালঞ্জর, so اب ہم Tro ఫిల్మ్స్ |్యష్ట সের পুবে প্রাপ্ত শিবমূৰ্ত্তি বৃষাকপি, মহাকাল, বরাক, নন্দিবৰ্দ্ধন, বীর, খরু, ভূরি, কটপ্রী, ভৈরব, ধ্রুব, শিবিবিঃ, গুড়াকেশ, দেবদেব, মহানট, তীব্র, থওপশু, পঞ্চানন, কণ্ঠেকান, ভরু, ভীরু, ভীষণ, কঙ্কালম লী, জটাধর, ব্যোমদেব, সিদ্ধদেব, ধরণীশ্বর, বিশ্বেশ, জয় ক্ষ, হররূপ, সন্ধ্যানাটা, স্বপ্রসাদ, চন্দ্রাপীড়, শূলধর, বৃষভধ্বজ, ভূতনাথ, শিপিবিষ্ট, বরেশ্বর, বিশ্বেশ্বর, বিশ্বনাথ, কাশীনাথ, কুলেশ্বর, অস্থিমালী, বিশালাক্ষ, হিণ্ডী, প্রিয়তস, বিষম্যক্ষ, ভদ্র, উদ্ধরেতা, যমান্তক, প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড নন্দীশ্বর, অষ্টমূৰ্ত্তি, অধীশ, থেচর, ভূঙ্গীশ, অৰ্দ্ধনারীশ, রসনায়ক, পিনাকপাণি, ফণধরধর, কৈলাস-নিকেতন, হিমাদ্রি-তনয়াপতি । মহাভারত অতুশাসন পর্বে ১৭ অধ্যায়ে শিবের সহস্ৰ নাম বর্ণিত হইয়াছে । বেদ-সংষ্ঠিতায় যিনি রুদ্র, রামায়ণ, মহাভারতে এবং পুরাণসমূহে সেই রুদ্রই শিবনামে প্রসিদ্ধি লাভ করিয়াছেন। ঋগ্বেদে, যজুৰ্ব্বেদে, অথৰ্ব্ববেদে, ব্রাহ্মণগ্রন্থসমূহে এবং উপনিষদে ও রুদ্র-দেবতার উল্লেখ দেখিতে পাওয়া যায়। এই রুদ্রই পরবর্তীকালে শিব এবং মহাদেব প্রভৃতি নামে এদেশে পূজিত হইয়া আসিতেছেন । শিব বীরগণের বরদাত । পুরাণ-পাঠে জানা যায়, কত শত দৈত্য, শৌর্য্য-বীৰ্য্য ও বিজয়লাভের নিমিত্ত শিবের উদ্দেশে তপস্যা করিতেন, শিবের নিকট বর প্রাপ্ত হইতেন । বাণ, রাবণ, শাল্ব প্রভৃতি সহস্ৰ-সহস্ৰ যোদ্ধ শিবের অনুচর ছিলেন । ঋগ্বেদের ১ম মণ্ডলের ১১৪ স্থক্তে জানা যায়, শিব বীরগণের বীর, শিব সুখশান্তি ও মঙ্গলদাতা এবং রণদুৰ্ম্মদ যোদ্ধা ও যুযুৎস্নগণের বরদাত । শিবপুরাণে লিখিত আছে ব্ৰহ্মা, বিষ্ণু ও রুদ্র কারণস্বরূপ এই তিনজন মহেশ্বর হইতে উৎপন্ন হইয়াছেন এবং ইহারাই এই চরাচর বিশ্বের স্বষ্টি, স্থিতি ও অস্তের হেতু । র্তাহার সেই পরমেশ্বরকত্ত্বক চালিত এবং পরম ঐশ্বৰ্য্যসংযুক্ত। র্তাহার। সেই পরমেশ্বরের শক্তি দ্বারা নিত্য অধিপতি এবং তাহার কার্য্য-করণে সমর্থ । পিতা পরমেশ্বর কর্তৃক প্রথমে তাহারা তিনজন তিন কৰ্ম্মে নিয়োজিত হন,—ব্রহ্মা স্বষ্টিকাৰ্য্যে, বিষ্ণু পালনকার্য্যে এবং রুদ্র সংহার-কার্য্যে । অনন্তর তাহাদের পরস্পরের উপর মাৎসর্ষ্য হেতু পরস্পর পরস্পরের উপর আধিক্য লাভ করিতে অভিলাষী হুইয়া তপস্যা দ্বারা আপনাদিগের পিত। পরমেশ্বরকে সস্থষ্ট করিয়াছিলেন । সেই পরমেশ্বরের অনুগ্রহে তাহার। সৰ্ব্বাত্মতা লাভ করিয়াছিলেন । এই নিমিত্ত রুদ্র প্রথম এক কল্পে ব্ৰহ্ম ও নারায়ণকে স্বজন করিয়াছিলেন ; অন্য এক কল্পে জগন্ময় ব্ৰহ্মা রুদ্র ও নারায়ণকে স্বজন করেন এবং পুনৰ্ব্বার অপর কল্পে বিষ্ণু ব্রহ্মা ও রুদ্রকে সজন করেন । কোন কল্পে ব্রহ্মা নারায়ণকে