পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্য। ] মধ্যদিন এল যবে দুনিবার, উত্তপ্ত, প্রখর, স্নান হ’য়ে এলে পুষ্পদল, উদাম বেদনা তব সঞ্চারিয়া সুপ পুৰ্থী’পর, চঞ্চলিয়া শান্ত বনতল, তখন সুরের ধারা মদ্যসম রুদ্ধ বেদনায় দীর্ণ করি আপনারে ছুটেছিল সহস্ৰ শাখায়, প্রজলক্ষ্ম ভানু-সম অগ্নিময় সঙ্গীত মহান করেছিলে দীন । সহস রক্তের শ্লেীতে সিক্ত হ’ল ক্ষিতি-বক্ষতল বহ্নিশিখা চুম্বিল গগন, আশ্রবারি শুষ্ক করি’ নিয়ে গেল উদ্দীপ অনল হাস্য হ’ল তমিস্রা-মগল । হংসার অঘাত যত নিদরুণ, নিষ্ঠুর, বৰ্ব্বর, লুপ্ত করি’ নিয়ে গেল জীবনের মা-কিছু সুন্দর, সত্যের মন্দির মাঝে সংস্থাপিল স্বার্থের দেবতা, মিথ্যার বার্তা । তপন আনিলে তুমি সত্ত্বনার অভিষেক-বারি, প্রেমের পবিত্র পাত্র ভরি’, শান্ত্রির স্বস্নিগ্ধ নীর মানবের কল্যাণে বিথ রি’ গ্লানির গরল সব হরি’ ; ঙ্গে তাপস ! অন্তরের উৎসুক গভীর ব্যাকুলত৷ সার্থক করিয়া পেলে দেবকাম্য সত্যের বারতা, চিরন্তন জ্যোতিৰ্ম্ময় অমৃতের লাভলে সন্ধান পূর্ণ করি প্রাণ । আমরার সুধীসম মৃত্যুঞ্জয় সঙ্গীত তোমার বিশ্বমাঝে চলিল বতিয়া, ভগ্ন থিন্ন ধরণীরে সঞ্জীবিত করি’ পুনৰ্ব্বার, রসোন্মত্ত করি’ জীর্ণ হিয়া । হে প্রেমিক, মরুভূমে বহাইলে পূত মন্দাকিনী, স্বর্গের কল্যাণী দেবী নিয়ে এলে মৰ্ব্যের সঙ্গিনী, ঝড়ের তা গুব মাঝে উন্মোচিলে বিদ্যুং-লেখায় প্রেম-প্রতিমায় । こ*うー8 কবি-বরণ ՀԳ:» নিবিড় আঁধার-মাঝে আলোকের ক্ষীণরেখ!-সম তোমার সরল সত্য বাণী, আনন্দের মুক্তিপথ নির্দেশিল শুভ্ৰ অনুপম যেন স্বচ্ছ ছায়াপথখানি । সে পথ চলিয়া গেছে আশ্রমাথা সন্ধ্যাতারা-পানে দিনান্তের লা জনম গোধূলির মায়ার সন্ধানে, বিশ্ব খুজে পেল পথ, সুচি” গেল সকল সংশয়, জয়, তব জয় ! বিধির কুহেলি হ’তে সত্যদীপ করিলে উদ্ধার, অনাবৃত, প্রদীপ্ত, উজ্জল, বিশ্ব-মানবের তরে শাশ্বত তোমার উপহার প্রেমের অঞ্জলি নিৰ্ম্মল । উপেক্ষি’ সাগর গিরি, দুরূহ বর্ণের ব্যবধান, বিশ্বরি’ সহস্ৰ ব্যথা, পরস্পর-নিত্য-অসম্মান, মহাঙ্গীবনের কুলে দাড়াইবে মহান মানব, বিশ্বর বান্ধব । হে সাধক ! এই তব হৃদয়ের নিবিড় বেদন, এরি লাগি সাধন তোমার, রক্তের প্রণয়-সূত্রে বিশ্ব ভরি’ হইবে আপন৷ মেহের অমৃতে সবাকার । হে কবি ! ভারতে তাই বিশ্ব জগতের আমন্ত্রণ, বিশ্ব-ভারতীর বুকে সত্যের পরম উদ্বোধন, সত্যের সন্ধানী মত এক হবে প্রেমের সভায় প্রসন্ন প্রভায় ! দীন ভক্ত তরুণের নবীন আশার চিঙ্গ-মাখ অৰ্ঘ্য-পুষ্প তোমার চরণে গোপন পূজার ব্যথা-চন্দনের রক্ত-রেখা-আঁক— নিবেদন করিন্ত যতনে । হানো বজ্র, ইন্দ্রবর, ডেকে আনো রসের শ্রাবণ, অনাগত মানবেয তৃষ্ণার অমৃত চিরন্তন, অনাগত ক্ৰন্দনের উৎস তুমি চির-সাত্বনার -- 5 ||