পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] গারোদের কথা একদল গারে রমণী পরিচ্ছদের ভিতরে একখান ১৫ ইঞ্চি প্রশস্ত ময়ূলা লাল কাপড় । কাপড়ের মধ্যে-মধ্যে অনেকগুলি সবুজ বা সাদ। ডোর দাগ আছে । ইহাই তাহীদের কটিতট আবেষ্টন করিয়া থাকে। সম্পূর্ণ উরুদেশও তাহাতে ঢাকা থাকে না । মেয়েরাও পুরুষদের মত গলায় গহন ব্যবহার করিয় থাকে। এই গহনা গুলি দেখিতে অনেকটা পুরুষদের গহনার মতই। পুরুষদের মত কানেও তাহারা পিণ্ডলের রিং ব্যবহার করে । তাহদের নীচের কানে প্রায় ৫৪৬০টি রিং দেখিতে পাওয়া যায়। রিংগুলির ভারে যখন কাম কাটিয়া যাইয়। রিংগুলি পড়িয় ঘাইবার উপক্রম হয়, তখন তাহারা সরু দড়ি দিয়া সেগুলিকে মাথার সাথে . ধিয়া দেয়। সর্দার-পত্নীর বেশ অন্যন্ত মেয়েদের অপেক্ষা একটু স্বতন্ত্র, তাহারা সাধারণত ১৩/১৪ ইঞ্চি প্রশস্ত ও প্রায় ২ ফুট লম্বা কাপড় দিয়া তাহাদের মস্তক পৱিত করিয়া রাখে । সেই কাপড়ের শেষভাগ তাহীদের পিঠের উপর বেণীর ন্যায় লম্বিত হইতে থাকে। গারোদের ভতরে স্বী ও পুরুষ উভয়েই কৰ্ম্মঠ। মেয়েরাও পুরুষদের মত ভার বহন করিতে পারে ও নানারকম শক্ত কাজ করিয়া থাকে । গারোর। প্রায় সবরকম জস্থই গাইয়া থাকে—এমন কি কুকুর, ব্যাঙ, সাপ প্রভৃতি কোনটাই তাছাদের অখাদ্য নয় । তাহার। অতিরিক্ত মদ্য পান করিয়া থাকে । শিশুরা গিলিতে শিখিবা মাত্রই তাহীদের মদ্য পান করান হয় । তাহারা অনেক রকম মদ্য ব্যবহার করিয়া থাকে । তবে ভাত পচাইয়। সে মদ্য হয় তাহাই তাহার সাধারণত পান করে । তাহার খাদ্যদ্রব্যকে আমাদের মত রান্না করে না, সামান্য একটু গরম হইলেই খাদ্য তাহাদের আহারের উপযুক্ত হয়। তবে তাঙ্গারা ভাতকে খুব স্বসিদ্ধ করে ; আর মাংস এক রকম কঁাচাই ভক্ষণ করে । প্রত্যেক গারোরই প্রায় দুখান বাড়ী আছে—একখানা