পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

బ్స్నొ প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩e প্ল{পালের দল— জোয়েল কল্পনায় [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ষোল বৎসর। সে তুলি বা পেন্সিল দিয়া ছবি অঁাকে না । কাচি দিয়া কাগজ কাটিয়া নৈসর্গিক শোভার চিত্ৰ তৈয়ারা করে । সে চিরকুঞ্জ, জীবনের অধিকাংশ কাল তাহাকে হাসপাতালে বা গৃহে রোগশয্যায় শুইয়৷ থাকিতে হইয়াছে । বাহিরের সহিত তাহার তিলমাত্র পরিচয় নাই। অথচ এই অদ্ভুত প্রতিভা শালী বালক রোগ-শস্যায় পড়িয়া থাকিয়া আপনার কল্পনার সাহায্যে কুঁচি দিয়া ক্ষে কতরকমের ছবি তাকে তাঙ্গার হয়ত্ত নাই । আiশ্চর্য্য। এই যে, অনেক স্বভাবের শোভা ন৷ দেখিয়াই এই বালক স্থাস্থ অঙ্কিত করে"। ইহা ছাড়া সে নানা সাময়িক পত্রাদিতে লিখিয়া থাকে ; লেখাগুলি সব শিকার ও জঙ্গল-সংএণন্ত । জীবনে বালক যাহার আস্বাদ পা