পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'#. & {} e প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৩৩৩ ছাতার মতে পার্থী শরীর বাড়ে না কমে ? বয়সের সঙ্গে সঙ্গে মাতুষ বা জন্তু জানোয়ারের শরীর বাড়িতে থাকে। ইহা প্রকৃতির সাধারণ নিয়ম। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। অর্থাৎ, এমন প্রাণী আছে যাহাঁদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ছোট হয় । সমুদ্রে এক রকম বান মাছ আছে, তাহাদের শরীর এই রকম হয় । [ ২৬শ ভাগ, ১ম খণ্ড আয়াল্যাণ্ডের কাছাকাছি সমুদ্রভাগে এই বানমাছ জন্মায়। বান মাছ দেখিতে লম্বা সাপের মতন। ইহারা যখন ছোট থাকে তথম দেখিতে অন্ত রকম থাকে । ছবিতে উপর হইতে নীচে অবধি ক্রমে ক্রমে বানমাছের দেহের পরিবর্তন দেখান হইয়াছে । উপরের আকারটাই প্রথম আকার । তখন ইহাদের দেহ চওড়া-রকম ও স্বচ্ছ । দেহের রক্ত তখন শাদ । যত দিন যাইতে থাকে ততই তাহারা গভীর জল হইতে উপর দিকে উঠিয আলোকের দিকে আসিতে থাকে ও শ্রীরের দিকে অগ্রসর হয়। এই SDS SLSLSS eS eS MSHHHAAASAAAA

  • ణాఙః

বানমাছ সময়ে তাহার একটু একটু করিয়া বড় হয় । কিন্তু এখনও পয্যন্ত ইহাদের মুখ হয় না এবং মুখ হয় না বলিয়া ইহারা খাদ্যও সংগ্ৰহ করিতে পারে না। স্বতরাং এই উপবাসের , সময় দেহ শুকাইয়া শুকাইয়া সঙ্কচিত হইতে থাকে। কাজেই ইহার ছোট হইতে থাকে। এই সময়ে মুখ, চোয়াল, দাত গঠিত হইতে থাকে। দেহের পাতলা চামড়ার ভাগ গুটাইয়া সাপের আকার হইতে থাকে। রক্ত