পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ]

পুরুষ জগদ্ধাত্রী গে সাহেব জন্মের পরেই ঘটা করিয়৷ প্রত্যেকটি শাককের নামকরণ করা হয় এবং গে সাহেব গুরুমশায়ের মত তাহাদিগকে নান ভাবে শিক্ষ। দেন । শাবকদের ভার গুহার স্ত্রীর উপর ; বড় সিংহদের তিনি নিজেই গড়িয়৷ পঞ্চশস্য—রেশমের চাদরে বুদ্ধের জীবনী 9లిq সিংহের কুন্তীলড়া পিটিয়া মানুষ করেন। মেটের উপর এই অভূত লোকটি এক অদ্ভুত ভালে অর্থে পার্জনের উপায় করিয়াছেন । থে সাহেবের পোষ কয়েকটি সিংহের ছবি দেওয়া হইল। দ্বিতীয় ছবিটিতে তিনটি শাবক লহয় গে সাহেব ও ভাঙ্গার স্ত্রীকে দেপান হইয়াছে । লণ্ডন যাদুঘরে অজগর সাপ — সম্প্রতি সিঙ্গাপুর হইতে একটি স্ববৃহৎ অজগর সাপ লওন যাদুঘলে প্রেরিত হইয়াছে, সাপটির দৈর্ঘ্য ২০ফুট। আটজন শক্ত লোকে এই লগুন যাদুঘরে অজগর সাপ সাপটিকে ধরিয়া খাচায় পুরিতে যাইতেছে—ছবিতে তাঁহাই দেখান হইয়াছে । ছবিটি দেখিলেই সর্পরীজের দৈর্ঘ্য উপলব্ধি হইবে। রেশমের চাদরে বুদ্ধের জীবনী :– তিব্বতের ধৰ্ম্মমন্দিরে বুদ্ধ ভগবানের একটি বিরাট চিত্র ও রেশমের চাদরে তাহার চিত্রিত জীবনী রক্ষিত আছে । রেশমের উপর বিচিত্র কার্যকায্য করিয়া বুদ্ধের জীবন চিত্র সহযোগে বর্ণিত হইয়ছে । এই