পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা' ] দেশ-বিদেশের,কথা—বাংলা ᏬN%☾ বঁকুড় গঙ্গাজলঘাটি অমরকানন আশ্রমের কর্মিবৃন্দ বিদ্যাসাগর বাণীভবন শীঘ্রই একটি বড় বাড়ীতে স্থানান্তরিত হইবে— কারণ বর্তমান গৃহে স্থানাভাব অত্যন্ত বেশী বলিয় সমস্ত কাজ আরম্ভ করা সম্ভব হইতেছে ন এবং বেশী সংখ্যায় শিক্ষার্থিনাও ভত্তি কর যাইতেছে না । বৰ্ত্তমানে অধিবাসিনী শিক্ষার্থিনীদের সংখ্য বাইশ, আরও ৩৩।৪১টি আবেদন পত্র পাওয়া গিয়াছে । অনেকে যাহাতে দুপুরবেলা বাড়ী হইতে আসিয়া শিক্ষালাভ করিয়! যাইতে পারেন সে ব্যধস্থাও আছে । শিক্ষাথনীদের আস যাওয়ার বন্দোবস্ত ভবন এতদিন করিতে পারেন নাই ; শীঘ্রই সে বিষয়েও স্ববন্দোবস্ত হইবে । বিশ্বভারতী ব্ৰতী বালকদলের বড় ছেলেদের সিকি মাইল দৌড় [ লীযুক্ত ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহীত ফটে হইতে বিশ্ব-ভারতী ব্ৰতীবালক সম্মিলনী গত ৬ই এপ্রিল শাস্তিনিকেতনে ব্ৰতীবালক সম্মিলনীর ১য় বার্ষিক অধিবেশন হইয়া গিয়াছে। হেতমপুরের রাজ। শ্ৰীযুক্ত সত্যনিরঞ্জন চক্ৰবৰ্ত্তী এই অধিবেশনে সভাপতির আসন গ্রহণ করেন। সভারস্তে ঐযুক্ত কালীমোহন দোষ সন্মিলনার কার্য্যবিবরণা পাঠ করেন। বীরভূম জেলার নান স্থান হঠতে ৩০ • শত ব্ৰতী-বালক এই সন্মিলনীতে যোগদান করিয়াছিল । বিদ্যালয়ের শিক্ষালাভের সঙ্গে সঙ্গে জলমগ্ন লোকের প্রাথমিক চিকিৎসা