পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পুস্তক-পরিচয় లిసిఫి স্ত্রীলোকের কৰ্ত্তব্য নহে, ইত্যাদি। [ বাংলাদেশের বাহিরে গেলে লেখক পাশ্চাত্য প্রভাবের লেশমাত্র যেখানে নাই, এরূপ নানাপ্রদেশে ও দেশী রাজ্যে হিন্দু ভদ্রমহিলাদের গায়ে জাম দেখিতে পাইবেন । ] কি স্বাস্থ্যরক্ষার, কি দেশকালপাত্রোপযোগী ব্যবহার এই দুইয়ের কোনটির পক্ষ হইতে আমরা গ্রন্থকারের এইসকল স্বকল্পন-প্রসুত মতের পোষকতা করিতে পারি না। আমাদের বিশ্বাস, যে, আড়ম্বরবিহীন উপযুক্ত পরিচ্ছদ স্বাস্থ্যরক্ষার পক্ষে অবস্থা প্রয়োজনীয়, ভদ্রতর পরিচায়ক এবং দেশকাল-পাত্র বিবেচনায় আবখ্যক । আমরা পাশ্চাত্য স্বাস্থ্যবিজ্ঞানমূলক গবেষণার ফলে জানিতে পারিয়াছি যে, মক্ষিক কলের প্রভৃতি কত সাংঘাতিক রোগের বীজ পদাদি দ্বার বহন করিয়া ঐ সকল রোগের বিস্তৃতির কারণ হয় এবং তজন্ত খাদ্য দ্রব্যাদি যাহতে মক্ষিকাম্প্রষ্ট না হয়, তাহার জন্ত সৰ্ব্বসাধারণের বিশেষভাবে সাবধান হওয়া উচিত। কিন্তু গ্রন্থকার ১৬৮ পৃষ্ঠায় লিখিয়াছেন যে, “মক্ষিক ও বিড়ালের মুখ দেওয়া খাদ্য অশুচি ও দোষজনক নহে।” আমরা গ্রন্থকারের এই অদ্ভুত মতবাদ উপেক্ষ করিয়া পাঠক-পাঠিকাদিগকে উপদেশ দিতে বাধ্য হইতেছি যে বিড়ালের উচ্ছিষ্ট এবং মক্ষিক পৃষ্ট খাদ্য ভক্ষণে মহা অনিষ্টপাতের সম্ভাবন । গ্রন্থকার যদি তাহার স্বীয়মত ও মন্তব্য অপ্রকাশিত রাখিয়া শুদ্ধ স্বায়ুৰ্ব্বেদসন্মত স্বাস্থ্যতত্ত্বগুলি প্রকাশ করিতেন, তাহ হইলে ঘেཧྥུ་ তিনি পুস্তক প্রকাশ করিয়াছেন, তাহ। কতকপরিমাণে সফল | সমালোচনা কিঞ্চিৎ দীর্ঘ এবং বোধ হয় কিছু তীব্র হইল। সত্য ও সামাজিক মঙ্গলের দিকে দৃষ্টিপাত করির "প্রবাসীর” ধৈয্যশীল পাঠকপাঠিকাগণ সমালোচকের এই ক্রট মার্জন করিবেন। শ্ৰচুণীলাল বস্থ । মুখের আকর—স্বাস্থ্যবিষয়ক পুস্তক--শ্ৰীসতীশচন্দ্র ভৌমিক প্রণীত, ২য় সংস্করণ, ডাঃ খ্ৰীযুক্ত বিধানচন্দ্র রায়, এমৃ-ডি লিখিত ভূমিকা। প্রকাশক—দি বুক কোম্পানী, ৪৪ এ কলেজ স্কোয়ার, কলিকাতা, ১৩৬ পৃষ্ঠা, মুল্য ॥• । স্বাস্থ্য ও নীতি বিষয়ক এই পুস্তকখানি প্রকাশ করিয়া প্রকাশক ও গ্রন্থকার দেশের যথার্থ অভাব দূর করিয়াছেন। অনেক জ্ঞাতব্য কথা ইহাতে আছে। প্রত্যেক বিদ্যালয়ে পাঠ হওয়া উচিত। অল্পদিনের মধ্যেই পুস্তকথানির ২য় সংস্করণ বাহির হইয়াছে । - ফুলঝুরি—কবিতা-পুস্তক-প্রশচীন্দ্রমোহন সরকার, বি এল প্রণীত । প্রকাশক ষ্টটেও লাইব্রেরী পাবনা। প্রাপ্তিস্থান বরেন্দ্র লাইব্রেরী, ২০৪নং কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা, ৩২ পৃষ্ঠা, মূল্য তিন আনা। ৩২টি ছোট ছোট কবিতা ইহাতে আছে। কয়েকটি কবিতা সুন্দর । বঙ্গবলিt—নাটিক-ঐকিরণবাল দাস গুপ্ত প্রণীত । প্রাপ্তিস্থান শ্ৰী যতীন্দ্রনাথ দাসগুপ্ত পিরোজপুর বরিশাল, ৫২ পৃষ্ঠা মূল্য l• আন । এই নাটক। ছোট ছোট বালিকাদের অভিনয়ের উপযুক্ত এবং সেই উদ্বেপ্তেই লিখিত। ছন্দোবদ্ধভাবে অনেক নীতি-কথ। ইহাতে আছে। " বনফুল—শিশুপাঠ্য পুস্তক—বনবাসিনীবিরচিত। প্রাপ্তিস্থান স্বাধনী প্রেল মেদিনীপুর, as পৃষ্ঠ মূল্য পাঁচ জাল । কয়েকটি প্রবন্ধ ও কবিতার সমষ্টি । বইখানি বিদ্যালয়ের পাঠ্য হওয়া উচিত। মুড়ি প্রবন্ধটি বিশেষ উপভোগ্য। স্বৰ্গীয় ডাক্তার বলাইচন্দ্র সেনের সংক্ষিপ্ত জীবন–জী নির্মলচন্দ্র সেন প্রণীত। প্রকাশক এক্ষীরোদচত্র সেন, ৮নং গোপীকৃষ্ণ পাল লেন ৩৫ পৃষ্ঠা, মুল্য দেওয়া নাই। স্বৰ্গীয় বলাইচন্দ্র সেনের জীবনে যে কৰ্ম্মকুশলতা ও একাগ্রত ছিল তাহা স্বন্দর স্বন্দর দৃষ্টান্ত দিয়া দেখাইয় গ্রন্থকার সাধারণের উপকার করিয়াছেন । সিন্ধু-সরিৎ-কবিতা-পুস্তক—ঐ রবীন্দ্রনাথ মৈত্র। এন এম রায় চৌধুরী এও কোং, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা । ৫২ পৃষ্ঠা, মূল্য দশ আন । অতি সুন্দর কয়েকটি কবিতা ইহাতে আছে। অভয়মন্ত্র, ব্রাহ্মণ, প্রলয়রূপ, প্রতাপাদিত্য প্রভৃতি কবিতায় এই নিজাব জাতিকে জাগাইবার চেষ্টা কবি করিয়াছেন। তাহার ভাব ও ভাষায় একটা সহজ তেজ আছে। এরূপ কবিতা আদৃত হইবে। শেষখেয়া–উপন্যাস। ঐ কেদারনাথ বন্দ্যোপাধ্যায় প্রপাত্ত প্রকাশক—ইণ্ডিয়ান প্রেস লিমিটেড। মূল্য দেড় টাকা, ১৭৯ পৃষ্ঠা এই উপন্যাসখানির ভাষা স্বসংযত ও জোরাল হইলেও গল্পাংশ পড়িয়া আমরা সন্তুষ্ট-হইতে পারিলাম না, পড়িলে মনে হয় যেন বহিখানি সমাপ্ত হয় নাই । বেচার নবীনের সংসারটি গ্রন্থকার চমৎকার চিত্রিত করিয়াছেন। পুত্র ও পুত্রবধূর অত্যাচারের চিত্রটি বড় মৰ্ম্মাস্তিক। কিন্তু পুস্তকের শেষাংশে নবীনের সংসার সম্বন্ধে একেবারে উল্লেখ না থাকতে বহিখানি অসম্পূর্ণ বলির মনে হয়। প্রবাদ-পদ্ম—১মভাগ, শ্ৰীচন্দ্রভূষণ শৰ্ম্ম মণ্ডল প্রণীত। চাণ্ডুলী নিবাসী ডঃ শ্ৰী স্ববর্ণকৃষ্ণ চৌধুরী দ্বারা প্রকাশিত : ৭৮ পৃষ্ঠা ; মূল্য চারি আন । গ্রন্থকার কয়েকটি বহু প্রচলিত প্রবাদ গল্পচ্ছলে মনোরম ভাষায় বর্ণনা করিয়াছেন । বহিখানি স্বখপাঠ্য । ফরাসী ষোড়শী—গল্প—শ্ৰী নলিনীকান্ত গুপ্ত। এন এম রায় চৌধুরী এও কোং, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা, মূল্য এক টাকা । ১৩০ পৃষ্ঠ । একটি মূল গল্প ও ১৫টি ফরাসী গল্পের অনুকরণ ও অনুসরণ । গল্পগুলি চমৎকার ; বাঙলার গল্প-লেখকগণের আদর্ণ হইবার যোগ্য। তবে গ্রন্থকারের ভাষায় কেমন যেন বিদেশী গন্ধ আছে। খুব সম্ভবত তিনি ফরাসী বর্ণনা-ভঙ্গীর অনুকরণ করিয়াছেন। তাহাতে বইখানিতে ললিত্যের অভাব ঘটিয়াছে। মহাত্মা তুলসীদাস—জীবনী—ঐ শচীশচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত, দি বুক কোম্পানী, ৪৮ এ কলেজস্কোয়ার, কলিকাতা, মূল্য দুই টাকা, ২২১ পৃষ্ঠ । 曾 মহাত্মা তুলসীদাস সম্বন্ধে প্রচলিত গল্পগুলির অনুসরণ করির গ্রন্থকার তুলসীদাসের জীবনী ধারাবাহিকভাবে বিবৃত করিয়াছেন। বহিখানি হিন্দুশাস্ত্রে শ্রদ্ধাবান পাঠকের অতীব ঐতিপ্রদ হইবে। বহিখানি পড়ির আমরা আনন্দিত হইয়াছি। ছাপা ও বাধাই চমৎকার। তুলসীদাসের রঙীন চিত্র দেওয়াতে বইটির সৌষ্ঠব বর্জিত হইয়াছে। গ্রন্থকারের বর্ণনা প্রশংসনীয়। সপ্তপুরা–কথা-সাহিত্য-গ্ৰস্বকুমার দত্ত গ্রণীত। প্রকাশক