পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পুস্তক-পরিচয় מרס ভারতবর্ষকে আপনার দেশ বলিয়া স্বীকার করিতে পরিবেন, ততক্ষণ তাহদের সহিত হিন্দুর ঐক্য কল্পনাতেই থাকিবে । পরস্পরের ঐক্যের উপায় হইতেছে—“অতীতে এক গৰ্ব্ব, বর্তমানে এক বেদন, ভবিষ্যতে & Biro (the pride in the past, the pain at the present, and the passion of the future)” of Too পাঠ করা উচিত । শিক্ষায় প্রকৃতির পস্থা—শ্ৰীকুঞ্জবিহার হার, এম-এ বি-এল, বি-টি। নৰ্ম্মাল স্কুল, চট্টগ্রম । দেড় টাকা । বাল্যকাল হইতে স্বাভাবিক পস্থা অবলম্বন করিয়া শিক্ষা দিতে পরিলে যে মানুষকে প্রকৃতভাবে শিক্ষিত করা যাইতে পারে—এইটিই বইখানির আলোচ্য বিষয়। আলোচনা চিন্তাপ্রস্থত বটে, কিন্তু অত্যন্ত দীর্ঘ হইয় পড়িয়াছে। লেখকের উদ্দেষ্ঠের সহিত আমরা একমত, এবং তাহা প্রশংসার্হ। বৰ্ত্তমান শিক্ষকগণ বইটির নির্দেশ-অনুযায়ী শিক্ষা দান করিলে দেশের উপকার হইবে । বইটিতে ছাপার ভুল প্রচুর । শিবাজী—ীনবগোপাল দাস । আশুতোষ লাইব্রেরী, ৩৯১ কলেজ ষ্ট্রীট, কলিকাতা । ভক্ত-কবি তুলসীদাস—জীমনোরমচন্দ্র গুহ ঠাকুরতী । আশুতোষ লাইব্রেরী, ৩৯.১ কলেজ ষ্টট, কলিকাতা । গুইটি পুস্তিকাই শিশুপাঠ্য তিন আন সংস্করণের অন্তর্গত। দুইটি জীবনচরিতই সুন্দর হইয়াছে। প্রাথমিক ব্যাকরণ—শ্ৰীগিরিশচন্দ্র পাল। মডেল লাইব্রেরী, বাংলা বাজার, ঢাকা । সাড়ে চার আন । লেপক অভিজ্ঞ পণ্ডিত। বাংলা ভাষার ব্যাকরণের প্রয়োজন তিনি বোধ করিয়াছেন। ভূমিকায় আছে-“বাঙ্গাল ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের অনুকরণে লিপিত হইলে. প্রথম শিক্ষার্থী শিশুদিগের পক্ষে উহা সম্পূর্ণ অনুপযোগী হইয় পড়ে ৮.স্বত্ৰসকল সাধারণত বালকগণ ন বুঝিয়াই কণ্ঠস্থ করে ; তাহতে তাহীদের স্মৃতিশক্তি অযথা ভারাক্রান্ত হয় মাত্র ; চিস্ত ও বিচারশক্তির অনুশীলন হয় ন৷ ” ইহার প্রতিবিধান স্বরূপ লেখক যে-পুস্তক লিখিয়াছেন তাহ বালকদের পাঠ্য হইবার উপযুক্ত হইয়াছে। পল্লী-সংস্কার ও গঠন—ত্র গুরুসদয় দত্ত, আই-সি-এস্ ! চক্ৰবৰ্ত্তী চ্যাটার্জি এও কোং, ১৫ কলেজস্কোয়ার, কলিকাতা । চারি ক্সান । লেখক মহাশয় সরকার কাজে থাকিয়াও দেশহিতমূলক বহু সৎকাৰ্য্য করিয়াছেন ও করিতেছেন । পল্লীর উন্নতি বিষয়ে তিনি যে-সব নির্দেশ দিয়াছেন তাহ তাহার অভিজ্ঞতা-প্রস্থত। সুতরাং পুস্তিকাটি সকলের. পাঠ করা উচিত । ঋতম্ভরা বা সত্যপ্রতিষ্ঠা—প্রমং বিজয়কৃষ্ণ দেবশ । শ্ৰীগুর মন্দির, কোড়ার বাগান, হাওড়া । দুই টাকা । ধর্মগ্রন্থ। হিন্দু ধর্শ্বের স্বরূপ ও বৈশিষ্ট্য সম্বন্ধে সুন্দর আলোচন৷ আছে। পুস্তিকটি আমাদের ধৰ্ম্মগ্রন্থ পৰ্য্যায়ে অনায়াসে স্থান পাইবে । প্রশান্ত — ঐ মাণিকচন্দ্র ভট্টাচাৰ্য্য। এণ্ড সঙ্গ, ২-৩।১১ কর্ণওয়ালিস ট্রট, কলিকাতা । গুরুদাস চট্টোপাধ্যায় মাণিকবাবুর রচনা সরল, স্বচ্ছ, মৰ্ম্মস্পর্শ । আলোচ্য পুস্তকটিতেও এই গুণ বর্তমান আছে। বইটি পড়িয়া আমরা আনন্দিত হইয়াছি। চরিত্রগুলি বেশ ফুটিয়াছে। ষোল আনি-স্ত্রীশৈলজানন্দ মুখোপাধ্যায়। বরদ৷ aੀ, কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা । এক টাকা বারে আন । লেখক গল্পচ্ছলে বাংলার আধুনিক গ্রাম্য সমাজের একটি সুন্দর চিত্র আঁকিয়াছেন । গ্রামের ষোল আন বলিতে যে, কয়েকটি স্বার্থপর মোড়লকে মাত্র বুঝায় এবং তাহদের অঙ্গুলিচালনেই যে গ্রামে নানাবিধ অনাচার, অত্যাচার সাধিত হয় তাহ বিস্তুত করাই লেখকের উদ্দেষ্ঠ । তাহার আর-এক উদ্বেগু—বীরভূমী গ্রাম্যভাষাকে সাহিত্যের আসরে ধরিয়। রথ। । তাহার এই দুই উদেখাই সফল হইয়াছে। কিন্তু সে সাফল্যের চাপে গল্প তেমন জমে নাই বলিয়া মনে হয় ৷ রাখাল ও রক্মিণীকে শেষ অবধি দেখিতে ইচ্ছা করে । তবুও বলি, লেখকেয় স্বাতস্থা আমাদিগকে-মুগ্ধ করিয়াছে। তবে তাহার রচনায় আর-একটু কল্পনার রং থাকা বাঞ্ছনীয়। ছায়াপথ—শ্ৰী যতীন্দ্রপ্রসাদ ভট্টাচাৰ্য্য । গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সনস্, ২০৩৷১১ কর্ণওয়ালিস ষ্ট্রট, কলিকাতা । বারে আন । কবিতাপুস্তক। যতীন্দ্রপ্রসাদ লব্ধপ্রতিষ্ঠ কবি । শব্দচয়ন, শব্দযোজন, ছন্দের নৈপুণ। প্রভৃতি গুণ বইটিতে আছে। কিন্তু এই গুণগুলিই এত প্রাধান্ত লাভ করিয়াছে যে, মাঝে মাঝে কবিত্ব খৰ্ব্ব হইয়াছে । কবি খুঁটিনাটির দিকে পোক দিয়া ভাবকে মাথা তুলিতে দেন নাই। বইটির ছাপা ও বাধীন ভালো । মরীচিকা—ত্ৰপঞ্চানন মজুমদার। বরদা এজেন্সী, কলেজ ষ্ট্রীট মাকেট, কলিকাত ! একটাক বারে আন । উপন্যাস । বইটি আমাদের ভালে। লাগিয়ছে। রচনা সরল ও পরিসরে । જીજું স্ত্রীমৎ বিবেকানন্দ স্বামিজীর জীবনের ঘটনাবলী ( সচিত্র ) ১ম ও ২য় খণ্ড—শ্ৰীমহেন্দ্রনাথ দত্ত প্রণীত । মূল্য প্রতিথও ১1• । প্রাপ্তিস্থান মনোমোহন লাইব্রেরী ১৯৮২-৩২ - কর্ণওয়ালিস স্ট্রট কলিকাতা : (১৩৩২) । বাংলা-ভাষায় শ্ৰীশ্রীরামকৃষ্ণ দেব ও স্বামিজী সম্বন্ধীয় পুস্তকের অভাব নাই। স্বামী বিবেকানন্দ সহোদর যুক্ত মহেন্দ্র-বাবু এই পুস্তকে . স্বামিজী ও তাঙ্কার গুরুভ্রাত ও ভুক্তদিগের জীবনের অনেক ঘটনা সাধারণ্যে উপহার দিয়াছেন ; কাশীপুরের বাগান, আলমবাজার মঠের সাধকদের কথা, বরাহনগরের মঠের সাধনার কথা ও শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ভক্তমণ্ডলীর অনেক কথার আভাষ তিনি এই দুইখও পুস্তকে সন্নিবেশিত করিয়াছেন। ঐযুক্ত মহেন্দ্রবাবুর ফুিট আমরা স্বামিজীর সম্বন্ধে অনেক বেশী জানিবার প্রত্যাশ রাথি । আশা করি পুস্তকের তৃতীয় পণ্ডে তিনি আমাদের তাশা পুর্ণ করিবেন। 2 টাকার কথা—ঞ্জ নরেন্দ্রনাথ রায় তত্ত্বনিধি, বি-এ, এফ, আর, ইকন, এস (লণ্ডন) ; ধন-বিজ্ঞান গ্রন্থমাল ১ । গুরুদাস