পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ চট্টোপাধ্যায় এও সঙ্গ। কর্ণওয়ালিস্ট্রট, কলিকাতা, পৃষ্ঠ ॥•+৮•, দাম দেওয়া নাই । বাঙলা সাহিত্যে অর্থনীতি সম্বন্ধীয় পুস্তক অধ্যাপক যোগীন্দ্রনাথ সমাদারের “অর্থনীতি” ছাড়া একেবারে নাই বলিলেই হয়। এই হিসাবে গ্রন্থকারের উদ্যম ও উদ্দেগু প্রশংসনীয় । পুস্তকথানি সুলিখিত তবে প্রথম কয় পরিচ্ছেদের লিখিবার ধারা এমন-কি উদাহরণগুলি পৰ্য্যন্ত বিখ্যাত ফরাসী অর্থশাস্ত্রবেত্ত জিডের Political Economyর কথা স্মরণ করাইয় দেয়। প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৬৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড - - - - -, T---- -- - - - - গ্রন্থকার পুস্তকের শেষ অধ্যায়ে সিদ্ধাস্ত করিয়াছেন যে, টাকার বিনিময় হারের হ্রাস-বৃদ্ধিতে সাময়িক ব্যক্তিগত লাভ-লোকসান হয়, কিন্তু সমগ্রভাবে লোকসান কিছুতেই হইতে পারে না। বাহা লাভলোকসান হয় তাহ ব্যক্তিগত ও সামরিক । সমগ্র দেশের কোনও লাভ কি লোকসান হয় না । গ্রন্থকারের এ সিদ্ধান্ত আমরা মানিয়া লইতে প্রস্তুত নহি । গ্রন্থের ছাপাই ও বাধাই ভাল । 히 বঙ্গের বাহিরে বাঙালী কাশীর নারী-সম্মিলনী ইতিপূৰ্ব্বে কণীতে নারীগণের উন্নতির চেষ্ট-সম্বন্ধে যে-সংবাদ দিয়াছিলাম, এই স্বল্প কালের মধ্যে তাহার কিছু কিছু পরিবর্তন ঘটিয়াছে। এজন্ত বৰ্ত্তমান কাৰ্য্য সম্বন্ধে কিছু না বল ভুল হয়। অধুনা বিধব-আশ্রমগুলি লুপ্তপ্রায় হইয়া আসিতেছে ; কিছু অর্থাভাব ও কিছু সুপরিচালনার অভাবে । কিন্তু বিগত ভাদ্র, ১৩৩২ সাল হইতে অত্রস্থ কতিপয় ভদ্রমহিলার সাহায্যে “কাশী স্ত্রী-মহামণ্ডল"-নামে একটি স্ত্রী-সভা প্রতিষ্ঠা করা হইয়াছে। ইহার সম্পাদিকা শ্ৰীমতী স্নেহলতা চৌধুরী ও সহ-সম্পাদিক শ্ৰীমতী শোভন নদী। এই স্ত্রী-সভার উদ্দেশ্য, স্থানীয় নারী-সমাজের শিক্ষার উন্নতি ও মেয়েদের পরম্পরের মধ্যে মেল-মেশা ও প্রীতি-স্থাপনের চেষ্টা । যে-সকল স্থানে অন্তঃপুরিকার। অবরোধের বাহিরে আসিতে অক্ষম, তাহীদের লইয়া সাহিত্য ও শিল্প এবং সঙ্গীত প্রভৃতি সুকুমার বিদ্যার চর্চা করাই এই কাশী-স্ত্রী-মহামণ্ডলের প্রধান উদ্বেগু । এজন্য প্রতিমাসে একটি স্ত্রী-সম্মিলনী হইয় থাকে । মহিলাগণ স্ব-স্ব রচিত প্রবন্ধাদি পাঠ ও বক্ততা দ্বার স্বীয় মনোভাব বলিতে ও সে-বিষয়ে অপরের মন্তব্য শুনিতে পারেন। এই সভার সভানেত্রী শ্ৰীনিস্তারিণী দেবী সরস্বতী । এতদ্ব্যতীত প্রতি সপ্তাহে শিল্পশিক্ষার একটি অধিবেশন হয় । মহিলাগণ নিজ-নিজ সংসারের কাজকর্ণ সারিয়া অবসরকালে নানাবিধ সেলাই, কুটার-শিল্প ও ইচ্ছামত সঙ্গীতও শিক্ষা করেন । আর-একটি বিশেষ কাজেরও ব্যবস্থা করা হুইয়াছে। যে-সকল বালিকার বিবাহের পর আর স্কুলে যায় না ও যাহাঁদের শিক্ষার ব্যাঘাত হয়, সেজন্য শিক্ষয়িত্রী প্রেরণ করিয়৷ সেই বালিকাদিগকে লেখা-পড়া শিক্ষার সুযোগ দেওয়া হয়। ইহারই সংলগ্ন একটি বালিক-বিদ্যালয় খোলা হইয়াছে। কিছুদিন পূৰ্ব্ব হইতেই স্বৰ্গীয়া কৃষ্ণভৰিনী দাসের স্মৃতি-রক্ষার্থে কৃষ্ণভবিনী বাণী ভবন বালিকা বিদ্যালয় এখন সংস্থাপিত। এই স্কুলটির ছাত্রী-সংখ্যা একশত পয়ষট্টি। শ্ৰীযুক্ত বিপিনচন্দ্র পালের জেষ্ঠ বস্ত শ্ৰীমতী শোভন নদীর প্রাণগত চেষ্টা, একান্ত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলে নানা বিঘ-বাধী ঠেলিয়| শত অভাবসত্ত্বে বিদ্যালয়টি বাচিয়া আছে । তিনিই স্থানীয় কতিপয ভদ্র বিধবীগণকে শিক্ষকত|-কার্য্যের উপযোগী করিয়৷ চালাইতেছেন। কিন্তু আরও কয়েকটি উচ্চশিক্ষিত শিক্ষয়িত্রীর অভাব বিশেষ পরিলক্ষিত হয়। পূৰ্ব্বে এই স্কুলটি একেবারেই অবৈতনিক ছিল । এক্ষণে ১৯২৫ সাল হইতে যৎসামান্ত ফী নিৰ্দ্ধারিত হইয়াছে। কিছু সাহায্য স্থানীয় মিউনিসিপ্যালিটি হইতে পাওয়া যায়। কিন্তু তাহাতে সংকুলান হয় না। অতএব দেশহিতৈষী নরনারীগণের সাহায্য চাই। সাহায্য অর্থে যে কেবল অর্থ-সাহায্য তাহ নহে, বঙ্গের স্বশিক্ষিত স্বরচিজ্ঞানসম্পন্ন ভদ্র মহিলাগণের সহানুভূতি ও প্রবাসিনী ভগিনীগণের প্রবন্ধাদি ও সৎপরামর্শ দান, যদ্বার। এই প্রতিষ্ঠান স্থায়ীভাবে কাৰ্য্য করিতে সক্ষম হয়, সে-বিষয়ে পত্রাদি আদান-প্রদান ও র্যাহার এই বারাণসী নগরীতে পদার্পণ করেন তাহদের শুভাগমন ও আলাপ-পরিচয়ে পরস্পরের সহিত সম্বন্ধ-স্থাপন ও প্রীতিবন্ধন করাও আমরা সহায়তালাভ মনে করি। বিগত আশ্বিন মাসে পুজার সময় স্বকবি মানকুমারী বম্ব আসিয়া সভাতে যোগদান করেন ও প্রবন্ধাদি পাঠ করেন। পরে শ্ৰীমতী লেডি বন্ধ, শোভন নদীর বালিকা বাণীভবন বিদ্যালয়ে সমবেত মহিলাগণকে আপ্যায়নে সস্তুষ্ট করেন। স্থানীয় ম্যাজিষ্ট্রেট-পত্নী শ্ৰীমতী ইরাবতী মেহতা গুজরাটা মহিলা হইলেও যথেষ্ট সহানুভূতি রাখেন। একদিন তিনি কাশী-গ্ৰী-মহামণ্ডলের সভায় যোগদান করিয়৷ হিন্দী • ভাষাতেই উহার মনোগত ভাব বৰ্ত্তমান নারী-সমাজের জন্ত যাহ আবশুক ব্যক্ত করেন । বিগত চৈত্রে স্থানীয় বালিকাবিদ্যালয় (কৃষ্ণভাবিনী বাণী ভবন) পুরস্কার বিতরণী-উপলক্ষে তিনি স্বামী সহ যোগদান করেন এবং দুইটি স্বর্ণ-লকেট দুইটি বালিকাকে আবৃত্তি শুনিয়া পুরস্কার দেন । - শ্ৰী নিস্তারিণী দেবী