পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] স্বৰ্গীয় সরোজকমারা দেবা ক্ষীরোদচন্দ্র বায়ু চৌধুরী তাহার কাহিনীবল্লযুদ্র গল্পের ভূমিকায় অনেক বৎসর পূর্বে লিখিয়াছিলেন – “কোরকের মধুরতা ফুটন্ত ফুলকে পরাস্ত করে। যে নবেল লিখিতে পারে, সেই নবেলেট লিখিতে পারে না ! ক্ষুদ্র গল্পে সরোজকুমারী নিপুণতা দেখাইয়াছেন, পূর্ণবিকশিত নবেল রচনায় তিনি সিদ্ধহস্ত হইবেন, আশা করা যায়।” শেষোক্তরূপ কোন গ্রন্থ তিনি লিখিয়া গিয়৷ থাকিলে তাহার স্বামী তাহ নিশ্চয়ই প্রকাশিত করিবেন। বিবিধ প্রসঙ্গ—স্তার আলবিয়ন রাজকুমার বন্দ্যোপাধ্যায় Siya S স্যার আলবিয়ন রাজকুমার বন্দ্যোপাধ্যায় স্তার আলবিয়ন রাজকুমার বন্দ্যোপাধ্যায় স্বগীয় সেবত্রিত শশিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পুত্র। ইংলণ্ডে র্তাহীর জন্ম হয় বলিয় তাহার পিত! তাহার আলবিয়ন নাম রাখিয়াছিলেন । তিনি বিলাতে সিবিল সাবিস প্রতিযোগিতায় উত্তীর্ণ হইয়া ভারতবর্ষে ব্রিটিশ গবর্ণ মেণ্টের চাকুরী পান। পবে মান্দ্রাজ প্রেসিডেন্সীর অন্তর্গত কোচীন-নামক দেশী রাজ্যের দেওয়ান বা প্রধান মন্ত্রীর পদলাভ করিয় রাজ্যশাসনকার্য্যে দক্ষত প্রদর্শন করেন । অতঃপর তিনি বৃহত্তর দেশী রাজ্য মহাশূবের শাসনপরিসদের সভ্য এবং তৎপরে ঐ রাজ্যের দেওয়ান বা প্রধান স্তার আল্বিয়ন রাজকুমার বন্দোপাধ্যায় Photo by JR. Venkoba Hao, Srirangam মন্ত্রী নিযুক্ত হন । তাঙ্গর কার্য্যকাল সম্পূর্ণ হওয়ার তাহার অবসর গ্রহণ উপলক্ষে মহারাজ তাহার প্রশংস: করিয়া বলিয়াছেন, যে, তিনি মহীশূরের আর্থিক সংকটের সময় কাৰ্য্যভার গ্রহণ করিয়াছিলেন, বুদ্ধিমত্তা ও রাজকাৰ্য্যে নৈপুণ্য দ্বার রাজ্যকে সচ্ছল অবস্থায় স্থাপন করিয়া অবসর লইতেছেন । মহারাজ। তাহাকে মাসিক পাচশত টাকা বিশেষ পেন্সন দিয়াছেন। :