পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۹ سط9 Photograph by তাহার পর তাহার পত্নী ইটালীয় প্রথায় জাতু হইয়া রবীন্দ্রনাথকে অভিবাদনপূর্বক একটি সুন্দর পুপপাত্রে পুষ্পোপহার দিলেন । অতঃপর ফ্রান্সের বাণিজ্যদূতও রবীন্দ্রনাথের প্রতি নিজের ও ফরাসী জাতির মনোভাব আবেগের সহিত বলিলেন । তিনিও সীক উপস্থিত ছিলেন। বিশ্ব-ভারতীর চৈনিক বৌদ্ধবাম এবং চীন ও ইটালীয় ভাষার অধ্যাপক ইটালীবাসী অধ্যাপক টুচ্চী অতঃপর ভাবাবেগপূর্ণ ভাষায় বক্তৃত। করিলেন, এবং ইটালীয় প্রথায় নতদেহে তাহার হস্তচুম্বন করিলেন । তদনন্তর বিশ্ব-ভারতীর চীনদেশীয় অধ্যাপক লিম ঙো চিয়াং চীন দেশে রবীন্দ্রনাথের গমনের ফল ও মূল্য এবং তথায় তাহার জন্মদিনে তাহাকে নূতন চৈনিক নাম দান, প্রভৃতি বিষয়ে বক্তৃত করিলেন, ও ভারতপ্রবাসী চীনদিগের পক্ষ হইতে কিছু অর্থ উপহার দিলেন । অতঃপর এও জ সাহেব কবিকে দক্ষিণ ও পূৰ্ব্ব আফ্রিকা হইতে আনীত একটি উপহার দিলেন। তিনি বলিলেন, যে, কেবল আফ্রিকার ভারতীয়েরা নহে, ডাচ বংশোদ্ভূত ৩।হা বলিলেন । রবীন্দ্রনাথের জন্মোৎসবের প্রারস্তে সকলে দণ্ডায়মান [ Krishnalal Ghosh. বোয়ারেরা ও কবিকে ভক্তি করে, এবং তথাকার আদিম নিবাসী বান্টর অতীতের অজ্ঞানান্ধকার হইতে নিষ্ক্রমণ করিবার পথে ভারতবসের কবির বাণী হক্টতে আলোক পাইতেছে । অতঃপর অধ্যাপক ক্ষিতিমোহন সেন শাস্ত্রী বলিলেন, ধে বোম্বাহ প্রেসিডেন্সার পোরবন্দরের মহারাজ কবিকে তাহার জন্মদিন উপলক্ষে পাচ হাজার টাকা উপহার পাঠাইয়াছেন । ইহার পর মান্দ্রাজপ্রবাসী আইরিশ কবি, লেখক, অধ্যাপক এবং ভারতীয় শিল্পের গুণগ্ৰাহক ও গুণব্যাখ্যাত ডাঃ জেম্স্ কাজিন্স কবির ইংরেজী গীতাঞ্জলির ভূমিকা যে আইরিশ কবি ইয়েটস প্রণীত তাহার উল্লেখ করিয়া আয়াল্যাণ্ডকে কবির দেশ বলিলেন এবং সেখানে রবীন্দ্রনাথের প্রভাবের কথা বলিলেন। অতঃপর রবীন্দ্রনাথ নিজের বক্তব্য বলেন । তাহ কেহ লিগিয়া লইয়া থাকিলে পরে প্রকাশিত হইবে, যদিও রবীন্দ্রনাথের ভাব ও ভাষা এরূপ রিপোটে রক্ষা করা দুঃসাধ্য। সন্ধ্যার পর কবির সম্প্রতি লিখিত বিম্বসার ও