পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমৃ শিবমূ সুন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ২৬শ ভাগ 월한 కాt=tE, S<<<ు ৩য় সংখ্যা বৈকালী শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর ( S ) ডাকিয় মোরে আনিল লীলাভরে চপল তব নবীন আঁখি দুটি সকল-ভোলা দুয়ার-খোল সহসা যত বাধন হ’তে পুরানো খেল-ঘরে,— আমারে দিলে ছুটি। যেখানে ছিন্তু সবার কাছাকাছি, হৃদয় মম আকাশে গেল খুলি’, অজানা ভাবে অবুঝ গান স্বদুর বন-গন্ধ আসি’ যেখানে গাহিয়াছি । করিল কোলাকুলি । প্রাণের মাঝে বানের মতো ঘাসের ছোওয়া নিভৃত তরুছায়ে ক্ষ্যাপামি এল ছুটি । চুপি চুপি কী করুণ কথা কাজের বাধ সকলি গেল টুটি ৷ কহিল সারা গায়ে । আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি, চপল তব নবীন তাথি দুটি,— বুকের কাছে সবাই এলো জুটি । সে আঁথি-পাতে আকাশ উঠে - ফুলের মতে ফুটি । চপল তব নবীন আঁখি দুটি ইসারা তার চমক দেয় চিতে, যা-কিছু মোর ভাবনা ছিলো অশোক-বন বাজিয়া উঠে সকলি নিলে। লুটি । রঙীন রাগিণীতে ।