পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা । যে দিকে দেখি, সে দিকেই অনন্ত আলোক-রেখা । জন্মজন্মান্তরেও আমি ইহার শেষ করিতে পারিব না । আমি কোনটা ছাড়িয়া কোনটা ধরিব, তাহ স্থির করিতে পারিতেছি না। আবার এদিকে আমার এখানকার সময়ও ফুবাইয়া আসিতেছে। মনে করিয়াছিলাম যে, Royal Institutiona $ 5 ffH experiment efgg ggr সেজন্য কতকগুলি নূতন কল প্রস্তুত করিতেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার শারীরিক অক্ষ স্থতার জন্য তা হাতে বাধ পড়িয়াছে । এখানে আসিয়া Dr. Crombieয় সহিত দেখা করিয়াছিলাম। তিনি বলিলেন, যে, হইয়াছে, শীঘ্ৰ চিকিৎসা না কঠিন operation Wiresso, তবে প্রায় ৫ সপ্তাহ শয্যাগত অামার কার্য্যে বড় বাধা ছাড়িয়া দিতে হইল। যদি আমার যে-সব কাৰ্য্য হইয়। গিয়াছে ত হ৷ লিখিয়া যাইতে পারি তাম, তবে কিছুই ভাবিতম না। আমি লিপিতে চেষ্টা করিতেছি, কিন্তু বেশী লিখিতে পারি না। আর ৪টি নূতন বিষয়ে লেখা আবশ্বক, তাহার জন্য দেরী হইতেছে । আভ্যন্তবিক কি গোলমাল করিলে আশঙ্কার কারণ। তাহাতে বিশেষ ভয় নাই, থাকিতে হইবে । মৃতরাং পড়িল । এখন experiment করার আশা দেরী করা ও ভাল নয়। উপরোক্ত বিযয়টি কেবল দু-এক বন্ধুকে জনাইবেন । বৃথা চিন্তা বৃদ্ধি করিবার আবশ্যক নাই । সৰ্ব্বদা পত্র লিখিবেন । আপনার জগদীশ– ( Δt ) লগুন 為RI) ●l為為●● মহৎ আপনার পত্র পাইয়া অতিশয় স্বর্থী হইলাম । আমার theory আস্তে আস্তে প্রচলিত হইতেছে । অনেকে বিশেষ উৎসাহ প্রকাশ করিতেছেন । প্রথম প্রথম সকলে অবাক হইয়াছিলেন, এখন বুঝিতে পারিতেছেন। একথানা বৈজ্ঞানিক পত্রে লেখা ইয়াছে যে, জগদীশচন্দ্র বস্থর পত্রাবলী 8X > electric science for the year was the paper by Prof. J. C. Bose. This remarkable paper goes to the heart of pluysical things in a way that makes the reader gasp and hold on to something lest he should fall into the infinile. When it is stated that Dr. Bose actually treats of his successful experiments with an artificial retina, which responds to invisible as well as visible lights, it is unnecessary to say more for tho astoiinding character of his researches. Ono of our electrical contemporaries goes so far as to remark of Dr. Bose's results, that they seem to bring us to the brink of a stupendous generalisation in the physical sciences ; and the observation is no oxaggeration.” “Falling into the Infinite” is good Kirâziz zeisiasi coherence theory 3zi, sifā আমার theory ঠিকৃ, এ-বিষয় লইয়া লেখালেখি চলিতেছে । মহাশয় লজ সাহেব এরূপ ধুষ্টতা আর যে বেশী দিন সহা করিবেন, তাহ মনে হয় না। আমি নির্দোষী—আমি কেবল বলিয়াছিলাম, “হুজুর যাহা বলিয়াছেন, তাহ ঠিক্‌ ; আর আসামী-পক্ষ হইতেও কিছু বলিবার আছে।” একটা cutting পাঠাই । কলিকাতায় যে বৈদ্যুতিক আলো-বিভ্রাট মধ্যে মধ্যে হইয়া থাকে, তাহা লইয়া বিশেষ আন্দোলন চলিতেছে । আমার theoryতে তাহার মৰ্ম্ম বোঝা যায় । তাহাই লইয়া correspondence. মেরুপ গোলমেলে বিযয় লষ্টয়া আছি, তাহার সব স্বত্র মুল সূত্রে মিলিয়াছে। তবে একটি-একটি করিয়া বাহির করা কি বিপদ বুঝিতে পারেন । সমস্তক্ষণ ভাবিয়া ভাবিয়া একটি বিষয়ের কুলকিনারা করি, সেই বিষয় তখন তখন শেষ না করিলে পুনরায় গোলমাল লাগিয়া যায় । অনেক দিন সাধনা করিলে একদিক জ্যোতিৰ্ম্ময় হয়, কিন্তু কোন distraction আসিলে আর কিছু এখল কয়েকদিন কাজ করিলে আবার এদিকে ডাক্তার সেই রুগ্নশৰ্য্যা হইতে দেখিতে পারি না । অনেক বিষয় লেখা হুইবে । কি লিখিয়াছেন, দেখিবেন * । [ * ইহা বস্ব মহাশয়ের চিকিৎসার জন্ত অস্ত্রপ্রয়োগ-সম্বন্ধে । શ જજ છે - આ જ સ્ક : by far the most striking contribution to Aaroo colo offlotto ol l estfälä of Il ૮૭ ર