পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89२ লে আমার এই সমস্ত vision ফিরিয়া আসিবে কিনা জানি না। কি করিব এখনও স্থির নাই । আপনার শ্ৰী জগদীশচন্দ্র বস্ন সৰ্ব্বদা চিঠি লিখিবেন । ( ১৯ ) লণ্ডন ২রা নভেম্বর ১৯ a • বন্ধু, তোমার দুখান পত্র পাইয়া অতিশয় স্থপী হইয়াছি। আজ প্রায় দুমাস যাবত অহোরাত্ৰ মনের ভিতর সংগ্রাম চলিতেছে। এখানে থাকিব, কি দেশে ফিরিয়া যাইব । তুমিও কি আমাকে প্রলুদ্ধ করিবে ? ভাবিয়া দেখ । যদি সকলেই আমাদের বোঝা ফেলিয়া চলিয়া আসি, তবে কে ভার বহিবে ? আরও মনে করিয়া দেখ, তিন বৎসর পূৰ্ব্বে আমি তোমার নিকট একপ্রকার অপরিচিত ছিলাম। তুমি স্বতঃপ্রবৃত্ত হইয়া ডাকিলে । তার পর একটি একটি করিয়া তোমাদের অনেকের স্নেহবন্ধনে আবদ্ধ হইলাম । তোমদের উৎসাহধ্বনিতে মাতৃস্বর শুনিলাম । আমার নিজের আশা ও দুরাশ। অনেক কাল পূর্ণ হইয়াছে, কিন্তু তোমাদের স্নেহের প্রতিদান করিতে আমি অসমর্থ । আমি অনেক সময়ে একেবারে শ্রান্ত ও অবসন্ন হইয়া পড়ি ; কিন্তু তোমাদের জন্য আমি বিশ্রাম করিতে পারি না । তোমরা আমাকে এরূপ বাধিয়াছ । তোমাদের পশ্চাতে আমি এক দীনা চারবসনপরিহিতা মূৰ্ত্তি সৰ্ব্বদ। দেখিতে পাই । তোমাদের সহিত আমি তাহার অঞ্চলে আশ্রয় লই। আমি ভাষায় সে-সব কথা কি করিয়া প্রকাশ করিব ? তুমি বুঝিবে । সাধারণতঃ লোকের যে-সব বন্ধন থাকে, তাহ হইতে আমি মুক্ত। কিন্তু আমি সেই অঞ্চল-ডোর ছেদন করিতে পারি না । আমি অনেক সময়ে না ভাবিয়া লিখি । বিনা চেষ্টায় মনে অনেক ভাব আসে। অনেক সময় শেষে আশ্চৰ্য্য প্রবাসী—আষাঢ়, ১৩৩e [ ২৬শ ভাগ ১ম খণ্ড হই। সে-সব আমার অতীত ; কে আমাকে এ-সব কথা শুনাইতেছেন ? আমার হৃদয়ের মূল ভারতবর্ষে। যদি সেখানে থাকিয়া কিছু করিতে পারি, তাহা হইলেই জীবন ধন্য হইবে । দেশে ফিরিয়া আসিলে যে-সব বাধা পড়িবে, তাহা বুঝিতে পারিতেছি না। যদি আমার অভীষ্ট অপূর্ণ থাকিয়া যায়, তাহাও সহ করিব । of&##| Sir William Crook.csgå fårö ow একখানা চিঠি পাইয়াছি ; তিনি লিখিয়াছেন, “I have read the most interesting account of your researches with cxtreme interest. I wonder whether I could induce you to deliver a lecture on these or kindred subjects of research before the Royal Institution. If you could do so, I shall be very glad to put your name down for a Friday Evening Discourse after Easter of 1901. I have a vivid recollection of the great pleasure you gave us all on the occassion when you lectured a few years ago.” Royal Institutiona Friday Evening Discourse দিতে পারিলে আমি অতিশয় গৌরবান্বিত হইতাম । বিশেষতঃ সেস্থানে experiment দেখাইতে পারিলে আমার সমস্ত theory বুঝাইতে পারিতাম । অনেকে এইরূপ নূতন theory দেখিয়া এখন সম্পূর্ণ বুঝিয়া উঠিতে পারেন নাই। কেহ বলিলেন, “Why, if this goes on, wc shall have to write সুতরাং egotzi experiment firsti Rtēzē নূতন মত প্রচারের সুবিধা হইবে। নতুবা অনেকেই বুঝিতে পরিবেন না। দুঃখের বিষয় থষ্ট যে Easterএর পূৰ্ব্বেই আমার ছুটী ফুরাইয়া আসিবে । ছুটী চাহিতে ইচ্ছ। করে না, আর চাহিলেও পাইব কিনা সন্দেহ । এদিকে সেই Dr. Waller, the great physiologisteg ifos Fitoft হইয়াছিল। আমি এখানকার প্রধান Physiological entirely new text-books of Physics I’”