পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] কষ্টিপাথর-দক্ষিণ ভারত ও আর্য্য-উপনিবেশ 8び○ দলীলট এইরূপ :–

i

ীৈরাম হয়।কিন্ন ঐ৷রাজকৃষ্ণ নন্দি সদীদয়ে লিখিত স্ত্রীরামপঙ্কর ঘোষ ও শারীমুল্লচন ঘোষ কষ্য ফারপতি পত্র মিদং কার্জঞ্চ আগে আমারদিগের পত্রিক স্মনুষ্য শরণরাম ঘোসে আপনার খরিদ দাদি শ্ৰীমতি সময় কে বিভায় করিবার স্তির হৈয়াছে য়ামরার ম্মনিবি দত্তোরি # পাইয়। সস্তানের ফারক দিলাম দাসি মজঙ্গর বিগত দিয়া সস্তানাদিক্ৰমে দান বিক্রয় সৰ্বদিকরি চৈয়৷ পুত্রপৌত্রাদিক্ৰমে দাসত্ব করাহ আমারও পুত্রপৌত্রাদি qমে কাকার সন্ত নাই এতধাৰ্ত্তে ফারক লিগিয়া দিলাম ইতি সন ১২৩২ সন তেরিখ ৬ মাহে মাধ ইসাদি— শগকুলচন্দ্র সাধ্য সাং ঘুমপাড়t—১ i i ঐীরামসঙ্কর দেব সাং নন্দিপর—১ ঐীরামকি শোর দেব—১ ঐীরামরতন দেব—১ সাং নন্দিপুর ( ভারতবয, বৈশাখ ১৩৩৩ ) শ্রীনরেন্দ্র দেব র্তাত ও কুটার-শিল্প আমাদের দেশে শতকরা ৭৫ জনেরও অধিক লোক কৃষিকায্যের দ্বারা জীবিকা নির্বাহ করে । কিন্তু কৃষকদিগকে বৎসরের মধ্যে অনুন 8 মাদ কার্য্যাভাযে বসিয়া থাকিতে হয় । মধ্যবিত্ত শ্রেণীর স্ত্রীলোকেরাও আলস্তে বা নাটক-নভেল পড়িয়া অবকাশ সময় অতিবাহিত করেন। এই অবকাশ-সময় কোন কুটর-শিল্পে নিয়োগ করিতে পারিলে কৃষকের অনেক অভাব দূর হইতে পারে এবং অনেক স্ত্রীলোক, পরের গলগ্রহ না হইয়া স্বাধীনভাবে ঘরে বসিয়৷ কিছু আয় করিতে পারেন। স্বতরাং স্থান-কালামুযায়ী কুটার-শিল্পের প্রবর্তন করা আমাদের পল্লীসংস্কারকের এক প্রধান কৰ্ত্তব্য । মামুমের প্রধান প্রয়োজনীয় বস্তু, অল্প ও বস্ত্র। এই ছুইটীর মধ্যে অন্ন কৃষকের নিজ নিজ জমিতে উৎপন্ন করিয়া থাকে। ধদি বস্ত্রের অভাবটাও দূর হইয়া যায়, তবে কৃষকদিগের বিশেষ কষ্টের কারণ ধাকে না । &iwsæto flû-foston food (Director of Industries) অল্পদিন হইল বলিয়াছেন যে, বোম্বাই প্রদেশে কুটর-শিল্পে যে-সকল লোক নিযুক্ত আছে, তাহাদের একতৃতীয়াংশ তাতের কাজে নিযুক্ত। ভারতবর্ষে যত কাপড় ব্যবহৃত হয় তাহার একের তিন অংশ অন্য দেশ হইতে আমদানী হয়, একের তিন অংশ এখানকার মিলে প্রস্তুত আর বাকী একের তিন অংশ হাতের তাতে প্রস্তুত । হাতের তাতে যে বয়ন প্রণালী ব্যবহত হয়, তাহার সীমান্ত উন্নতি করিলে উৎপন্ন কাপড় অনেক সস্ত হয়। আসাম ও বঙ্গদেশের কোনকোন স্থানে মাকু হাতে চালান হয় ; কিন্তু ফুই সাটল ( fly shuttle) ব। কলের মাকু চলাইলে উৎপাদন ১০ গুণ বাড়িয়া যায়, বেশী চওড়া কাপড় বোন যায় এবং আরও নানারূপ সুবিধা হয় । এইরূপ হাতে bfosso & Riotos ojity otos (winding, warping, sizing) করিলে কাজ আরও তাড়াতাড়ি হয়। মেকানিকাল ডবি ব্যবহার করিলে নানারূপ পাড় ব| প্যাটার্ণ বোনা যায়। এইসকল বিষয়ে অনুসন্ধান ও পরীক্ষা করিবার জন্য বোম্বাইয়ে একটি পরীক্ষাগার বা ইন্‌ষ্টিটিউট খুলিবার কথা হইতেছে । আমাদের ত্রীরামপুর ইনিষ্টিটিউট, এবিষয়ে কি কিছু করিতে পারেন না ? বাঙ্গালাদেশেও ত তাত ও জেলার সংখ্যা কম নয় । , বোম্বাই প্রদেশে হাতের তীতের উৎপাদন বাড়াইবার চেষ্টার সঙ্গে যtহাতে তাতীর সমবায়-প্রণালীতে স্থত প্রভৃতি কিনিতে এবং প্রস্তুত কাপড় ইত্যাদি বিক্রয় করিতে পারে তাহার চেষ্ট হইতেছে । তাহা হইলে তাহাদিগকে ব্যবসায়ীরা অনর্থক ঠকাইতে পরিবে না । ইহাতে উাষ্ঠীদের খুব সুবিধা হইতেছে। বাঙ্গাল দেশে কাশীপাড়ায় সমবায় প্রণালীতে বাষ্পীয় শক্তির সাহায্যে কয়েকখানি তাত চালান হইতেছে এবং তত্ত্ববায় সমিতিও কয়েকটি আছে বটে, কিন্তু উৎসাহী লোকের অভাবে তত্ত্ববায় সমিতিগুলির প্রয়োজনানুযায়ী প্রসার ঘটে নাই । যাহার খদ্দর-প্রচারে মনোযোগী হইয়াছেন, তাহারাও সমবায়-প্রণালীতে কাৰ্য্য আরম্ভ করিলে অপেক্ষাকৃত অল্পায়াসে উগ্ৰতীদিগকে তুল সরবরাহ এবং খদ্দর বিক্রয়ের ব্যবস্থা করিতে পারেন। যদি খন্দর বা হাতের উগত চলিবার কোন সস্তাবনা থাকে ত সমবায়-প্রণালীতে কায্য করিলে সে-সস্তাবনা নিশ্চয়তায় পরিণত হইবে । সুতরাং যে-সকল উৎসাহী স্বাৰ্থত্যাগী ব্যক্তি জনসাধারণের মধ্যে কুটার-শিল্প প্রচলন-কার্য্যে মনোনিবেশ করিয়াছেন, তাহাদিগের দৃষ্টি এই দিকে বিশেষভাবে আকৃষ্ট করিতেছি। ( ভাণ্ডার, বৈশাখ ১৩৩৩ ) দক্ষিণ ভারত ও আর্য্য-উপনিবেশ অতি পূৰ্ব্বকাল হইতে বিন্ধ্যগিরিমালাকে বিভাগরেখা স্বীকার করিয়৷ আধ্যগণ বিন্ধ্যের উত্তরভাগকে উত্তর ভারত এবং দক্ষিণভাগকে দক্ষিণ ভারত বা উত্তরাপথ এবং দক্ষিণপথ লিয়| আসিতেছেন। তাহার। বিন্ধ্য-হিমালয়ের মধ্যবৰ্ত্তী বিস্ত ও ভূভাগকে আর্য্যবৰ্ত্ত এবং বিন্ধ্য হইতে দক্ষিণে ভারত মহাসাগরের উপকূল পৰ্য্যস্ত বিস্তৃত ভূভাগকে দক্ষিণাবত্ত্ব ব। দক্ষিণাত্য এই নামেও অভিহিত করিয়াছেন। দক্ষিণ ভারতে অযাদিগের বহু পূৰ্ব্বে কৃষ্ণবর্ণ কোলারিয় জাতির বাস ছিল। তাছার ছিল বর্তমান আন্দামান দ্বীপের অসভ্য জাতিদের স্বজাতি যা সদৃশ জাতি। এই আদিম অধিবাসীদের অনেক পরে উত্তর ভারত হইতে দ্রাবিড় জাতি এখানে প্রবেশ লাভ করে। তাহারও বহু পরে রামায়ণ-যুগের অনতিপূৰ্ব্ব হইতে এতৎ প্রদেশে আর্য্যবাসের সুত্রপাত হয়। সংঘর্ষের ফলে কোলারিয়গণ ক্রমে দ্রাবিড় ও আর্য্য