পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] কয়েকটি শ্লোক ά, ο Α এই চালাও ৷” গাড়ী চলিতে আরম্ভ করিল। তখন সতীশের দিকে ফিরিয়া নরেন বলিল, “সতীশ বোকামী করেন । আমি ধরা দিতেই এসেছিলাম। ঝোপেঝাড়ে মাথা লুকিয়ে জানোয়ারে থাকৃতে পারে, সহরের মাতৃত্ব পারে না । এ জীবন রেখে ও আমার লাভ নেই, আমি সাপ নই,যে গৰ্ত্তে লুকিয়ে চিরটাকাল কাটিয়ে দেব । আমার মৃত্যু দিয়ে সরযুর যদি কোনো উপকার হয়ত আমার মরাটাও সার্থক হবে। তুমি যদি আমার সঙ্গে যাও, এসো, তাহ’লেও আমি সোজা থানাতেই ধাপ, সুতরাং গোলমাল ক’রে তুমি আমায় বঁiচাতে পারবে না।” থানার সম্মুখে গাড়ী আসিয়া দাড়াইল । একটুখানি হসিয়া নবেন সতীশের হাত ধরিয়া ঝাকাইয়া দিল । বলিল, “বেশী দুঃখ কোরো না, তাকেও করতে বারণ কে{রে । যেমন ক’রে বেঁচে ছিলাম, তার চেয়ে মরা আমার মুখের হবে।” অtধ ঘণ্ট পরে সতীশ বাহির হইয়া আসিল । যে নরেনকে ধরিয়া দিতে পরিবে সরকার হইতে সে ব্যক্তিকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হইবে বলিয়। ঘোষণা করা ইউয়াছিল । সেই টাকা তখন সতীশের পকেটে । কিন্তু সরযুর সে রাত্রে বিবাহ হওয়া অদৃষ্টে ছিল না। বাড়ী ফিরিবামাত্র প্রচণ্ড কান্নার শব্দে চকিত হুইয়া সতীশ ১ প্রায় দরজার কাছেই বসিয়া পড়িল। তাহার ছোট ভাই হাসিয় তাহাকে টানিয়া তুলিল। বলিল, “ধাকৃগে দাদ। জাত, যাকে প্রাণ বলি দিয়েও রাখা যায় না, ত৷ নাই ইঠণ । আমরা সব শুদ্ধ খ্ৰীষ্টান হব ।” সতীশ জিজ্ঞাসা করিল “কিন্তু কি হয়েছে তাই যে বুঝলাম না ?” “ঐ বরকে নিয়ে গিয়ে হাজার টাকা দিয়ে রাধিকাবাবু মেয়ের বিয়ে দিয়ে ফেলেছেন । এর উপর কি আমর। দিদির বিয়ে দেব ? আর দিতে চাইলেও লগ্ন নেই।” সতীশের মুখ দিয়া যেন আপন হইতেই বাহির হইয়। আসিল, “বৃথাই আমি নরেনকে বিক্ৰী ক’রে টাক। আনলাম।” “সে কি রে?” বলিয়া তf২ার মা ছুটিয়া আসিলেন । সরযুকে আর কিছু বলিতে হইল না । সে শুনিয়াই মূচ্ছিত হুইয়া গড়াইয় পড়িল । ( 8 ) চার পচি দিন পরের কথা । সরযু স্নান মুখে উপরের ঘরে শুইয়াছিল। সেইদিন ইষ্টতে তাহার অসুখ, ডাক্তারে নড়াচড় বারণ করিয়া দিয়াছে। তাহার মা নীচে রান্না করিতেছিলেন । " এমন সময় সতীশ আদি।। ঘরে ঢুকিল । তাহার উজ্জল মুখের দিকে তাকাইদা সরযু ডাক্তারের নিষেধ অবজ্ঞা করিয়া উঠিয়া বসিল । জিজ্ঞাস করিল “দাদা, কোনো ভাল খবর আছে ?” সতীশ হাসিয়া বলিল “সত্যি, ভগবান আছেন রে! অনেককালের কয়েদী একটা চুরর দায়ে জেল খাইছিল, ভগবান তাকে শুভ মতি দিয়েছেন, সে স্বীকার করেছে অভয় নন্দীকে খুন সেইই করেছিল। তার সাক্ষাও জুটে গেছে। নরেন বিকালে ছাড়া পাবে।” সরযুর দুই চোখ বহিয়। জল ঝরিতে লাগিল । কয়েকটি শ্লোক * শ্ৰী অমিয়চন্দ্র চক্রবর্তী BB BB BBS BB BB BBB B BBBBB DD BBBB BBBB BBB BBBBBBAgBB gBB বিচিত্ৰতাপ্রযুক্ত ভিন্ন ভিন্ন সেই সকল বিষয় হইতে বিভক্ত, অভিন্ন।

  • স্বৰ্গীয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর किळूनि পূর্বে একবার “পঞ্চদশী’র

স্বপ্নকালেও সেইরূপ । এখানে বিষয় সকল অস্থির, SABB BBB BBBB BB BB BBBBBBS BBB BB DDDB BB DS BB BB BBB BBB BB BBBB BBBS বিপদ ব্যাখ্যা করাও উহার অভিপ্রেত ছিল । নানা কারণে তখন তাহ করিয়াছিলেন, তাহার অনুলিখন সকলের নিকট উপস্থিত করিলাম ।