পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন রোমের লুপ্ত কীৰ্ত্তি— প্রাচীন রোম ও পম্পিয়াই নগরীর ধ্বংসস্তুপের মধ্য হইতে সম্পঠি দুইটি অপুৰ্ব্ব ভাস্কৰ্য্য শিল্পের নিদর্শন আবিষ্কৃত হইয়াছে। খুব সম্ভব, এই দুইটি মূৰ্ত্তি প্রাচীন কালের দুইটি প্রসিদ্ধ শিল্পীর হাতের কাজ। এই নূতন আবিষ্কার দুইটি হইতে ইহাও স্পষ্ট বুঝা যাইতেছে যে, প্রাচীন গ্রীস ও রোমের ধ্বংস-স্তপের অস্তরালে আরো অনেক অপূর্ব o . # o o t দেবী ডিমিটার (মাৰ্ব্বল ) রত্ন লুকায়িত আছে। আমেরিকার সৌভাগ্য যে, প্রাচীন যুগের লুন্তল আবিষ্কৃত অধিকাংশ শিল্পনিদর্শনগুলি তাহার অধিকারভুক্ত হইয়াছে। সেই নুতন আবিষ্কার দুইটির চিত্র দেওয়া হইল। প্রথমটি, দেবী ডিমিটারের একটি শ্বেতপ্রস্তরে ( মার্কস্) নিৰ্ম্মিত প্রতিমূৰ্ত্তি। ইষ্ট সম্ভবতঃ খৃঃ পূঃ চতুর্থ শতাব্দীতে বিখ্যাত ভাঙ্গর প্রাক্সাইটেলেস (Praxitcles ) কর্তৃক খোদিত হয়। ইহ। রোমের ধ্বংস ফিডিয়াস নিৰ্ম্মিত ব্রোঞ্জ মুক্তি