পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] জগদীশচন্দ্র বসুর পত্রাবলী ®® ጫ ASJJSAAAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA SAAA AAAA AAAAA যখন আসে পরম লগন তখন গগন মাঝে তাহার বাশি বাজে । তখন আমার গামে তাহারি সুর আনে, আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ॥ ( ア ) কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে, গন্ধ ছড়ালে ঘুমের প্রাস্ত-পারে । গোধূলি-আলোকে এক এসেছিল ভূলে পথহারা ফুল আন্ধরাতের কুলে, অরণ আলোর বন্দন করিবারে । ক্ষীণ দেহে, মরি মরি, সে যে নিয়েছিল বরি’ অসীম সাহসে নিষ্ফল সাধনাৰ্পে ॥ কী যে তার রূপ দেখা হ’ল না তো চোখে, জানিনা কী নামে স্মরণ করিব ওকে । আঁধারের ধারা পথিক গোপনে চলে, পরিচয়হীন সেই তারাদেব দলে এসে ফিরে গেল বিরহের ধারে ধারে । করুণ মাধুরীখানি কহিতে জানে না বাণী, কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে ॥ ( & ) এপথে আমি ধে গেছি বারবার, ভুলিনি তো একদিনেী ! আজি কি খুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ ? তবু মনে মনে জানি, নাঙ্গ ভয়, অনুকূল বায়ু সহসা সে বয়, চিনিব তোমায় আসিবে সময়, তুমি সে আম{য় চিনে । ૭.૮૧ ના (મ કામ ૮ન-બ્રૌિજ કitડ, নিবেচে তাঙ্গার শিপ । তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েচে লিপ । পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জালি তার ভেঙে দেবে ভুল, গন্ধে তাদের গোপন সুতুল সঙ্কেত আছে লীন | জগদীশচন্দ্র বসুর পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখিত 30th Nov. 'Uto C, O Messrs. Henry S. King & 'o. বন্ধু,

  • i-sco Society of Arts & refore oriq করিয়াছেন । আমার ইচ্ছা ভারতবর্ষীয় পুরাতন বিজ্ঞান

সম্বন্ধে বলি। অর্থাং ভারতবর্ণে বিজ্ঞানচর্চা আধুনিক ব্যাপার লহে । আমি বড় ব্যস্ত আছি । আমি কিছুদিনের ছুটি পাইব কি না তাই এখনও জানিতে পারিলাম না । India Officeএর ইচ্ছ। আছে, কিন্তু ভারতবয হইতে এখন ও সংবাদ আইসে নাই। টেলিগ্ৰাফ করিয়াছে,