পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ Q * তথাপি উত্তর পাওয়া যায় নাই। তোমার গল্পের বাকী ংশ শীঘ্র পাঠাইবে । তোমার জগদীশ ( २२ ) 31 New Cavendish St., 1(\th I)oe.. 14}{}{}. বন্ধু, তোমার পত্র পাইয়া অতিশয় সুখী হইলাম । আমি আজ ডাক্তারের বাড়ি হইতে চিঠি লিখিতেছি । আগামী কল্য Operation হইবে। আশা করি নৌকাডুবি হইবে না । আমি ভবিষ্যতে কি করিব, এসম্বন্ধে তুমি যাহা ভাল বিবেচনা কর, লিখিও । আমি তোমাকে ধে-কথা বলিয়াছি, তাহার পর অনেক নূতন তত্ত্ব স্পষ্ট দেখিতেছি । যাহাতে কয় বৎসরে সে সব শেষ করিতে পারি, তাহাই করিতে হইবে । আমার সময়ের যাহাতে সদ্ব্যবহার হয়, লিখিও । আমার সম্মুখে যে অত্যদ্ভুত নূতন তত্ত্ব দেখিতেছি, তাহাতে যেরূপ বিস্ময়ে ও আনন্দে অভিভূত হইতেছি, সেইরূপ কিরূপে সমস্ত শেষ করিব স্থির করিতে পারিতেছি না । আমার হৃদয়ের ভালবাসা জালিবে । তোমার জগদীশ ( २७ ) Clo Messrs. Henry S. king & Co. লণ্ডন, ৩রা জামুয়ারী ১৯০১ বন্ধু, সীজারের জাহাজ ডুবিয়া যায় নাই বলিয়া যে আমার ক্ষুদ্র ডিঙ্গি রক্ষা পাইবে, একথা বিশ্বাস হয় নাই । এখন দেখিতেছি যে, ভাগ্যলক্ষ্মী আমার উপর সীজার অপেক্ষণ ও স্বপ্রসন্ন। কারণ যখন ব্রটাস সাজারের পেটে ছুরী বসাইয় দিয়াছিলেন, তখন উক্ত সাঁজার অবিলম্বে পপাত চ, মমার চ ! অথচ যখন তিনজন ডাক্তার অামার প্রবাসী—শ্রোবণ, ১৩৩ : [ ২৬শ ভাগ ১ম খণ্ড উদর বিদারণ করিয়া ১॥০ ঘণ্টাকাল অতি সহৰ্ষে অস্ত্রচালনা করিয়াছিলেন, তারপর যে আমি ভবধামে ফিরিয়া আসিব, ইহা কল্পনাতীত । ক্লোরোফৰ্ম্মের নেশা যখন চলিয়া যায়, তার পর জীবনের উপর একান্ত ধিক্কার জন্মিয়াছিল এবং আহার ত্যাগ করিয়াছিলাম । তখন তোমার বন্ধুজায় আমার নিকট মাছের ঝোল ডাল ভাত রাখিতে আরম্ভ করিলেন,—এমন কি বিদেশী মৎস্য দেশীরূপে কৰ্ত্তিত হওয়াতে আমাকে ভ্রান্ত করিয়াছিল,— তখন স্বদেশ ( আহার )-প্রেম জীবন অপেক্ষা ও প্রিয়তর হইয়াছিল। এইরূপে প্রায় চার সপ্তাহ পর এখন একটু একটু করিয়া বল পাইতেছি । আর ও চার সপ্তাহ পর্য্যন্ত বিশ্রাম করিতে হইবে, পরে কাজ আরম্ভ করিতে পারিব । আমি আর এক বৎসরের ছুটী চাহিয়াছিলাম, তাহার পরিবর্তে ছয় মাস পাইয়াছি । সুতরাং সমস্ত কাৰ্য্য সমাধা করিতে পারিব না। জাৰ্ম্মেণী ইত্যাদি স্থানে বক্তৃত৷ করিবার নিমন্ত্রণ রক্ষা করিতে পারিব না । তুমি আমার কায্যের সফলতার সমস্ত খবর চাহিয়াছ । That is adding insult to injury, as the parrot said when they not only brought him from his native country, but also made him speak English ! আমাকে যদি কাজ করিয়া পরিশেষে তাহার কাহিনী বর্ণনা করিতে হয় তাহা হইলে injuryর সহিত insult করা হইবে । তোমার স্বয়ং আসা উচিত ছিল, অথবা বিশেষ সংবাদদাতা প্রেরণ করিলে পারিতে ! efoi o oxi, Sir William Crookes ja:-oja: atuto Royal Institution, Friday Evening Discourse দিবার জন্য অতুরোধ করিয়াছেন। ছুটী মঞ্জুর হইয়াছে শুনিয়া লিথিয়াছেন, I am looking forward to the great treat of hearing you at the R. Institution. তোমাকে হয়ত পূৰ্ব্বে লিখিয়াছি যে, বিখ্যাত #C#&ft of Cotovità Messrs. Muirhead & Co. আমার suggestions অবলম্বন করিয়া Telegraphy সম্বন্ধে অতি আশ্চৰ্য্য ফল লাভ করিয়াছেন । তিনি আরও বলিয়াছেন, যে, এতদিন পর্য্যন্ত র্তাহারা না Wireless