পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বুঝিয়া অন্ধকারে ঘুরিতেছিলেন ; অনেক বিষয়ে বৃথা । চেষ্টা করিয়া হতাশ্বাস হইয়াছিলেন, কিন্তু আমার থিওরি অনুসারে এখন ঠিক পথে যাইয়া অনেক উন্নতিলাভ করিতে পারিয়াছেন। আমি আর-একটি নুতন paper fois-Rift, ostoics practical wireless telegraphy: অনেক প্রকার মুবিধা হইবে মনে হয় । Dr. Muirhead আমাকে নূতন আবিষ্কারগুলি গোপনে রাখিতে অনুরোধ করিতেছেন ; কিন্তু আমার এখানে সময় আল্প, আমার আরও অনেক কাজ করিতে হইবে । একবার ধদি অর্থকরী বিদ্যার দিকে আক্লষ্ট হই, তাহা হইলে আর কিছু করিতে পারিব না। তোমাকে আমি বুঝাইতে পারিব না, আমি কি এক নূতন রাজ্যে উপস্থিত হইয়াছি, কি আশ্চৰ্য্য নূতন তত্ত্ব একটু একটু করিয়া দেখিতে পাইতেছি। সে-সব আমি এখন ভাষায় প্রকাশ করিতে পারিতেছি না ; সেগুলি দিন দিন পরিষ্কাররূপে দেখিতে পাইব, তাহার কোন সন্দেহ নাই ; কিন্তু এক ভাবে দিনের পর দিন সেই সত্যলাভের জন্য ধ্যান করিতে হইবে । সেই একাগ্রতার ভাব যদি কোনরূপে disturbed হয়, তাহ হইলে আমার দৃষ্টিশক্তি একেবারে লুপ্ত হইয়া যায় । আর আমি এ পর্য্যন্ত যাহা করিয়াছি, তাহা অতি সামান্য, আরও অনেক আছে । কিন্তু সে-সব করা অনেক সময় ও অর্থসাপেক্ষ । মরূপ করিয়া, শ্বেরূপ সম্পূর্ণরূপে কাৰ্য্য করিতে হয় তাহা করিতে আমি সুবিধ পাই নাই । আমার কাৰ্য্যগুলি এরূপ অসম্পূর্ণরূপে প্রকাশ করিতে আমার বড় কষ্ট হয়। Dr. Waller, যিনি ভেকের চক্ষু লইয়া investigate of Cooga, Šizia fisco Laboratory দেখিতে গিয়াছিলাম ; সে-সব দেখিয়া আমি ঈর্ষাজর্জরিত হইয়াছি । তিনি স্বয়ং, দুইজন assistant (Esta ora essa Doctor of Science) = তাহার সহধৰ্ম্মিণী, এই ৪জন প্রত্যুষ হইতে গভীর রাত্রি পৰ্য্যন্ত প্রত্যহ কাৰ্য্য করিতেছেন । সেই Laboratoryর এক কোণে আহাৰ্য্য দ্রব্য রহিয়াছে, যেন আহারের সময় কাৰ্য্য-বিরাম না হয়। আর সেই Laboratoryর বর্ণনা তোমাকে কি করিয়া দিব ! সমস্ত সপ্তাহে ৫ ঘণ্টা তাহাকে lecture দিতে হয় তাহাই তাহার পক্ষে অসহ্য হইয়াছে, জগদীশচন্দ্র বস্থর পত্রাবলী (t(tసి এজন্য কাজ ছাড়িয়া দিবেন তাবিতেছেন । Experimentto of photography will qs: recorded ococo এইরূপ সম্পূর্ণতার সহিত কাজ চলিতেছে—আর আমার কাজ ভাবিয়া দেখ | তোমার পূৰ্ব্বপত্রে, কাৰ্য্য করিতে পারি, আমার মত জানিতে বলিব ? তুমি আমার তাহাই করিব । তবে জামাইতেছি । ( ১ ) তুমি কি মনে কর যে, স্বতঃপ্রবৃত্ত হইয়া দু-একজন ব্যতীত কেহ আমার কার্য্যে সাহায্য করিতে ব্য গ্র ? দেখ, আমি দু-একজনকে সস্তুষ্ট করিতে পারি।" কিন্তু তাহার অধিক করিতে সমর্থ ইষ্টব না। (২) আর এক কথা এই, যে, যদি ও নিম্নকৰ্ম্মচারী হইতে আমি বাধা পাইয়াছি, কিন্তু Lt. Governor আমাকে বিশেষ অনুগ্রহ করিয়াছেন । কিন্তু বাইরে এই দুই রাজশক্তির বিভিন্নত। লোকে বুঝিবে না। আমি কোনরূপে অকুতজ্ঞতা-দোষে দোষী হইতে চাহি না । যদি আমার কার্য্যে কেহ সাহায্য করেন, তবে তাহা যেন আমার কার্য্যে সন্তুষ্টি হইতে হয়, রাজপুরুষদের উপর সন্তোষ কিম্বা অসন্তোষ হইতে না গুইলেই ভাল হয় । (৩) যদি বক্তৃতা কিম্বা পুস্তক প্রকাশ করিয়া আমি তোমাদিগকে সন্তুষ্ট করিতে পারি, তাহা হইলে সুখী হইব । আমাকে প্রতি তৃতীয় বৎসরে এদেশে আসিয়া আমার কাৰ্য্য সম্বন্ধে প্রচার করিতে হইবে । প্রেসিডেন্সী কলেজের সহিত সংশ্রব সহজে একেবারে কাটিতে চাহি না, কারণ ত হা হইলে আমার কার্য্যে কোন বাঙ্গালী নিযুক্ত হইবে না । দ্বিতীয়তঃ অন্যান্য ছাত্রদিগের অতুসন্ধান-কায্যে তাহা হইলে সুবিধা হইবে না । তবে কতদিন প্রেসিডেন্সী কলেজে থাকিতে পারিব, সে-সম্বন্ধে সন্দেহ আছে । wJffq Society of Arts &, Science in Ancient and Modern India hoto ool of{< . তুমি گی আমি যাহাতে স্বাধীনৰূপে একটু এসম্বন্ধে একটি প্রস্তাব লিথিয়া, চাহিয়াছ । এসম্বন্ধে আমি কি হইয়। যাহা ভাল মনে কর আমি এসম্বন্ধে দু-একটি বিষয় তোমাকে