পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qや8 প্রবাসী – শ্রাবণ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড বক্তৃতা শুনিতে অনেক টেলিগ্রাফ কোম্পানীর লোক আসিয়াছিল; তাহার। পারিলে আমার সম্মুখ হইতেই আমার কল লষ্টয়া প্রস্তান করিত । আমার টেবিলে assistant এর জন্য হাতে লেখা নোট ছিল, তাহ অদৃষ্ঠা হঠল । আমার বক্তৃত। এখনও প্রকাশ হইবে না, কারণ Royal Society আমাকে তথায় বক্তৃতা করিতে অনুরোধ করিয়াছেন । for they never accept anything read before They made a special case, any other Society I cri for RE physiological. Michael Foster facs করিবেন। আমি exportal officza Sir SII*If paper communicate experiment করিয়ী দেখাইব । তবে আমার সম্মুখে বহু বাধা আছে। প্রথম— Commercial interest Woło patent winto oiâs দ্বারা ও আমার নূতন আবিক্রিয়াতে অকৰ্ম্মণ্য হইবে । fold—tiziąl coherer theory footh so., offs বিশেষ আপত্তি করিবেন । তৃতীয়–1"hysiologist রা জীবন বলিয়া একটা নূতন অতি মহৎ একটা কিছু বুঝেন । র্তাহীদের বিজ্ঞান more physics, একথা কোন মতেই স্বীকার করিতে চাহেন না। ৪র্থ—কোন কোন মূঢ় লোকে মনে করেন যে, বিজ্ঞান দ্বারা জীবনতত্ত্ব বাহির হইলে ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করিবার আবশ্যক নাই। র্তাহারা অতিশয় পুলকিত হইয়াছেন । কিন্তু তাহাদের ভাবগতিক দেখিয়া খ্ৰীষ্টবিশ্বাসী বৈজ্ঞানিকের। কিছু তটস্থ হইয়াছেন । এজন্য আমি কোন কোন বিখ্যাত বৈজ্ঞানিকের সহানুভূতি হইতে বঞ্চিত হইব । Dr. Waller, যিনি জীবনের শেষ লক্ষণ বাহির করিয়াছিলেন, তিনি অতিশয় মৰ্ম্মপীড়িত হইয়াছেন। স্বতরাং আমাকে একাকী এত বিপক্ষের সহিত যুঝিতে হইবে। কি হইবে জানিনা । তবে যাহাজের কোন self interest নাই তাহারা অতিশয় উল্লসিত হইয়াছেন। তবে তাহারা বলেন, “You must remember that the greatest discovery of the last century—the mechanical equivalent of Heat by Joule-was rejected by the Royal Society as unscientific ; but twenty years after the Royal Society published the same paper in their transactions. You have brought forward a great discovery having far-reaching consequences. Have you the courage and persistency to fight for it and force it to be universally accepted 2 You who see it so clearly alone can do it; there is none else who can take up your work. If you leave it in its present state, it will be lost. কি করিব বল ? আমার দেশে ফিরিবার সময় আসিয়াছে ( আগামী September মাসে )। সেখানে সমস্ত কাজ ত বন্ধ হইবে । আমি সমস্ত মন দিয়া সমস্ত গোলমাল হইতে দূরে থাকিয়া যদি কাৰ্য্য করিতে পারি, তবে আর দুই বৎসরে যদি কোন প্রকারে কার্য্য সমাধা করিতে পারি। আমাকে যে আর ছুটী দিবে এরূপ বিশ্বাস হয় না । দেশে ফিরিলে কিরূপ কার্য্যের সুবিধা হষ্টবে তাহার নমুনাস্বরূপ একখানা চিঠি পাঠাই । উক্ত *Rẽ s#I sữxIf# recommendation en Research Scholarship পাইয়াছিল, তাহার উপর বিশেষ জুলুম ! যদি কোন বিষয় একবার race question এ দাড়ায়, তাহা হইলে শেষে কি হয় তাহা জান । আমার বক্তৃতার শেষ অংশ তোমাকে পাঠাইতেছি। Sir William Crookes AfæfcAA cR, Royal Institution হইতে যখন আমার বক্তৃতা প্রকাশিত হইবে, তখন যেন শেষের দুই পংক্তি quotation দিতে ভুলিয়া না to “I have scarcely heard anything so grand I’” Sir Robert Austen, the greatest authority on metals, otoitz's so oil of size <fäI(aia, “I have all my life studied the properties of metals. I am happy to think that they have life” তারপর বলিলেন, সে কথা আমাকে আবার শুনিতে দিন । তারপর বলিলেন, “Can you tell me whether there is a future life—what will become of me after my body dies ?” বন্ধু, আমাদের ধাহা অমূল্য রত্ব আছে তাহা ভুলিয়া মিছামিছি না বুঝিয়া হিন্দুয়ানী লইয়া গৰ্ব্ব করি। আমাCWA &#5 Inlieritence বুঝাইয়া দাও, প্রকৃত মহত্ত্ব বুঝাইয়া দাও । আজ এখানেই শেষ করি । 曾 তোমার শ্রীজগদীশচন্দ্র বসু । ( ক্রমশঃ প্রকাশু )