পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চম্পারাজ্যে হিন্দু উপনিবেশ শ্ৰী ফণীন্দ্রনাথ বসু কিছুকাল আগে অনেক ইংরেজ ঐতিহাসিক বড় গলায় বলতেন যে, হিন্দুর কোনও কালে ভারতবর্যের বাইরে যায়নি, তার চিরকালই নিজের গণ্ডার মধ্যে বদ্ধ ছিল । কিন্তু এখন ফরাসী পণ্ডিতদের গবেষণার ফলে এটা প্রমাণ হয়েছে যে, হিন্দুর পৃষ্ঠায় প্রথম শতাব্দী থেকে নানা স্থানে উপনিবেশ স্থাপন করেছিলেন। চম্প। রাজ্যে, খামে, কথোজে এইরকমেই হিন্দু রাজ্যস্থাপন করেন । এখানে আমরা কি কবে? চম্পারাঙ্গে হিন্দু উপনিবেশ স্থাপনের স্বত্রপাত হ’ল সেই কথা শুধু বলব। চম্পরিাজ্য বলতে আমরা বৰ্ত্তমান আসাম প্রদেশকেই বুঝি । এটি এপল ফরাসীদের ‘আপানে । ভারত-ইতিহাসের সালোচনার टि প্রথম যুগে ঐ চাসিকরা ভারতের বাইরে বৃহত্তৰ ভারতের দিকে দু দিতেন না । কিন্তু এখন পে-পস্থা অবলম্বন কর। ঠিক নয়। এখন ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস লিপতে হ’লে ভারতের বাইরে বৃহত্তর ভারতের ও ইতিহাস দিতে হবে, নইলে ভারতের ইতিহাস পূর্ণ হবে না । যখন ফরাসী সেনারা আসাম কাম্বোডিয়া ও অন্য অন্য দেশ জয় করে, তখন থেকেই ভারতের ঐতিহাসিকদের নজর এদিকে সেখানে যিনি ফরাসী সেনাপতি ছিলেন, তার নাম M. Aymonier । যদিও তিনি সেনাপতি ছিলেন, তবু তার দৃষ্টি গেল সেখানকার শিলালিপির উপর । তিনি সেখানে শিলালিপি সংগ্রহ করতে লাগলেন ; সেইসব শিলালিপি সংস্কৃত ভাষায় লেখা ছিল । দুঃখের বিষয়, তিনি নিজে প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, সংস্কৃত ভাষায় পণ্ডিতও ছিলেন না । সেজন্য তিনি সেইসব শিলালিপি পাঠিয়ে দিলেন প্যারিসের এসিয়াটিক সোসাইটিতে তার পাঠোদ্ধারের জন্যে । প্যারিসে সে-সময় বড় পণ্ডিত ছিলেন Abel Bergaigne। তিনি তার দুই শিষ্য সিলভ্য লেভি ও পড়ল । বার্থ-কে নিয়ে চম্প দেশের ও কম্বোজের শিলালিপি পড়তে চেষ্টা করতে লাগলেন। শেষে তারা যখন সেইসব শিলালিপির পাঠোদ্ধার কবুলেন, তখন বৃহত্তর ভারতের এক নতুন অধ্যায়ের সূচনা হ’ল । তখন সকলের, বিশেষ ভঃ ফরাসী পণ্ডিতদের, দৃষ্টি এদিকে গেল। তারপর অনেক পণ্ডিত এবিষয়ে গবেষণ। কবেছেন । শেষে ফরাসী পণ্ডিতরা স্থির করলেন যে, এবিষয়ে সুন্দরভাবে গবেষণা, করতে হ’লে প্রকৃত কাৰ্য্যক্ষেএে নামতে হবে অর্থাৎ সেই দেশে গিয়ে পুরানো মন্দির, মূৰ্ত্তি, প্রাসাদ পরীক্ষা করতে হবে । এই কাজের সুবিধার জন্যে তার Hanoi তে a+f; ordiril osz-pjesi ilgąs (Ecole Francaise d’ Extreme Orient ) স্থাপন কবুলেন । এই পরিষদের অধ্যক্ষ হ’লেন M. Pinot । তারই উৎসাহে এই পরিষদের কাজ মুন্দর ভাবে চলছে ও ফরাসী পণ্ডিতদের গবেষণা তাদের পত্রকাতে ১৯০১ অব্দ থেকে বেরুচ্ছে । এইসব ফরাসী পণ্ডিতদের গবেষণা থেকে আমরা চম্পারাজ্যের হিন্দু উপনিবেশ সম্বন্ধে অনেক কথা জানতে পারি। একটি প্রশ্ন সাধারণতঃ লোকের মনে উদয় হ’তে পারে, কখন থেকে চম্প। দেশে হিন্দু উপনিবেশ স্থাপিত হয় । চম্পা দেশ–এই নামটি আমাদের পূর্ব ভারতে খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীর চম্প। রাজ্যের কথা মনে করিয়ে দেয় । হয়ত পূৰ্ব্বভারতের চম্পা দেশ থেকে উপনিবেশিকর গিয়ে এই রাজ্য স্থাপন করেছিল। হুয়েনসাং চম্পার হিন্দু উপনিবেশ লক্ষ্য করেছিলেন ও সেটিকে মহাচম্প নামে অভিহিত করেছিলেন । এসম্বন্ধে যুঁ| আলোচন হয়েছে, তা আমরা নীচের বইতে পাই— (S) Champa. Georges Maspero3-La Royaume de