পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qやや (>) L. Finot3—J.es ()rigines de la Colomisation Indienne en Indochine. (*) Sir Charles Ellioto —Hinduism and Buddhism. চীন ঐতিহাসিক বই থেকে আমরা জানতে পারি যে, খৃঃ অঃ ১৯০-১৯৩ মধ্যে চম্পা রাজ্যের স্থাপনা হয় । চম্পা রাজ্যের স্থাপয়িত হচ্ছেন—Kiu lion যদি খ্ৰীষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে চম্পারাজ্য স্থাপিত হয়, তবে এটা নিশ্চয় যে, তার পূর্ণ হ’তেই চম্পায় হিন্দু উপনিবেশের স্রোত. আরম্ভ হয়েছে । হিন্দু সভ্যতার প্রভাব আমরা চম্পদেশের শিলালিপিতে দেখতে পাই । এইসব শিলালিপি বিশুদ্ধ সংস্কৃত ভাষায় লিখিত । চম্পাদেশের স্ব প্রাচীন শিলালিপি পৃষ্টীয় তৃতীয় শতাব্দীর, তাতে পাওয়া যায় যে, প্রথম হিন্দু রাজবংশের স্থাপয়িত শ্ৰীমাব । M. Maspero się szMHfGI EMIX 8 Kiu lien-çe এক ব্যক্তি বলেছেন । সুতরাং চম্পারাজ্যে হিন্দুরাজ্যের স্থাপনের তারিখ আমরা খৃষ্টায় দ্বিতীয় শতাব্দীতে ফেলতে পারি। তার আগে থেকেই হিন্দুর দেখ তে সেদেশে বাণিজ্যের জন্যে যাতায়াত করছিলেন । সুতরাং আমরা এটা বলতে পারি যে, খৃষ্টীয় প্রথম শতাব্দী থেকেই চম্পায় হিন্দু উপনিবেশের স্বপ্রপাত হয়েছে ! ভারতের কোন প্রদেশের লোক এ উপনিবেশ স্থাপন করেছিল ? অনেকে বলেন, পূৰ্ব্ব ভারতে ধে চম্পাদেশ ছিল, সেখানকারই লোক গিয়ে চম্প উপনিবেশ স্থাপন করেছিল। যখন চম্পায় উপনিবেশ স্থাপিত হয়, তপন ভারতের মানচিত্রে অনেক পরিবর্তন হ’য়ে গেছে। প্রাচীন মৌর্য্যবংশ লোপ পেয়েছে, সুগ্ধ ও কর্থ বখশ তার স্থান অধিকার করেছে । এই সময়ে উপনিবেশিকরা ভারত থেকে যাত্র। করেন । তার স্থলপথে আসামের মধ্য দিয়ে যেতে পারতেন বা জলপথে ঘবদ্বীপ ব্রহ্মলেশ ও به کي পার হয়ে যেতে পাৰ্বতেন । ভারতীয় ঔপনিবেশিকরা সাধারণতঃ দুই পথেই যাতায়াত করতেন । কিন্তু পৰ্ব্বভারত থেকে তাদের যা গুয়া সম্বন্ধে অনেক মতভেদ আছে । চম্পাদেশে যে-শিলালিপি পাওয়া গেছে, তার সঙ্গে দক্ষিণ ভারবে শিলালিপির সাদৃশ্য আছে । সেজন্ত প্রবাসী—শ্রাবণ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ঔপনিবেশিকর। দক্ষিণ ভারতের গোদাবরী ও কৃষ্ণ নদীর মধ্যবৰ্ত্তী স্তান থেকে গিয়েছিলেন । সেখান থেকে গিয়ে তারা চম্প দেশে বসবাস আরম্ভ করেন, শেষে সেখানকার রাজশক্তি নিজেদের হাতে নিয়ে সেখানে হিন্দু সভ্যতা প্রচার করেন । চম্পায় প্রথম হিন্দুরাজবংশ চম্পায় যে প্রথম রাজবংশ স্থাপিত হয়, সে-সম্বন্ধে সে দেশে অনেক জনশ্রুতি রয়েছে । এখন চম্পায় অধিকাংশ অধিল{সা মুসলমান র বলে যে, প্রথম রাজবংশের উদ্ভব হয়েছে “অল্প।” থেকে । এ জনশ্রুতি ছেড়ে দিলে ৪, আমরা আর-একটা জনশ্রুতি পাই ধার মতে প্রথম চম্পার রাজা হচ্ছেন বিচিত্রসাগর ; তিনি ৫৯১১ দ্বাপর যুগে শস্তু দেবের একটি মৃথলিঙ্গ স্থাপন করেছিলেন ; M. Bergaigne of Co, H&RE: আর-একটি জনশ্রুতি আছে যে, উরোজ প্রথম রাজবংশের স্থাপয়িত । এইসব জনশ্রুতির উপর আমরা নির্ভর করতে পারি না । জনশ্রুতির দাবীকে খুব একটি প্রাচীন আবরণ দেবার জন্যে । ন্দুরাজার চম্পার সিংহাসন দখল করলেন বলপূৰ্ব্বক, েিদর সিংহাসনে বস্বার পর তার প্রচার করতে লাগলেন যে, অনেক প্রাচীন কাল থেকে তার সিংহাসনের অধিকারী । এইসব জনশ্রুতি তারই পরিচয় দেয় । ঐতিহাসিক দিক থেকে আলোচনা করলে আমরা দেখি যে, এইসব জনশ্রুতির কোন মূল্য নেই। এসব ছেড়ে দিয়ে ঐতিষ্ঠাসিক তথ্য নিয়ে আমাদের আলোচনী করতে হবে । এইসব চম্পার হিন্দুরাজারা প্রচলন করেছিলেন র্তাদের সিংহাসনের বোধ হয় হি उँ চম্পার প্রথম হিন্দুরাজবংশের স্থাপয়িতার নাম আমরা সেদেশের প্রাচীনতম শিলালিপিতে পাই । সেই শিলালিপি Wo can নামক স্থানে পাওয়া গেছে। এই শিলালিপি যে-রাজার সময় বাচির হয়, সেই রাজ! “শ্রীমার-রাজকুলে” জন্মগ্রহণ করেন । এথেকে আমরা জানতে পারছি যে, “শ্ৰীমার” চম্পারাজ্যের প্রথম হিন্দুরাজা ও তিনিই প্রথম হিন্দুরাজবংশের স্থাপয়িতা । তরাই