পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૯૧ના, পার্থী টুড়িতেই বাহির হই। কিন্তু আওয়াজ মাত্র শোনা যায়। “নাইটিঙ্গেল” ও “ফিঞ্চ” পশ্চিমা নাম । ইহাদের ( २ ) এই উপত্যকায় পাঞ্জিনে পল্লী ত্রেন্থো আর লেহিবকোর মাঝামাঝি। এখানে এক তাতী যুবাব সঙ্গে আলাপ হইল । রেশমের চায ও কারবারে পাঞ্জিনে এই অঞ্চলের বড় আড়া। যুবার বাপ, ভাই সকলেই রেশমের কাপড় তৈয়ারী করে । শুনিলাম,—চীনা পোকা অানাইয়া ইতালিয়ান পোকাব সঙ্গে “কলম” কব হইয়া থাকে। এই বর্ণসঙ্করে যে রেশম প্রস্বত হয় তাহাঙ্গ নাকি সেরা । এই ধরণের বর্ণসঙ্করেব ব্যবস্থা দেখিতেছি আঙরের চাষেও । একজনের কথায় বুঝিতেছি যে, ইয়াঙ্কি স্থানের আঙরের বীজ আমদানি করিম ইতালিয়ানেব। স্বদেশী চাষের উন্নতি বিধান করিতেছে । মার্কিণ গম এবং তুলার বীজই আমাদের এই দুই প্রধান শস্যকে ‘জাতে তুলিতেছে। দুনিয়ায় আমেরিকার দান অনেক । এক চাষীর ঘরবাড়ী দেখিতে তাহার “মধুচক্রে” গিয়া হাজির হইলাম। মৌমাছির “চাষ" করিবার জন্য যে-সকল বাক্স কায়েম হইতেছে সেগুলা মাকিণ ওস্তাদেব “পেটেণ্ট ।” রোহেববেত্তোর এক লিখিয়ে-পড়িয়ে লোক সেই কাঠাম নকল করিয়া গ্রেন্থিনোয় অনেক মধুর বাক্স চালাষ্টতেছে । ভারতে ও o ( 3 ) রোণবেঞ্চে, লেহিকো, পার্জিনে বা অন্যান্য পল্লীগুলার কোনোটাই হাজার দেড়েক ফিটের উচু নয়। কিন্তু মুগানা তালের গিরিশৃঙ্গ প্রায়ই পাঁচ ছষ সাত হাজার ফিট উচু । কোনো কোনো পাহাড়ের উপর উঠিয়া পায়চারি করিতে থাকিলে দেখিতে পাই অপর পারের লোকালয় ও চাষের ক্ষেতসমূহ—কোনোট পাহাড়ের কোলে কোনোটা বা পাহাড়ের ঘাড়ে বুকে বা পায়ে। কাজেই চোখের সম্মুখে মোটে কালো খোলার চালাগুলার ঢেউ সবুজ আবেষ্টনের ভিতর ভাসিতে থাকে। উপরের প্রবাসী—শ্রোবণ, ১৩৩e [ ২৬শ ভাগ, ১ম খণ্ড মাইলের পর মাইল ছোট ছোট পাইনের সমুদ্র। গিরিশৃঙ্গের পাথুরে নীরস পটপটে তরঙ্গ ত আকাশের ঐশ্বৰ্য্য বটেই । কিন্তু বোধ হয় এই অঞ্চলে সৰ্ব্বাপেক্ষ মনোহর দৃপ্ত পল্লী গির্জাগুলার চূড়ার লহর । মন্দিরহীন গ৷ মুগানাতালে একটা ও দেখি না। টিরোলের অষ্ট্ৰীয়ান ও আল্পসেও মন্দিরের শিখর-সমূহ লহরিতে থাকে স্বইস আল্পস্বাসীদেব পল্পীজীবনে ও মন্দির-চুড়ার উঠা নাম পৰ্ব্বত-শৃঙ্গেব তবঙ্গমালারই প্রায় সমা স্তরালরূপে দেখা দেয় । আল্পস্ পাহাড়েব গোয়াল, চাষী, তাতী, ছুতার, বাবু, কেরাণী, ইস্কুলমষ্টিার সকলেই ‘ধৰ্ম্মহীন” জীবনকে পশুত্বেরই সমান বিবেচনা করিতে অভ্যস্ত ? ভাবতে মন্দিরেব সংখ্যা বেশী কি ইয়োবোপে গির্জার সংখ্যা বেশী ? ( 8 ) বোদে ইয়োরোপীয়ান নরনারীর মুখ চোখ বুক পিঠ হাত পা পুড়িয়া লালচে হইয়া যায়। ইহার গ্রীষ্মকালে এইরূপ কটা বা বাদামি রং পরিতে পছন্দ করে । আব, ভারতবাসীর সনাতন বাদামি খোলসে আর-একপোছ কালী লেপা হইয়া যায়। Q এইরূপে রোদ পোড়া খাইতে থাইতেই মাঠে শুকুন। ঘাসের গন্ধ শুকিতেছি । অথবা গাছে গাছে পীচ, আপেল, বা পেয়ারফলের সংখ্যা আন্দাজ করিতেছি । “দিনে দিনে" এসব “পরিবর্দ্ধমান” সন্দেহ নাই,—তবে “ছুরী নূন হাতে” ছুটিয় আসিলে ও বড় বেশী আরাম পাওয়া যায় না। জুলাই মাস,—আরও কিছুকাল অপেক্ষা করা দরকার । যাহা হউক গোয়ালার পরিবারে ছেলেপুলেদের সঙ্গে মিশিয়া যাওয়া গেল। গোয়ালিনী গরম দুধ ও তাজ “ঘরের মধু" দিয়া আপ্যায়িত করিল। সুখ-দুঃখের বাক্যালাপ চলিতেছে । ( t ) প্রায় পরিবারেরই বিঘা দুইচার জমি। গোট অঞ্চলই বেশ উর্বর। পড়ে জমিন একছটাকও নয়। অথচ পল্লীগুলা সবই দরিদ্র কেন ? মুগানাতালে, নোনতালে, আদিজে-তালে—হাটিয়া রেলে বা বিনাপয়সার