পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রেস্তিনোয় পাহাড় দেখা Q气> বোৎসেনের এক গির্জ অটোমোবিলে,—যতগুলা ঘরবাড়ী দেখিয়াছি সবই পুরান ভাঙচুরা, অপরিষ্কার। স্বচ্ছলতার, আরামের, জীবনানন্দের কোনো প্রকার বাহ লক্ষণ দেখিতে পাই না। নতুন বাড়ীঘর, মেরামত করা কপাট বা দেওয়াল,

াধানো চকচকে রোয়াক, অথবা সড়কের স্বাচ্ছন্দ্য একদম বিরল।

একজন লিখিয়ে-পড়িয়ে ইতালিয়ান বাবু বলিলেন,— 'একমাত্র চাষ আবাদের জোরে ক্রেস্তিনোর লোকেরা বড় শাক হইবে কি করিয়া ? আমাদের এই জনপদে শিল্পের ভাব যৎপরোনাস্তি। ইতালিয়ানদের ধাতে নয়া নয়। শল্প কায়েম করিবার ক্ষমতা আজ পর্য্যস্ত জন্মিল না। অথচ অষ্টিয়ানরা শিল্পে বাণিজ্যে লক্ষ্মীমন্ত লোক ৷” জিজ্ঞাসা করিলাম —“ত্রেস্তিনে ত এতদিন অষ্ট্রিয়ার শেই ছিল। অষ্টিয়ান আমলে এখানে শিল্পের বিকাশ 8 سے a8 ত্রেলার অঞ্চলের পোষাক হয় নাই কেন?” ইতালিয়ান সঙ্গী বলিতেছেন :“অষ্ট্রিয়ান-জাৰ্ম্মান জাতের একটা রোক্ বা গো আছে। সেই রক্তের জোর আমাদের নাই। অন্ততঃ পক্ষে এ পর্য্যস্ত আমাদের চরিত্রে সেইরূপ উন্নতির আকাঙ্ক্ষা এবং কৰ্ম্মপ্রচেষ্টা দেখ দেয় নাই ।” ( و ) ত্রেস্তোর বিশ পচিশ মাইল উত্তর দক্ষিণ পূৰ্ব্ব পশ্চিম সৰ্ব্বত্রই ইতালিয়ান ভাষার “মণ্ডল” । রক্তে ও ভাষায় এই জনপদের নরনারী খাটি ইতালিয়ান। হেবনেৎসিয়া প্রদেশের যে ইতালিয়ান, ত্রেন্তিনের এই অঞ্চলেও ঠিক সেই ইতালিয়ান । তবে অষ্টিয়ান আমলে পাঠশালার কৃপায় গোয়ালা