পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@b"8 প্রবাসী—শ্রাবণ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড বাতিস্তি মিউজিয়াম্ (ত্রেন্তেীর কাস্তেল্লেী ) চয। জমিনের ব্যাড়ায় দেখিতেছি বুনো গোলাপের ঝোপ । রং বেরঙের গোলাপী আইল বা গলির ভিতর দিয়া স্থাটিতে হাটিতে লোকালয়ে আসিয়া পৌছিতেছি । “বোলেস্ত।’ নামক ভূটার আট সিদ্ধ খাইয়া গৃহস্থদের অতিথিসেবায় সাহায্য করা যাইতেছে । চেরি প্রায় ফুরাইয়া আসিয়াছে। দুটা একট পীচ চাখিবার সুযোগ জটিতেছে । আকাশ মেঘের আওতায় ধূসরবর্ণ হইয়। উঠিয়াছে। সন্ধ্যায় মেঘ গুলা পাহাড়ী খুটার মাথায় মাথায় শুইয়৷ সামিয়ান প্রস্তুত করিতেছে। মেঘের ডাক আর “আঙরবাড়া গরম” ত্রেন্থিনোর গ্রীষ্ম-সাথী ৷ ( ১১ ) ইত লিয়ান মণ্ডলে সড়কের নামগুলায় জাম্মান আর মাই ৷ সবই ধুইয়া মুছিয়া ইতালিয়ান করা হইয়াছে । কিন্তু যতই উত্তরে আসিতেছি ততই রেম্বিনোর জাৰ্ম্মান মণ্ডল পাওয়৷ মাইতেছে । সীমান্ত প্রদেশের দস্তুরই এই ৷ কোথায় যে এক ভাষার খতম আর কোথায় যে অপর ভাষার সুরু তাই মাপিয়া-জুকিয় সাব্যস্থ করা একপ্রকার অসম্ভব । ইতালিয়ান ভাষার এক গ্য।জ গিয়া জাৰ্ম্মান মণ্ডলে প্রবেশ করিয়াছে। আবার জাৰ্ম্মান ভাষার এক গ্যাজ ইতালিয়ান মুল্পকে প্রবিষ্ট হইয়াছে । জাৰ্ম্মান মণ্ডলের ইতালিয়ানরা তাহদের নিজ গ্যাজটা ইতালির সঙ্গে জুড়িয় দিতে চাহিত । সেই গ্যাজ-সমস্তাকে বলা হইত “ইরেদেস্তিজ ম্।” বোৎসেনের এক পুরানে| কেল্ল| ইতালিয়ানেরা এখন কেবল গ্যাজটা মাত্রই ইতালির সঙ্গে জুড়িয়া দিয়াছে এরূপ নয়। সেই গ্যাজের সঙ্গে সঙ্গে থাটি জাৰ্ম্মান মুল্পকই আজ ইতালির এক প্রদেশে পরিণত । বোংসেন শহরে পৌছিতে পৌছিতে ত্রেন্থিনের এই গ্যাজ-সমস্ত বেশ বুঝা গেল । এইপানেই ইতালির জাৰ্ম্মান মণ্ডল । খাটি ভাষার তরফ হইতে ইতালিতে আর আধিয়ায় সীমানা ভাগাভাগি করিতে ধোৎসেনের খানিক দক্ষিণে খটা ফেলিতে হইত ; কিন্তু বোৎসেনের কাছাকাছি পাহাড়-পৰ্ব্বত-ঘটিত প্রাকৃতিক সীমানা পাওয়া দুষ্কর । কাজেই অষ্ট্রিয় বেচারার সীমান। যার-পর-নাই সঙ্কচিত হইয়াছে। ইতালি ইংরেজের গুপ সন্ধির ফলে বোৎসেনের বহু উত্তরে নিজ সীমানা ঠেকাইতে পারিয়াছে । ফলতঃ কমসেকম তিন লাখ খাটি জাৰ্ম্মান আজ ইতালির গোলাম । ইহারা ইতালিতে অষ্টিয়ান বা জাৰ্ম্মান “ইরেদেস্তিষ্ট” আন্দোলন চালাইতেছে। ত্রেন্তিনে আগে ছিল ইতালিয়ান “ইরেদেন্ত।” আজ সেই মুল্লকই অষ্টিয়ান “ইরেদেন্তীয়” পরিণত। ফরাসী জাৰ্ম্মানের আলসাস-লোরান আর অষ্ট্রিয়ান ইতালিয়ানের ত্রেন্তিনো রাষ্ট্র-সমস্তায় একই চিজ । হইলে ( s२ ) ইতালিয়ান সরকার বোৎসেন অঞ্চলে জাৰ্ম্মান ভাঘ পুরাপুরি তুলিয়া দিতে সাহসী হয় নাই। ইতালিয়ান ভাষাকেই রাজ-ভাষা ও ইস্কুলের ভাষা করা হইয়াছে