পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫৬ স্বইডেনে প্রবেশ করা মাত্র আমি ভূদৃশু ও আবহাওয়ার প্রভেদ অতুভব করিতে লাগিলাম, নরওয়ের পৰ্ব্বতবেষ্টিত সাগরশাখার ললিত-বক্র রেথাভঙ্গীর পরিবর্তে ঘন সবুজ পাইনের রঙে রঞ্জিত উন্মুক্ত কঠিন প্রান্তর দেখা দিল। দিগন্তব্যাপী এই রুদ্র কঠোর দৃপ্ত দেখিতে দেখিতে স্নইডেনবর্গ ও ষ্ট্রি গুবর্গের গষ্টাভস, এডলফস্ ও স্বাদশ চালসের মূৰ্ত্তি মনে পড়িয়া যায়। ই, চিন্তাক্ষেত্রে এবং কৰ্ম্মক্ষেত্রে সুইডেন নিঃশঙ্ক যোদ্ধাবীরের দেশই বটে। ইতিহাস-প্রসিদ্ধ উপসালার প্রাচীন সহর, তাহার ভঞ্জনালয় ও বিশ্ববিদ্যালয় প্রভৃতি দেখিয়া আমি ষ্টকূহল্মে প্রবেশ করিলাম। সুন্দর পরিস্কার সহরটি ; ইহাকে প্রশংসা করিয়া উত্তরের ভেনিস্ বলা হয় । ( ভেনিসের ঐতিহাসিক স্মৃতিমাল ও সুবিখ্যাত পুতিগন্ধ বাদ দিলে ইহাকে ভেনিস বলা যায় বটে ;) সুরম্য হ্রদের পার হইতে আকাশের গায়ে আঁকা আলোকেপ্তাসিত সৌধরেখা গুলি অপূৰ্ব্ব দেথায় । এলেন কেইর নিতৃত আশ্রম আবিষ্কারের উপায় সম্বন্ধে খবর সংগ্ৰহ করিতে করিতে এথানকার চিত্রশাল, ঐতিহাসিক যাদুঘর, রাজপ্রাসাদ, প্রাসাদের প্রাচীন দুৰ্ল্লভ স্থচিশিল্প ও প্রাচ্য গালিচা ইত্যাদি দেখিতে কমৃেক দিন কাটিয়া গেল । { রাজগুহের অধ্যক্ষ ডাঃ বটিগারের সহৃদয়তায় এইসমস্ত সুন্নভ সংগ্ৰহ আমি দেখিতে পাইয়াছিলাম ) “ক্লারা লাবুসনের" নিভৃত হোটেলে আমার প্রথম সুইডিস বন্ধু রবীন্দ্রনাথের গীতাঞ্জলির অনুবাদিক মাদাম বুটেনসান থাকিতেন। ক্রিশ্চিয়ানিয়া হইতে ষ্টকহলম পৰ্য্যস্ত আমার স্কাণ্ডিনেভিয় ভ্রমণের আগাগোড়াই এই আমার বন্ধু, পরামর্শদাত ও পথ প্রদর্শকটি আমাকে সৰ্ব্বদ সাহায্য করিতে উন্মুখ ছিলেন । আমি তাহার সহিত আমার ভবিষ্যৎ আলভাষ্ট্র ভ্রমণের বিষয় পরামর্শ করিতেছিলাম এমন সময় দরজায় টোক পড়িল এবং পরিচা রক একটি কার্ড আনিয়া হাজির করিল । নোবেল-সংসদ এবং সুইডিস অ্যাকাডেমীর সভা প্যার হালষ্ট্রম আসিয়াছেন ! তিনি যে স্বইডেনের লেখকদের একজন অগ্রণী এবং তাহারই সরকারী রিপোর্টের জন্য যে অবশেষে গীতাঞ্জলিকে নোবেল প্রাইজ দেওয়া হয় তাহ আমি জনিতাম । প্রবাসী—শ্রোবণ, ১৩ee [ ২৬শ ভাগ, ১ম খণ্ড স্বতরাং একই হোটেলের কোণে গীতাঞ্জলির স্বইডিস্ অমুবাদিক এবং নোবেল অ্যাকাডেমীতে সেই পুস্তকের সাহিত্যিক পৃষ্ঠপোষকটিকে দেখিবার সৌভাগ্য হওয়ায় বিশেষ আনন্দ অনুভব করিলাম । অসামাজিক বলিয়া সাহিত্যিক মহলে প্যার হালষ্টমের বেশ একটু খ্যাতি আছে। ষ্টকূহলমের উপকণ্ঠস্থিত র্তাহার নির্জন আবাস হইতে তিনি কচিং বাহির হন, যদি বা কখনও সহরে আসেন ত জনসমাজে প্রায় কাহার ও সঙ্গে মেলা-মেশা করেন না। প্যার হ্যালষ্টম অভিজাতংশোচিত জনবিমূখতা, সুতীক্ষ বুদ্ধি, নিবিড় রসবোধ এবং কিয়ৎপরিমাণে কুমার্জিত বিতৃষ্ণাবাদের একটি সংমিশ্রণ। কোন শুভগ্রহের প্রসন্ন-দৃষ্টিতে তিনি যে আমার প্রতি সদয় হইয়া উঠিলেন জানি না । মামূলী ভ্রমণকারীদের অজ্ঞাত ষ্টকহলমের ঐতিহাসিক দৃশ্যাবলীর পথে ভ্রমণ করিতে করিতে, বিখ্যাত সুইডিস্ চিত্রকর জোরহুম কর্তৃক পুনর্গঠিত রমণীয় স্থাপত্য শিল্পের নিদর্শন “গিলডেন” পান্থশালায় আহার করিতে করিতে আমরা আধুনিক সাহিত্য ও শিল্প-বিষয়ক কত সমস্যা লইয়াই আলোচনা করিলাম ; সেই সূত্রে স্ট্রি গুবগের বিরুদ্ধবাদীদের মধ্যে একজন স্ববিখ্যাত সাহিত্যিকের নিকট আধুনিক মুইডিস সাহিত্যের নূতন গতির ইতিহাসও কিছু শোনা হইয়া গেল , উনবিংশ শতাব্দীর শেষাংশের বস্থত স্ত্রz[fYİ (realisın) 8 •fz#fəö<ft.az! (naturalism) Əösoifz"e ও বেয়াড়মোতে অতিষ্ঠ হইয়। এই নূতন দলটি ১৮৯০ খৃষ্টাকে ইতিহাসে এক নূতন অধ্যায়ের স্বচনা করেন । সময়ই হেডেনষ্টামের মহাকাব্যসঙ্গীত, সেলম ল্যাগরিলফের উপাথ্যানে “রহস্যলোকের নবযুগোন্মেষ", ও ফ্রযুড়িঙের কারুণ্যপ্রাণ মহান শিল্প দেখা দেয়। ফ্রয়ডিং সম্বন্ধে এলেন কেই বলেন যে, “ইনি নিজে বিষপান করিয়া অপরকে তাহ কেমন করিয়া অমৃতরূপে দান করিতে হয় সেই কঠিন মন্থটি জানেন ।” মহাশিল্পী প্যার হালষ্ট্রমের অতি সংক্ষিপ্ত অথচ সারগর্ভ প্রকাশ-ভঙ্গিমার গুণে এই নবযুগ-সষ্টির ইতিহাস এই নব ব্যক্তিত্বেব অরুণোদয়ের কথা আমার নিকট জীবন্ত হইয়া উঠিল । এলেন কেইর জীবন-কীৰ্ত্তির আধ্যাত্মিক ও يقى এই রূপে