পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆNR হইলেও উহার একটা সার্থকতা আছে, “Failures are pillars of success”, at TICWA Ajo oth of £oকাৰ্য্যতার স্তম্ভ স্বরূপ। ব্যর্থ হইতে হইতেই মানুষ ক্রমে সত্যে এবং সার্থকতায় পৌছায় । অতঃপর র্যাহারা ইহা আবিষ্কার করিতে যাইবেন, তাহারা পূৰ্ব্বোল্লিখিত মহোদয়গণের চিন্তার সাহায্য পাইবেন— তাহাদের ভুলগুলি তাহাদিগকে আর দ্বিতীয়বার করিতে হইবে না। দুঃখের বিষয় তাহারা যাহা করিয়াছেন, তাহা লিপিবদ্ধ করিয়া প্রচার করেন সাই । আশা করি আরিক্ষাবকগণ পরে তাহা লিথিয়া কোন ও পত্রিকায় প্রকাশ করিবেন। স্বগীয় বঙ্কিমচন্দ্র বলিয়াছিলেন, “ইংরেজ একটা হাই তুলিলেও তার ইতিহাস হয় কিন্তু আমরা কিছুই লিথিয় রাখি না।" এই তিন বৎসর পরিষু। অবিক্রিয়া-চেষ্টার ফলে, আমরা নিম্নলিখিত সত্য গুলি লাভ করিয়াছি – ( ১ ) একটি টেকে দ্বার। চালিত চরক স্বয়ংক্রিয়ই হউক বা অৰ্দ্ধ-স্বয়ংক্রিয়ষ্ট হউক ; পদদ্বারা চালিত হউক বা বাপশক্তি দ্বারা চালিতই হউক —তাহা কখনও আমাদের পুরাতন ২ ফুট ব্যাস বিশিষ্ট চরকা হইতে অধিক পরিমাণ স্বত্র উংপাদন করিতে পরিবে না । ( ১ ) সুতরাং একই চরকায় একাধিক টেকে। ব্যাবহার করিতে হইবে । ( ৩ ) একাধিক টেকে। একই চরকা-চক্রের আবর্তনের সঙ্গে স’যোজিত হইলে, তুলার পাজ গুলি সৰ্ব্বত্র সমান I uniform ) হওয়া চাই । ( s ) কাজেই চরকা আবিষ্ক:রের সঙ্গে সঙ্গে পিঞ্জনX:73 ( Carding machine ) বিশেষ উৎকর্ষ সাধ ন করিতে হইবে। আমাদের আবিষ্কার-চেষ্টার ভুল ওখানেই ; সকলেষ্ট উঠিয়া-পড়িয়া চরকার উদ্ভাবন করিতে গেলেন। কিন্তু পিঞ্জনের উৎকর্ষ সাধন ছাড়া চরকা অার এক পা ও অগ্রসর হইতে চাহিল না । টেকের সংখ্যা বাড়াইতে গেলেই, পাজ সৰ্ব্বত্র সমান ন হইলে কাজের স্থত। ভৈয়ার হইতে পারিবে না । ব্যাণ্ডেীর চরকায় পিঞ্জনের একটু খোলা যন্ত্র যোগ করা হইযাছিল । ৫নং প্রবাসী—শ্রোবণ, ১৩৩ • ষান্ত্রিক সরলতা [ ২৬শ ভাগ ১ম খণ্ড ধৰ্ম্মতলার ভট্টাচাৰ্য্য-মহাশয় দুই খণ্ড কাঠ-ফলকে তারের কাটা বসাইয়া একপ্রকারের তুলা পিজিবার যন্ত্র বাহির করিয়াছেন। আমার একটি উদযোগী ছাত্র উহ! কিনিয়া ব্যবহার করিয়া দেখিল, উহাদ্বার: বিশেষ কোনও সুবিধা হয় না । স্বতা-কাট যন্ত্রের উদ্ভাবনের দিকে আবিষ্কারকগণের যত ঝোক দেখিলাম, পিঞ্জন-যন্ত্রের দিকে তাহার শতাংশের একাংশ মনোযোগও কেহ দেন নাই । ইংলণ্ডের বস্ত্রশিল্পসম্বন্ধীয় বস্থপতি আবিষ্কারের ইতিহাস করিলে দেখিতে পাওয়া যায়, হাবৃগ্রিবস্ সাহেবের স্পিনিং জেনি আবিষ্কৃত হওয়ার পূর্বে এবং সঙ্গে 5%, Flat card, Revolving card 25f5 foz-- যন্ত্রের উদ্ভাব আলোচন; হইয়াছিল । ইহা হইয়াছিল বলিয়াই গৰ্বগ্নিবস্ সাহেব একাধিক টেকে ব্যবহার করিতে সক্ষম হইয়াছিলেন। দেশের সকলেই যদি আজ এই কাজের হাল ছাড়িষ। না থাকেন, তবে তাতাদের প্রতি তামাব সনিৰ্ব্বন্ধ অতুরোধ, একবার পিঞ্জনের উন্নতি করুন, তবেষ্ট আপনাদের চরকায় অবলীলাক্রমে অনেক টেকে জুড়িয় স্থত। কাটার ব্যবস্থা করিতে পারিলেন । পাশ্চাত্য মনীষীগণ এসম্বন্ধে যাই ভাবিয়াছেন, এব: করিয়াছেন, তাহ পুঙ্খানুপুঙ্খরূপে সম্যক অবগত হও । অ{বশুক । আমার ত মনে হয়, অমির মাদ শুধু Hargreaves' Spinning Jenny, Cromptons' Water Frame, as: Akwright’s “Mule"& Ex.: অনুকরণ করিতে পারি, তবেই বেগবতী নদীর তীরবক্ত অনেক পল্লীগ্রামে ছোট ছোট স্থতার কল স্থাপন করিয়া বৰ্ত্তমান অল্প-সমস্যার সমাধানের কথঞ্চিং সহায়তা করিতে সক্ষম হইব । পূৰ্ব্বোক্ত তিনটি আবিষ্কারকে অবিস্কারের ভিত্তি ধরিয়া চরকার আরও অনেক উন্নতি সাধন কা zềEftsHargreaves’ Spinningjenny, Ki Akwirghts Mule এখন আর ইউরোপেও পাওয়া যাইবে না আধুনিক ‘ চরকাগুলি উন্নত হইলেও অষ্টাদশ শতাব্দ” তাহাতে আর নাই। হারগ্রি বস মহাশয় যখন জীবিত ছিলেন ইংলণ্ডের লোক তথন ? কয়লার ব্যবহার জানিত না । তাহার চরকার অর্ণ