পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\bNeN9 সাইকেলে ভ্রমণ হোকৃ এই ইচ্ছা প্রকাশ করায় অনেক তর্কের পর শেষে আমাদের প্রোগ্রাম দাঁড়াল-- Calcutta to Srinagar and Back Via Nagpur. অর্থাৎ 'কলিকাতা হইতে শ্ৰীনগর ও শ্ৰীনগর হইতে নাগপুর হইয়। কলিকাত প্রত্যাবৰ্ত্তন ' ম্যাপে দেখা গেল, এই ভ্রমণটি ৪০০০ মাইলের বরঞ্চ কিছু বেশীই হবে আর সময়ও নেহাৎ কম লাগবে না। সেইজন্য কেবল চার জনের অতিরিক্ত উৎসাহের জন্য আমাদেরই যাওয়া ঠিক হ’ল । প্রোগামটা শেষ করাও ভ্রমণকারীর দল অশোক মুখোপাধ্যায়, মণীন্দ্র ঘোষ, আনন্দ মুখোপাধ্যায়, নিরঙ্ক মজুমদার যাতে এই ভ্রমণটি বেশ সুচারুরূপে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যে আমাদের প্রত্যেককে নিম্নলিখিতরূপে এক-একটি কাজের ভার দেওয়া হ’ল--- » I scof# ¥«řitqTtoe-General Manager, অর্থাৎ যাতে সমস্ত কাজ সুচারুরূপে সম্পন্ন হয় তার জন্য দায়ী । ২ । আনন্দ মুখোপাধ্যায়—Engineer, অর্থাৎ সাইকেল মেরামত ও সাইকেল সম্বন্ধীয় সব রকম কাজের জন্য দায়ী । o l fús NHRWTH-Quarter Master, offs খাওয়া দাওয়ার বন্দোবস্ত ও ঐ সম্বন্ধীয় সব রকম কাজের - खन्नु, झाम्रैौ । ৪ । মণীন্দ্র ঘোষ—ILog-keeper, অর্থাৎ দৈনিক প্রবাসী—শ্রাবণ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড সব রকম ঘটনা, রাস্ত ও দূরত্ব প্রভৃতির হিসাব রাখবাব জন্য দায়ী । ২২শে সেপ্টম্বর আমাদের যাওয়ার দিন ঠিক কব: গেল। যাওয়ার কয়েক দিন আগে আমাদের সাইকেল চারখানা আগাগোড়া মেরামত করা হ’ল । সাইকেলে বেশী জিনিস নেওয়া অসম্ভব ব’লে আমরা নিতান্ত দরকারী জিনিস ভিন্ন আর কিছুই নিলাম না। তাতে আমাদের প্রত্যেকের সরঞ্জাম এই দাড়াল :–১টি কম্বল, ১টি লুঙ্গি, ১টি থাকী সার্ট, ১টি তোয়ালে, ১টি এনামেল কাপ । এছাড়া সাইকেলের টায়ার’ ব্যতীত যাবতীয় সরঞ্জাম, প্রয়োজনীয় ঔষধপত্রাদি ও shaving set (ক্ষুর ইত্যাদি) সকলে ভাগ ক’রে নেওয়া হ’ল । এইসব সরঞ্জাম সমেত প্রত্যেক সাইকেলের ওজন দেখা গেল ৫৪ পাউণ্ড । আমাদের সাইকেল চারটির মধ্যে ১টি Imperial Triumph, Sfâ’Albion 8 of Standard I Wrox: Dunlop, Moseley, Burgouman s Richmond টায়ার” ব্যবহার করেছিলাম। তখন বেজায় গরম ৭ সাইকেল নিয়ে যাওয়া বিশেষ কষ্টকর বলে জম্মুতে গরম কাপড়-চোপড় পাঠাবার ব্যবস্থা করা হ’ল। আমাদের যাওয়ার পোষাক হ’ল—থাকী সর্ট, সার্ট, কোট, হাট, মোজা ও ‘সু’ । যাত্র করুবার কয়েক দিন পূৰ্ব্বে আমরা কলিকাতার মেয়র ও স্থানীয় একজন M. L. C. ও দু’একজন নামজাদ, gaitwz, fbfy (introductory letter ) Quisitw xota নিলাম। বলা বাহুল্য, এগুলি পুলিশের অনাবশুক অল্পসন্ধিৎসা ও সহানুভূতির (?) হাত থেকে কতকটা রক্ষ। করে । শুনলাম, পুলিশ কমিশনারের এইরূপ একখানি চিঠি সঙ্গে থাকলে পুলিশের হাঙ্গাম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। সেইজন্য আমরা তার সঙ্গে দেখা ক’রে জানলাম যে, তারা ‘খোজ খার’ না করে কাউকে কোন রকম চিঠি পত্র দেন না। খোজ নেওয়ার জন্য আমাদের ঠিকানা রেখে দিলেন–কিন্তু আজ পর্ষ্যস্ত র্তাদের ‘স্বপারিস-পত্র’ পাওয়ার সৌভাগ্য হয়নি। এইজন্যই আমাদের যাওয়ার দিন পেছিয়ে দিতে হ’য়েছিল । নানা প্রকারের বিদ্রুপ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে যাওয়ার