পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] রশিদ আহমদ প্রভূতি হাট হইতে বাড়ী আসিয়া যশোদা পলাইয়া যাওয়ার সংবাদ জানিতে পারিয়া মহম্মদ, আবদুল মজিদ এবং আরও ২০৫০ জন লোক সঙ্গে করিয় রাত্রি ৮।৯টার সময় রজনীর বাড়ী ঘেরাও করে, এবং ১০ জন লোক তাহার স্বরের দরজী ভাঙ্গিয় ঘরে BBBB BBBS BBB BB BBB BK BBB K BBBB BBB করিয় রজনীর দেড় বৎসর বয়স্ক ছেলেকে মায়ের কোল হইতে দুরে iনক্ষেপ করিয়া আবার রজনীর স্ত্রী যশোদাকে জোর করিয়া ছাড়াইয় লষ্টয় যায়। রজনী ও তাহীর ভ্রাত। নবীন পুলিসের ও প্রেসিডেন্টের নিকট পূটনীর কথা জানাইয় প্রতিকার প্রার্থন করে । কিন্তু দরিদ্র পজনকে কেহই সাহায্য করে নাই । নিরপায় হইয়। ২৫শে জুন তারিখে ৭থনীর ভ্রাতা নবীন উপরোক্ত সমস্ত ঘটনা বিবৃত কবিয় রাজধীরে নাশি দায়ের করে । আজিও সে গুণ্ডাদের হাত হইতে মুক্ত হওয়ার জন্য আকুল এন্দনে বক্ষ ভাসাইতেছে। তাহার দেড় বৎসর বয়সের শিশুসপ্তম মায়ের জম্বা কাদিয়া আকুল ।" এইরূপ বহু শোচনীয় সংবাদ আমির প্রতিদিন সংবাদপত্রে পাঠ করিতেছি । মাত্র কয়েকটি এখানে উল্লেখ করিলাম । ইহার প্রতিকার কি ? ঙ্গে বিধবা বিবাহ— bাকীর সদর মহকুমার এলাকাধীন কালিয়াকুরে বদ্ধিষ্ণু নমঃশূদ্ৰ পলিবারেল ১৫টি বিধবার বিবাহ গত মাসে হইয়া গিয়ছে । আত্মরক্ষার বিধি – ভারতীয় দণ্ডবিধি আইনের ৯৬ ধার হইতে ১০ ও ধারা পৰ্য্যন্ত অগ্নি4:1 afh4ļā (Righl of i’rivate Defence) fl:Is tā * キリ|Z2 3ー আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য যে কোন কাৰ্য্য করা হইবে, • * অপরাধ বলিয়। গণ্য হইবে ল । প্রত্যেক ব্যক্তিরই নিম্নলিখিতরূপ আত্মরক্ষার অধিকার আছে – প্রথম--তাহীর নিজের বা অস্ত কাহারও প্রাণ বা শরীরের প্রতি যদি কে? কোনরূপ অপরাধ করে বা করিতে উদ্যত হয়, তবে তাহার বিরুদ্ধে ; i> ইয়---যদি তাহার নিজের বা অস্যের কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির পঠি যদি কেহ চুরি, ডাকাতি, নষ্টামি বা অবৈধ প্রবেশ প্রভৃতি অপরাধ কৰ্ণে বা করিতে চেষ্টা করে, তবে তাহার বিরুদ্ধে । নিজের বা অন্তের শরীর বা প্রাণ রক্ষার জন্য নিম্নলিপিত অবস্থায়, * , &ায়ীর প্রাণনাশ বা তাহার জন্য কোনরূপ ক্ষতি করা যাইতে পারে, , -- ( ১ ) অতিতায়ী কর্তৃক যেরূপ আক্রমণের ফলে প্রাণনাশ হইবার * *ক্ষ। আছে ; ( ) যাহার ফলে গুরুতররূপে আহত হইবার আশঙ্ক আছে । { 3 ) স্ত্রীলোকের উপর পাশবিক অত্যাচার করিবার জন্ত আক্রমণ ; ( 4 ) অস্বাভাবিক পাশবিক অত্যাচার করিবার জন্ত আক্রমণ ; ( ৫ ) স্ত্রীলোক, বালক প্রভূতিকে অপহরণ বা জোর করিয়া লইয়। 3ধtৱ জন্ত আক্রমণ ; ( ) কাহাকেও অবৈধভাবে যন্দী করিয় রাখিবার জন্য আক্রমণ । BBBBB BBB BB BBBBB BB BBBtt DD BBBB *থ কোনরূপ ক্ষতি করা যাইতে পারে । e নিজের বা অন্তের সম্পত্তি রক্ষার জন্ত নিম্নলিখিত অবস্থায় আততায়ীর "ি:"নিশি বা তাঁহার অন্ত কোনরূপ ক্ষতি করা যাইতে পারে :– - ( ১ ) ডাকাতি ; (২) অন্তের গৃহে প্রবেশ করিয়া চুরি ; (৩) “কের বাড়ী, ছাউনী, জাহাজ প্রভৃতি আবাসস্থান আগুন দিয়া দেশ-বিদেশের কথা Gb-K পোড়ান ; ( s ) এমন ভাবে চুরি, নষ্টামি বা অবৈধভাবে গৃহ-প্রবেশ যাহাতে মনে আশঙ্ক হইতে পারে যে, আত্মরক্ষণ না করিলে প্রাণহানি বা অঙ্ক্য কোনরূপ ক্ষতির সস্তাবনা আছে ৷ এতদ্ব্যতীত অস্তান্ত স্থলে আত্মরক্ষার জন্ত প্ৰাণনাশ ভিন্ন আততামীর অন্য কোনরূপ ক্ষতি করা যাইতে পারে। এস্থলে বল কৰ্ত্তব্য যে, দেবস্থান, মন্দির, দেববিগ্রহ প্রভৃতি রক্ষণর জন্ত আততায়ীর প্রতি এই বিধি অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাইতে পারে । যদি নিজের প্রাণ বচাইবার জন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করিতে ইয় এবং তাঁহা করিতে যাইয়। নির্দোষীর ক্ষতি করা অপরিহার্য্য হইয়া পড়ে, তবে আইনে তাহীও করিবার অধিকার স্বীকৃত হইয়াছে ( ১০৬ ধীর ) । ইহাই আত্মরক্ষার অধিকারের সাধারণ বিধি, তবে ইহার মধ্যে কতকগুলি নিষেধ-সত্ত্বও আছে । ( ১ ) যদি কোন সরকারী কৰ্ম্মচারী উtহার কৰ্ত্তব্য পালনের জন্ত কোন কাৰ্য্য করেন, তবে তাঁহার বিরুদ্ধে কেহ আয়রক্ষার অধিকার প্রয়োগ করিতে পারে না । ( ২ ) যদি আততায়ীর আক্রমণের বিরুদ্ধে শান্তি ও শৃঙ্খলা রক্ষার কৰ্ত্তাদের ( অর্থাৎ পুলিশ, ম্যাজিষ্টেট প্রভৃতির ) সাহায্য লাভের যথেষ্ট সময় থাকে, তবে সেখানে আত্মরক্ষার অধিকার নাই । ( 3 ) অtয়রঙ্গীর জন্ত যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন, কেবল ততটুকুই আইনতঃ করা যাইতে পরিবে । বঙ্গীয় কুম্ভকার সম্মিলনী— নীটোরের বঙ্গায় কুস্তকার সম্মিলনীর প্রথম অধিবেশনে নিম্নলিপিত প্রস্তাবগুলি গৃহীত হইয়াছে :-(১) সম্প্রদায়গত বৈষম্য দূর করিতে হইবে, (২) বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করিতে হইবে, ( ৩ ) বরপণ-প্রথা নিবাস্ত্ৰণ করিতে হইবে, ( 4 ) কুম্ভকারদিগের জাতীয় ব্যবসায়ের উসতির চেষ্টা করিতে হইবে, ( ৫ ) একখানি মাসিক পত্রিক। চালাইতে হইবে । এই সভার প্রস্তবমুদরে শাস্ত্রই একটি ব্যাঙ্ক, একখাণি সংবাদপত্র ও একটি ছাপাখান স্থাপিত হইবে। নারী-শিক্ষা সমিতি — গ্রীষ্মাবকাশের পর নারীশিক্ষ{সমিতির অন্তর্ভুক্ত মহিল৷ শিল্পভবনের কার্য্যারস্ত হইয়াছে । এ-বৎসর এই বিভাগে ৬০ জন স্থ ভাবগ্রপ্ত মহিলাকে নিম্নলিখিত শিল্প শিখাইবার ব্যবস্থা হইতেছে । (১) জ্যাম, জেলি, আচার প্রভৃতি প্রস্তুত করা, (২) সেলাই ও কাট ছ টি. (3) বয়স, পাড় ছাপান ও রং করা, (৪) অলঙ্কার গড়l, (৫) গ কারুকার্য্য, (৬) সাবান প্রস্তুত করা, তেল পরিষ্কার করা, খেলুনা তৈয়ার কর । ১১৫নং অপার সাকুলার রোডে মহিলা শিল্প ভবনের কমিটির সম্পাদকের নিকট আবেদন-পত্র পাঠাইতে হইবে । বঙ্কিমচন্দ্র রায়— বঙ্কিমচন্দ রায় ১৩০৭ সালে ১লা ভাদ্র বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন । পাঠশালায় ও বিদ্যালয়ে তিনি প্রত্যেক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিতেন । বিদ্যালয়ে পাঠাভ্যাস কালেই দারিদ্র্যের সহিষ্ঠ উহাকে কঠোর সংগ্ৰাম করিতে হয় । এই সময় হইতেই উহাকে ছাত্র পড়াইয়। নিজের ও পিতামাতার দারিদ্র্য-কষ্ট নিবারণ করিতে হইত। ১৯১৫ সালে প্রবেশিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়া মাসিক ১৫ টাক বৃত্তি লাভ করেন । ইহার পর কলিকাতায় স্কটিস্-চার্চ কলেজ হইতে ১৯১৭ সালে আই-এসসি সর্বোচ্চ স্থান অধিকার করিয়া পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯১৯ সালে প্রেসিডেন্সি কলেজ হইতে বি-এসসি পরীক্ষা দেন এবং রসায়ন-শাস্ত্রে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করিয়া মাসিক ৩২ টাকা বৃত্তি লাভ করেন ।