পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—শ্রোবণ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড । পাইয়াছেন । তিনি ছাড়া আর যে দুজন সকির পাইবেন, তাহাদের নাম ও নম্বর, এন এস্ অরুণাচলম ( মান্দ্রাজ ) ১ ৫৭ এবং এস এ রহমান ( পঞ্জাব ) ১১:১, তাহার পর এলাহাবাদের বাঙালী এন বি বন্দোপাপ" \ } বাবু গোবিন্দ দাস প্রভূতির অম্বুবাদক তৎকালে কাশীর মুনসেফ স্বগীয় শ্রীশচন্দ্র বসু মহাশয়ের আদালতে ইহার বিচার হয় । সমুদ্রযাত্রায় পাতিত্যের সমর্থক কাশীর অনেক মহাপণ্ডিত বসু মহাশয়ের অসাধারণ শাস্বজ্ঞান প্রস্থত জেরায় জেরবার をみ | বাঙালী যুবকের কৃতিত্ব কয়েক বৎসর হইতে সিবিলসার্কিলসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বিলাতে ও ভারতবর্ষে উভয়ত্র হইতেছে । ভারতবর্যের পরীক্ষা এলাহাবাদে হয় । ইহাতে বাঙালী ছাত্রেরা গত বৎসর পয্যন্ত বিশেষ কতিত্ব দেখাইতে পারে নাই । এবৎসর গৌহাটীর অধ্যাপক আশুতোষ চট্টোপাধ্যায়ের পুত্র শ্রযুক্ত সন্তোষকুমার চটোপাধ্যায় এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছেন । তিনি বি-এ পর্ষ্যস্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন । সিবিল সাৰ্ব্বিস পরীক্ষায় তিনি ১৭০০র মধ্যে মোট ১১৬২ নম্বর শীঘুক্ত সন্তোষকুমার চট্টোপাধ্যায় ১১৯৪ এবং বিহার-ওড়িষ্যা বাঙালী ( ? ) এ এস ব ; ১০৯১ নম্বর পাইয়াছেন । শ্ৰীযুক্ত সন্তোষকুমার একজন ভাল টেনিস খেলোয়াড় । তাহার রুতিত্বে অন্য ছ:ি উৎসাহিত হইবেন । - প্যারিসে ভারতীয় গ্রাম আমরা আমাদের দেশের ও জাতির মন্দ প5 অনেক সময়, সংশোধনের ও উন্নতির ইচ্ছায়, দেগই ই বাধ্য হই । কিন্তু বিদেশে ডাহা দেখাইয়া টাকা রো গণি করা কোন ভারতীয়ের উচিত নহে। ফ্রান্সে ত চ |