পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-ভাদ্র, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড وئ «aه মল্লিকা আজি কাননে কাননে কত ছিন্ন-বাধন পাস্থরা যায়ু সৌরভে-ভরা তোমারি নামের মতো । কোমল তোমার অঙ্গুলি-ছোওয়া বাণী দখিন পবনে মনে দিলে৷ আজি আনি’ বিরহ-ব্যথার প্রথম পত্ৰখ:নি ; মাধবী-শাখায় উঠিতেছে দুলি জুলি’ তোমার অtথর গুলি ৷ ( & ) দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে । দুরের বাণীর পরশ-মাণিক লা গুক আমার প্রাণে এসে । শস্যক্ষেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি, ক্লাস্ত-গমন পাস্থ-হাওয়া খেলুক্‌ আমার মুক্তকেশে ॥ নীল আকাশের স্বরটি নিয়ে বাজাক্ আমার বিজন মনে ; ধূসর পথের উদাস বরণ মেলুক্‌ আমার বাতায়নে । স্বৰ্য্য-ডোবার রাঙা বেলায় ছড়াবে। প্রাণ রঙের খেলায়, আপন মনে চোথের কোণে অশ্র-আভাস উঠবে ভেসে ॥ ( 8 ) কাদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো । যাবার দিনের শুকুনো বকুল মিথ্যে করিস জড়ো । আগমনীর নাচের তালে নতুন মুকুল নামূল ডালে, নিঠুর হাওয়ায় পুরানে ফুল ঐ যে পড়ো-পড়ে। ছায়ার পানে চ’লে । কান্ন। তাদের রইল প’ড়ে শীর্ণ তুণের কোলে । জীর্ণ পাতা উড়িয়ে ফেল{— , কর খেলা সেই শিশুর খেলা, নতুন গানে কাচা স্বরের প্রাণের বেদী গড়ে ॥ ( & ) কী পাইনি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি । আজ হৃদয়ের ছায়াতে-অালোতে বশিরী উঠেচে বাজি । ভালো বেসেছিন্তু এই ধরণীরে, সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিন সমীরে ভরেছে আমারি সাজি । নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে । বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে । মাঝে মাঝে বটে ছিড়েছিল তার, তাই নিয়ে কেবা করে হাহাকার, স্বর তবু লেগে ছিল বার বার মনে পড়ে তাই আজি ॥ ( ૭ ) সেই ভালো সেই ভালো আমার না হয় মা জানে । দূর গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানে ? মোর বসন্তে লেগেছে ত স্বর, বেণুৰনছায়া হয়েছে মধুর, থাকু না এমনি গন্ধে বিধুর মিলন-কুঞ্জ সাজানো ৷