পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগদীশচন্দ্র বসুর পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখিত ( રાr ) S.S. era. North Sea. 22. 5, 1901. . বন্ধু, আমার সেই অমুখের পর এই পাচমাসে রবিবার পৰ্য্যস্ত ছুটি পাই নাই। তাহার প্রতিফল পাইতেছি। আমার লেকচারের পর দু’বার মাথায় রক্ত উঠিয়া গুরুতর অস্বখ হইয়াছিল। সমস্ত কাজকৰ্ম্ম কতক দিনের জন্য না ত্যাগ করিলে ডাক্তারের অমঙ্গল আশঙ্কা করেন। সেইজন্য জাহাজে কতকদিন ভ্রমণ করিতে বাধ্য হইয়াছি।

  • GR ARFftRā tā Liverpool Mathematical Societyর সম্পাদকের সহিত ঘনিষ্ঠ আলাপ করিতে সমর্থ হইয়াছি। র্তাহার নিকট তোমার দাদার লেখা দিয়াছি। তিনি বিশেষ যত্ব করিয়া পড়িবেন এবং অন্যান্য specialistদের সহিত এসম্বন্ধে পরামর্শ করিয়৷ আমাকে পরে পত্র লিখিবেন । তোমার দাদাকে আমার গুণাম দিও।

রয়্যাল সোসাইটতে আমার বক্তৃত। ৬ই জুন হইবে। তখন লণ্ডনে থাকিব মনে করিতেছি । এপর্য্যন্ত অনেকের তবে Witzios of two, “It is too sudden – we do not now know whether we are starting mom Daily কাগজেও একথা লষ্টয়া একটু Globe লিথিয়াছে, যে, ধাতুর উপর বিবিধ অত্যাচার করিবার সময় "The Professors eyes were full of tears. This does him credit; নিকট হইতে উৎসাহজনক কথা শুনিতেছি । heads " আমোদ চলিতেছে । but it will be long before he induces the British Householder to pet the fire-iron when it falls on the fender because the fall hurts the fire iron.” তুমি ত আমাকে বিশেষ করিয়া জান, কবে আমি d জন বুলের বিরুদ্ধে এরূপ libel করিয়াছি ? যে জন বুল । S. A. এবং Chinaতে ইত্যাদি, সেই জন বুল যে লোহ আছাড় খাইয়া পড়িয়াছে বলিয়া দুঃখ করিবে, একথা আমি স্বপ্নেও ভাবি নাই । তাহীদের সম্বন্ধে এরূপ দোষারোপ · করিতে আমি সম্পূর্ণ অসমর্থ। সে যাহ। হউক, আরও অনেক আশ্চৰ্য্য বিষয় discover করিবার আছে। তারপর জামেনীতে যাওয়৷ বিশেষ আবশ্বক বলিয়া মনে করি । সেখান হইতে efois, (N, “We are more ready to accept your ideas than conservative England " vel ছাড়া ফ্রান্স ও আমেরিকায় তোমাদের যজ্ঞের অশ্ব প্রেরিত হইবে কি ? বৈশাখের ভারতীতে তোমার গল্পটি অতি সুন্দর হইয়াছে। তুমি কি এক ভয়ানক পরিণাম প্রস্তুত করিতেছ। জানি না । Y ভাল কথা ; তোমার লেখা অমুবাদ করিয়া কোন ম্যাগাজিনে পাঠাইয়াছিলাম । তাহারা দুঃখ করিয়া লিখিয়াছেন, গল্প অতি স্বন্দর ; কিন্তু original ব্যতীত অতুবাদ আমরা বাহির করি না। তোমার নাম জাল করিতে যদি অধিকার দাও, তাহা হইলে অনুবাদের কথা না বলিয়া একবার তোমার নাম দিয়া পাঠাইতে পারি। কি বল ? তোমার বই পুস্তকাকারে বাহির করিব মনে করিয়াছিলাম। কিন্তু এদেশের অনেক পাব্লিশার চোর। বাণিজ্য-বিষয়ে এদেশের তৎপরতা দেখিয়া চক্ষুস্থির হইয়াছে। সেদিন যে আমার জন্য patent লইবার জন্য একজন বন্ধু আসিয়াছিলেন, তিনি সেদিন রাগ করিয়া গিয়াছিলেন । “এত সময় নষ্ট করিয়৷ আপনাকে serve