পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९० হইবে বলিও । তোমরা যে আমাকে ঘিরিয়া আছ, আমি যে একাকী নই, তাহা এখন বুঝিতে পারিয়াছি। তবে আমি যে কাৰ্য্যভারে ওঁ নিরাশায় অনেক সময় অবসন্ন হইয়া পড়ি, একথা মনে রাখিও, মাঝে মাঝে তোমাদের উৎসাহবাক্যে আমাকে পুনৰ্জ্জীবিত করিও । আর-একটা কাজ তোমাকে করিতে হইবে । তুমি যদি আমাকে তোমার হৃদয়ে স্থান দিয়া থাক, তাহা হইলে তুমি আমার মুখে সুখী, আমার কষ্টে দুঃখী । আমি আমার সম্মানের কার্য্য ভিন্ন অন্য কথা ভাবিতে পারি ন, ভাবিলেও কি উচিত বুঝিতে পারি না। আমার কি শ্ৰেয়ঃ তুমিই তাহ আমার হইয়। স্থির করিও। তুমি আমার সমস্ত বিষয় জানিয়া যাহা ভাল তহি স্থির করিও । তবে এখন সব কথা বলিতেছি। অামি এদেশে একজনকে জানিয়া অতিশয় সুখী ; তাহার অত্যাশ্চর্য্য জীবনকাহিনী তোমাকে দেখা হইলে বলিব। র্তাহার ন্যায় বহু বিজ্ঞানে জ্ঞানী বোধ হয় আর কেহ নাই । তিনি গত ৫০ বৎসর ইয়োরোপীয় বিজ্ঞানে যে-সব যুগান্তর উপস্থিত হইয়াছে, তাহার ইতিহাস এবং তাহার নেতাদের জীবনচরিত বিশেষরূপে জানেন । তিনি আমার এই নূতন বিষয় জানিয়া বড়ই উৎসাহিত হইয়াছেন । তবে বলিলেন, “You will very probably not live to see it universally accepted, it is too daring for this theological country. If you could persist the younger generations would have accepted you. You ought to go to Germany. But can you stand by yourself for years? Those who succeeded had brilliant disciples, they devoted themselves to the master. Have you any? You think scientific men are liberal—they They are contented with what they have now : Doubt is the Devil. old established physiological dogmas, are the most conservative of peoples. Your theory upsets the Do you think they will easily give up, unless প্রবাসী—ভাদে, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড you make them? Have you made up your mind to fight single-handed for years? Then and then only they will come round. But if you leave it now, they will try not to think of it, and the thing will be forgotten, till some one else takes it up and makes a name by it.” Wixf3 disciple s নাই,তবে persistence ettE I এইজন্য মনে করিয়াছিলাম, ৫ বৎসর এখানে থাকিয় সমস্ত objection meet করিয়া একরূপ মত স্থাপন করিতে পারিব । আমি এ ছাড়াও অন্য তিনটি সম্পূর্ণ নূতন বিষয়ে Paper fâfèqif; I sfiqi qā ëcz, Royal Society Sfgł publish FfHtąH I কিন্তু এই সম্পূর্ণ অভাবনীয়, সম্পূর্ণ নূতন বিযয় যদি আমাদের দেশ হইতে প্রতিষ্ঠিত হইতে পারিত, ভাহী হইলে আমি জীবন সার্থক মনে করিতাম । stift @ za Hraz Extentionast HB India Officeএ আবেদন করিয়াছিলাম । of State বলিলেন, পাইতে কোন কষ্ট হইবে না। তারপর জানি না হঠাৎ কি হইয়াছে—দেশে কিম্বা India Officeএ—হয়ত তোমাদের আনন্দের কোলাহল অপ্রিয়" হইয়া থাকিবে-হঠাৎ খবর পাইলাম, যে, যদিও আমার scientific work is very important, yet the আমাকে Under-Secretary Secretary of State regrets, ইত্যাদি । সেপ্টেম্বরের শেষভাগে ফিরিয়া যাইতে হইবে।

  • f:{; British Association :Jif: *t: হইতে নিমন্ত্রণ পাইয়াছিলাম । আস্তে আস্তে আমার মত যে গৃহীত হইল তাহার লক্ষণ দেখা যাইতেছিল, কিন্তু এই সংবাদে সমস্ত ভাঙ্গিয়া গেল। বন্ধু, তুমি কি আমার মনের কষ্ট বুঝিতে পার ?

• আমি কি করিব জানি না। ফালেণর জন্য আবেদন করিব, কিন্তু যদি আমার এদেশে থাকা তাহাদের অনভিপ্রেত হয়, তাহা হইলে যে ছুটী পাইব মনে হয় না ।