পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] জগদীশচন্দ্র বম্বর পত্রাবলী ৭২১ তুমি তপস্তার কথা লিখিয়াছ ; বলত আমি কি করিয়া محمد سمیعی মনস্থির করিতে পারি। তুমি আমাকে নিশ্চিন্ত করিবার ভার সইতে চাও। দেখ, আমার কার্য্য করিবার ইচ্ছা জান, তবে কতকাল স্বাস্থ্য থাকিবে জানিনা, কতকাল কাৰ্য্য করিতে পারিব, তাহাও জানি না। তোমরা যদি কোনদিন নিরাশ হও । যদি তুমি বল তাহ হইলে একবার দেশে থাকিয়া সমস্ত ছাড়িয়া এদেশে থাকিব । আমাকে শীঘ্ৰ পত্র লিখিও । তোমার জগদীশ ( రి: ) লণ্ডন ১১ জুলাই ১৯০১ বন্ধু, তুমি কি করিয়া জানিলে আমার হৃদয়ে দিবারাত্রি কি সংগ্রাম চলিতেছে ? আমি নিশ্চয় জানি, যে, আমার ভিতরে এখন যাহা আসিয়াছে তাহা যদি অল্প সময়ের জন্য ও ছাড়িয়া দি, তাহা হইলে তাহ। আর ফিরিয়া পাইব না। দীর্ঘ রোগশয্যার সময় আমি বহুত্বে মন স্থির তুরিয়ছিলাম, তাহার পর এই ছয় মাস মাত্র একাগ্রভাবে সাধনা করিয়াছি। এতদিনের চেষ্টার ফলে এখন আমার মন প্রাণ আচ্ছন্ন করিয়া কি এক আলোক আসিয়াছে। দেখ, যদি সমস্ত বৎসরের চেষ্টার ফলে কেহ একটি paper Royal Societyতে প্রকাশ করিতে পারে, তাহা হইলে কৃতাৰ্থ মনে করে । আমি ছয় বৎসরের কায এই ছয় মাসে করিয়াছি— I. On the continuity (?) of effect of light and Electrical Radiation of matter. দৃশ্ব এবং অদৃশু আলোকের একই প্রভাব প্রমাণিত २३शicछ् । 2. On the Switanity (?) of effect of mechanical and Radiation strabes (?) 3. On a new theory of photographic action, 4. On the Electric Response of Inorganic substance. 5. On the three conduction. এই কয়টি বিযয় এই কয় মাসে শেষ করিয়াছি, এবং Royal Society′s শীঘ্রই প্রকাশিত হইবে। ইহার এক একটি বিষয়ে জীবনব্যাপী নূতন নূতন আবিক্রিয়ার কাৰ্য্য রহিয়াছে। যদি কেবল ধশ: সঞ্চয় তোমাদের অভিপ্রেত হয় তবে এই সব নূতন বিষয় দ্বারা সহজেই করিতে পারি। কারণ এইসব বিষয় পদার্থতত্ত্বসম্বন্ধীয়, ইহার সমস্ত মূলমন্ত্র সহজেই সাধন করিতে পারিব এবং সকলকে বুঝাইতেও পারিব । কিন্তু জীব ও নির্জীব জগতের সম্বন্ধ স্থাপন করিতে হইলে আমার সমস্ত জীবন দিতে হুইবে । কারণ ইহা দুই মহাশাস্ত্রের সন্ধিস্থলে । এদেশে বিভিন্ন শাস্ত্র-ব্যবসায়ীর মধ্যে কি গুরুতর বিরোধ, তাহা তোমাকে বুঝাইতে পারিব All Physicist go Chemist gas esco Hfo Physiologist-দের কি অহৰ্নিশি দ্বন্দ্ব ! সাবধান, কেহ যেন নিজ সীমা লঙ্ঘন করে না! আমরা physiologist, আমরা জীবিত বস্তুর প্রকৃতি নির্ণয় করি—We do not deal with dead matter. We do not depend types of electric on mere physical laws. আমরা বহুবাদী, এরূপ কিম্বদন্তী আছে । প্রকৃত বহুবাদিকে এখন বুঝিতে পারিতেছি। তুমি হিং টিং ছট লিখিয়া আমাদের দেশবাসীকে গালাগালি দিয়াছ । যদি এদেশের হিং টিং ছট দেখিতে । আমরা কোথায় লাগি! সম্পূর্ণ অর্থহীন ঘোর বাগাড়ম্বর, যে বিষয়ে সৰ্ব্বাপেক্ষা কম জানা সেবিষয়েই সৰ্ব্বাপেক্ষা শব্দড়িম্বর ৷ চিমটি কাটিলে দেখা যায়, A+ হইয়াছে এবং B — হইয়াছে—বিদ্যুততরঙ্গ 十 ളജ്, A. B