পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] জীবনদে ૧૨૭ প্রেরিত হয়, আর আমাদের পূজনীয় নারোজীকেও ভারতবর্ষীয়ের স্মরণ করিয়াছেন এবং তাহার জীবন নিরুদ্বেগ করিয়াছেন। আর তাতার Universityর জন্তও এদেশ হইতে ২৫০০ হইতে ১২০০ মাসিক বেতনে ইংরাজ অধ্যাপক মনোনীত হইবে। কিন্তু politicsএর জন্য যে রূপ উৎসাহ, বিজ্ঞানের জন্য কি সেইরূপ উৎসাহ আছে ? আর আমার জন্মভূমি বাঙ্গলাদেশও অতি দীন । এজন্য দ্বিধা করিতেছিলাম । আরও মনে করিয়াছিলাম, যে তোমাদের নিকট হইতেই আমি ক্ষীণ মাতৃস্বর শুনিতে পাই, তোমাদের সাধুবাদও আমার জীবনের প্রধান গৌরব । যদি কোনদিন তাহা হইতে বঞ্চিত হই, তাহা হইলে আমার মৃতু্য অপেক্ষাও অধিক যাতনা হইবে । কিন্তু তোমার লেখা হইতে আমি বুঝিলাম, যে, তোমাদের স্নেহ হইতে আমি কখনও বঞ্চিত হইব না । একথা আমাকে পুনঃ পুনঃ শুনাইও । আমার জীবনপ্রাণ দেশে ধাবিত হইতেছে, আমি অতিকষ্টে নিৰ্ব্বাসন-কষ্ট ভুলিয়া থাকি। আমি এখানে গবর্ণমেণ্ট হইতে মাসিক ৪৫ পাউণ্ড অর্থাৎ বাৎসরিক ৮১ টাকা+বৃত্তি ২••• x Research এর জন্য ২৫০০ = ১২৬০০ টাকা পাই। আমার assistant এবং কল ইত্যাদির বাবত প্রায় ৪০০০২ টাকা খরচ হয়, আর বাকীতে আমাদের এখানকার খরচ অতি সাবধানে চালাইতে হয় । কারণ এখানে অনিবাৰ্য্য বৈজ্ঞানিকদের সহিত মেলামেশার জন্য কিছু অধিক খরচ হয়। আমি যে assistantকে তৈয়ারী করিয়াছি, তাহাকে যদি না রাখিতে পারি, তাহা হইলে সমস্ত কাৰ্য্যই বিফল হইবে। কারণ আর নূতন কাহাকে শিখাইয়া লইতে আমার আর সহ্য হইবে না। যদি শীঘ্রই এদেশে ফিরিয়া আসা উচিত মনে কর, তবে ইহাকে বরাবরের জন্য নিযুক্ত করিতে হয় । তোমার মিনির বিবাহ হইল। কাবুলীওয়াল তাহাতে উপস্থিত থাকিতে না পারিয়া অত্যন্ত দুঃখিত আছে । তোমার জগদীশ (ক্রমশঃ) জীবনদোলা" ঐ শাস্তা দেবী ( > ) গ্রীষ্মের যে তাপদগ্ধ অবসন্ন সন্ধ্যায় ব্যথিত গৃহপরিজনকে পিছনে ফেলিয়া ভারাতুর মূচ্ছিতপ্রায় হৃদয়ে হরিকেশবদম্পতী গৌরীকে লইয়া তীর্থভ্রমণে বাহির হন, তাহার পর বহুদিন কাটিয়া গিয়াছে। গ্রীষ্মের পর গ্রীষ্ম ঘুরিয়া গিয়াছে, বর্ষার স্নিগ্ধ সজল মেঘ আবার আকাশ ছাইয়া ফেলিয়াছে ; রৌদ্রপীড়িত বর্ণহীন ধূসর আকাশের ও শুষ্ক পৃথিবীর সে জালাময়ী থর দীপ্তি আর নাই ; ঘন নীল পুঞ্জপুঞ্জ মেঘের বিরাট রূপে ও সস্তস্নাত তরুশীর্ষের సెషా-** খামল শ্ৰীতে চোখ জুড়াইয়া যায় ; মাটির নগ্ন রুক্ষ মূৰ্ত্তি বৃষ্টিধারার আশীৰ্ব্বাদে খাম-চিঙ্কণ হইয়া উঠিয়াছে। গৃহবিচ্ছেদকাতর শোকাতুর পিতামাতার হৃদয়ের জালাও এই দীর্ঘ দিনের প্রবাস পর্য্যটন শাস্তি ও সানার স্বধা সিঞ্চনে অনেকখানি জুড়াইয়া দিয়াছে। মৃত্যু হেঅতলস্পর্শ শূন্ততার গহ্বর তাহাদের চোখের সামনে খুলিয়া ধরিয়াছিল, বাহিরের পৃথিবী আপনার অজস্র ঐশ্বৰ্য্য আনিয়া তাহাকে অল্পে জল্পে ভরাট করিয়া তুলিতেছে ; বিচ্ছেদ যে কঠিন পীড়নে হৃদয়ের তন্ত্ৰীগুলি