পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8ኳ প্রবাসী—ভাদে, \లి9 r [ ২৬শ ভাগ ১ম খণ্ড প্রতি বৎসর শীতকালে তিনমাস “পবিত্র কাল” বিবেচিত হুইত, তখন লোকে মারামারি বা প্রতিহিংসা গ্রহণ করিত না। প্রতি বৎসর এই সময়ে ভিন্ন ভিন্ন জনপদবাসীরা বাণিজ্য-সম্ভার লইয়া মক্কাতে তীর্থ করিতে আসিত। সেই সময়ে সকল বংশের প্রধানের একত্রিত হইয়া সমাজের লোকের বিবাদ বিসস্বাদ নিম্পত্তি করিয়া দিতেন । অতএব এই তীর্থের সময় সমাজের সকল শ্রেণীর লোকের পক্ষেই আদরণীয় ছিল। তখন আরবদেশে মলমাস গণিত হইত, অতএব বসন্তকালেই হজ করিবার মাস [ জি-উল-হজ ] পড়িত। প্রধান দেশের রাজারূপে বিশেষ আর্থিক লাভ ছিল না,তাহাদের ভরণ পোষণ বাণিজ্য দ্বারা হইত। মক্কায় প্রধানদের এই বাৎসরিক মিলনের সময়ে বিস্তর ব্যয় হইত। লাভ অতি অল্প হইত। তাহারা আতুর যাত্রীদের আহার দিতেন, ও সকল যাত্রীকেই মহামূল্যবান বস্তু—জল-দান করিতেন। বাণিজ্যের উপর সামান্ত শুল্ক লাভ করিতেন । মক্কায় প্রধান আচাৰ্য্যরূপে হজরৎ মহম্মদের বংশের সৰ্ব্বাপেক্ষা বেশী সম্মান ছিল, কিন্তু তাহাদের আয় ছিল বাণিজ্য হইতে। হজরতের পিতামহ অবদুল মুত্তলিবের (Abdul Muttalib ) HACH Itft:57 #fs zēni, f5fH কষ্টে পড়িয়াছিলেন কিন্তু বার্ষিক মেলার সময়ের দান কমান নাই। র্তাহার ১১১২টি পুত্র ছিল ; হজরতের পিতা অবদুল্লা ( Abdullah ) একাদশ পুত্র ছিলেন । অবদুল্লা সেকালে সৰ্ব্বাপেক্ষা সুন্দর যুবক ছিলেন । মদীন নগরের একটি অদ্বিতীয়া সুন্দরীর সহিত র্তাহার বিবাহ হইয়াছিল। একমাত্র পুত্ৰ মহম্মদের জন্মের পূর্বেই অবদুল্লার কাল হইল। ইহার ৬৭ বৎসর পরে মহম্মদের মাতাও মদীনা নগরে দেহরক্ষা করিলেন । মহম্মদকে তাহার পিতামহ প্রতিপালন করিতে লাগিলেন । মহম্মদ অতি স্বন্দর, প্রিয়দর্শন, শান্তস্বভাব, চিস্তাশীল, সত্যবাদী বালক ও যুবক ছিলেন । তাহার পিতামহ একমুহূর্তের জন্য তাহাকে দৃষ্টির অন্তরালে রাখিতে পারিতেন না । ৫৭• ঈশাকো মহম্মদের জন্ম হইয়াছিল। যখন তাহার বয়স ১০ বৎসর তখন তাহার পিতামহর কাল হইল। তাহার প্রতিপালনের ভার বৃদ্ধ আপনার অন্তপুত্র, অবস্থঙ্কার সহোদর ভ্রাত। অবুতালিবকে ( Abu Talib) দিয়া গেলেন। মহম্মদ সেকালের নিয়ম-ক্ষ লেখাপড়া শেখেন নাই ; তাহার নিরপেক্ষ বিচার দেখিয় দেশবাসীর। তঁহাকে আমীন (Ameen) অর্থাৎ নিরপেক্ষ বিচারক (Judge) উপাধি দিয়াছিল । তিনি ব্যবসবাণিজ্যের কথা বেশ বুঝিতেন । সে-সময়ে হজরতের ভাবী পত্নী খাদীজা ( Khadija ) বিবি মক্কায় কোরেশ ংশে সৰ্ব্বাপেক্ষ ধনশালিনী বণিক ছিলেন । মহম্মদ তাহার গমস্তা-রূপে নিযুক্ত হইলেন, পরে তাহাকে বিবাহ করিলেন। বিবাহের সময়ে খদীজা মহম্মদ অপেক্ষ ১৫ বৎসর বয়সে বড় ও চার কন্যার মাত, দুই স্বামীর বিধ বা ও অতুল ধনশালিনী ছিলেন। বাণিজ্যে ক্ষতি হওয়াতে অবুতালিব কাতর হইয়া পড়িয়াছিলেন, সেইজন্য মহম্মদ তাহার এক পুত্ৰ অলীকে প্রতিপালন করিবার ভার লইলেন । অলীর জন্ম ৬০১ ঈশাকে হইয়াছিল। তিনি শিশুকাল হইতেই মহম্মদের প্রীতির আকর্ষণে আকৰ্ষি ত হইয়াছিলেন। যখন ৬১২ ঈশাকে হজরং মহম্মদ জানিতে পারিলেন যে, তিনি সত্যধৰ্ম্ম প্রচার করিতে পৃথিবীতে প্রেরিত হইয়াছেন, তখন সকলের আগে হজরতের পত্নী খাদীজা র্তাহীকে ‘রসুল’ বলিয়া গ্রহণ করিলেন, অতএব খাদীজ প্রথম মুসলমান । তাহার পরেই বালক অলী তাহাকে “রস্থল” বলিয়া স্বীকার করিলেন, অতএব পুরুষদের মধ্যে হজরং আলীই প্রথম মুসলমান। ৬২২ ঈশাক পৰ্য্যন্ত মহম্মদ লাঞ্ছিত হইয়াও মক্কাতে আপনার ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন। সেই সময়ে অবুতালিব ও খাদীজা উভয়ে একমাসের মধ্যে দেহ রক্ষা করিলেন। অতএব দেশবাসীর বিপক্ষতা অত্যন্ত বাড়িয়া গেল। কোরেশরা মহম্মদকে প্রাণে মারিবার ষড়যন্ত্র আরম্ভ করিল। তখন তিনি অন্ধকার রাত্রে আপনার বাল্য-বন্ধু অবুবকরকে সঙ্গে লইয়া গোপনে পলাইতে বাধ্য হইলেন। পথে, প্রাণের ভয়ে কয়েক দিবস পৰ্ব্বত-গুহাতে লুকাইয়া ছিলেন। পরে, কেবল রাত্রে ভ্রমণ করিয়া, মদীন নগরে .প্রবেশ করিলেন । মদীনাবাসীরা মতি সমাদরে তাহাকে গ্রহণ করিল। জিম দিন তাহার শিষ্য-সংখ্যা বাড়িতে লাগিল। ৬৩১