পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8bo হুসেনের কতক অমুচরেরা তাহাকে একটি ইরাণার কুঢ়ারে লুকাইয়া রাখিয়াছিল। বিজয়া সৈনিকরা কতক লুট করিতে ব্যস্ত ছিল, কতক অন্ধকারে দেখিতে পায় নাই। কিছুকাল পরে, এই যুবকের সহিত ইরাণের শেষ রাজবংশের এক রাজকুমারীর বিবাহ হইসাছিল। তাহাদের প্রবাসী—ভাদে, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ংশধরেরাই এখন হজরং মহম্মদের বংশের প্রদীপ । তাহাদের এখন "সৈয়দ” অর্থাৎ "সন্মানিত” শব্দ দ্বার। সম্বোধন করা হয়। ইরাণে ও ভারতে যত সৈয়দ আছে অরবে তত নাই। অরব দেশে সৈয়দ বলিয়া তাহাদের তত সম্মানও করা হয় না । চরকার গান ( ওয়াডসওয়ার্থের অমুবাদ ) শ্ৰী শৈলেন্দ্রনাথ রায় গুঞ্জন-ভরা তব চরকার গাত্রে, তোলে৷ তোলে ঘূর্ণ শান্ত এ রাত্রে। রাত্রির সাথে এল অবসর মনোরম ; দাও দাওচবুকায় দাও পাক হবৃদম। অঙ্গুলি শ্রান্তিতে ক্লান্তই হয়ে যায়— স্বপনের দেশ থেকে শক্তি সে ফিরে পায় । যদি, শিশিরের ওড়নায় রাত্তির ঢেকে মুখ,— বিছাইল:ধরণীর বুকে অঞ্চলটুক । রান্ত্রি" শান্তিতে ভরে’ লয়ে বক্ষ দাও দাও চরকায় দাও পাক লক্ষ। তারা-ভরা আকাশের তলে যত ধেনুপাল জড়ো করে এনে তোলে চরকায় মৃদু তাল। যবে, ধেমুগণ যবে মাঠে শুয়ে ঘোর নিদ্রায়, স্বমধুর স্বর উঠে তখনি তো চরকায় – গতি হয় বাধাহীন, নাহি টুটিবার ডর— স্বচার স্বতার রেখা হ’য়ে আসে ক্ষীণতর। দু’দিনের ভালবাসা-ক্ষণিকের মুখ-গান । চঞ্চল-আঁখি-কোণে লভে চির-অবসান – দিনান্তে পাহাড়ের ঘোঁসিয়া খামল বুক, নিদ্রিত ধেনু শুয়ে লভে বিশ্রাম-মুখ ;– শুভ্ৰ তুলার বুক নিঙাড়িয়া চরকায়, চিকণ মনোরম যে তন্তু বাহিরায়,— সত্য ও অনাদির বুক থেকে কুড়ানো— · নিত্যের মহা প্রেম ওরি সাথে জড়ানে ।