পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮔ©Ꮂ প্রবাসী-ভাদ্র, ১৩৩৩ [ २७* खान, ४ष ५७ अवृख इश्ब्र दब्रांवब्र निग्रध ब्रक कब्रिाउन । ब्ररीखनॉरथव्र “cशीब्र' উপস্কাস দুই বৎসরেরও অধিক কাল ধরিয়া প্রবাসীতে বাহির হইয়াছিল এবং উহার হস্তলিপি ক্রমে ক্রমে পাইয়াছিলাম ; কিন্তু কখনও কোন কিস্তির জন্তু অপেক্ষ। করিতে হয় নাই । তিনি একবার দারুণ শোক পাইয়াও ঠিক তাহীর পরদিন একটি কিস্তি লিখিয়া পঠাইয়াছিলেন। 4ब्रा-१ ४५६, नश्षभ ७ निब्रभ-नि४ांद्र मृहेॉढ बिग्नल । कबिब्र राष्ट्र এলামেলে ও খামখেয়ালী বলিয় তাহীদের একটা বদনাম আছে। কিন্তু রবিবাবু কবি কি না সে-বিষয়ে কোন-কোন বাঙালী ও অবাঙালী গভীর গবেষকের সন্দেহ থাকিলেও মাসিক পত্রের খোরাক জোগান সম্বন্ধে উহার কোন নিনা করা চলিবে না। এবিষয়ে উহার সময়নিষ্ঠা অনতিক্রান্ত । ইহা তাহীর অকবিত্বের প্রমাণ বলিয়া উপস্থাপিত হইবার আশঙ্কা থাকিলেও আমাকে এই সাক্ষ্য দিতে হইল । এইরূপ নিয়মনিষ্ঠ সম্পাদক ও লেখক উভয় পক্ষেরই থাকা এৰা वांयश्चक । रुनि ब्रदौडणनांर्ष बब्रांदग्न cकांन-न-¢कांन भांनिष्कब्र मलीक्स थांकिएउन व शांकिएउ दांषा श्रठन, उांश इंश्ल छैॉशब्र घाब ७} কােজ উত্তমরূপে নির্বাহিত হইত। তাহার আর-একটি কারণ এই যে, তিনি সাময়িক ঘটনা সম্বন্ধে সামান্ত কিছু লিখিলেও তাঁহাতেও সাহিত, अन थांरक । शांशं श्छेक, शाशंब विबग्न, मन्ञांनएकब्र कांख डिनि कश्न কখন করিয়া অঙ্গের পক্ষে পথপ্রদর্শক হইয়াছেন কিন্তু উহাতে, অনর্থ৯ যরাবর নিজের শক্তি ক্ষয় করেন নাই । কারণ, সম্পাদকের কাজ প্রতিভাশালী মনীষীদের কাজ নহে ; শ্রমপটু সাধারণবৃদ্ধিবিশিষ্ট্র লোকদের দ্বারাই উহা চলিতে পার। (শান্তিনিকেতন, জ্যৈষ্ঠ ১৩৩৩) শ্ৰী রামানন্দ চট্টোপাধ্যায় শূদ্র শ্ৰী শচীন্দ্রমোহন সরকার ( > ) কে বলে শূদ্র ঘৃণ্য ক্ষুদ্র,—কে বলে জগতে তুচ্ছ তারা, বহয়েছে যারা মৰ্ত্ত্যের বুকে স্বৰ্গ-অলকনন্দ-ধারা ! সমাজের ঘৃণা-অপমান-ভার নিয়েছে নিজের বক্ষ পরে, শত শতাব্দী পদাঘাত সহি সেবিছে নিত্য যুগ্ম করে। দুঃখ করেছে জীবনের ব্রত—সমাজের সেবা উচ্চ কাজ,— তাদের রাখিয়া চিরদিন দূরে—তোমরা হয়েছ পূজ্য আজ ; তার যে ‘মানুষ’-ভুলে গেছ হায়!—ভেবেছ কৃপার পাত্র তারা ; সমাজের মাঝে তারা আশি জন-ঘৃণ্য ক্ষুদ্র তুচ্ছ যারা । ( २ ) তোমার গৃহের মলা ঘুচায়েছে আপনার শির উচ্চ করি’, ধন্ত মেনেছে তুচ্ছ জীবন তোমার পাদুকা বক্ষে ধরি’ ; স্বতিকা-গৃহেতে শূদ্রাণী তোমা প্রথম দুগ্ধ করেছে দান, মুগ্ধ করেছে বিশ্ব নিখিল স্নেহের সলিলে করায়ে স্বান। লঙ্ঘিয়া গিরি মথিয়া সিন্ধু রত্ব এনেছে তোমার তরে,সাজায়েছে তব মন্দির-মঠ দেহ মন প্রাণ অর্ঘ্য ক’রে ; অশোক-স্তম্ভে-ভুবনেশ্বরে আজিও তাদের চিহ্ন আঁক, শিলালিপি-বুকে, পটলীপুত্রে শূদ্ৰাণী-স্বত-বহ্নি-রেখা। ( ७ ) মন্দির গড়ি দূরে সরে গেছে,—নিষেধ-আজ্ঞা তাদেরি ভরে; ব্ৰহ্মা বিষ্ণু সাক্ষী গোপাল গড়েছে যে তারা আপন করে ; , তাদের শিল্পী কল্প-লোকের বিশ্ব-রাজারে স্বষ্টি করি’ সাজায়ে দিয়েছে রক্তমাংসে শূদ্র-হৃদয়-অৰ্ঘ্য ভরি’ ; কে বলে তাহার ‘প্রাণ-প্রতিষ্ঠা' ব্রাহ্মণ নিজে করেছ তুমি, তুমি যে নিয়েছ শূদ্র-স্থই বিশ্বরাজারে আদরে চুমি', মন্দির-মঠ নিজ হাতে গড়ি’—দুয়ারের কোণে ভিখারী সাজি বিশ্ব-ঘৃণ্য ক্ষুদ্র শূদ্ৰ ছলছল চোখে রয়েছে আজি । ( 8 ) বিশ্বের সেবা ঘৃণ্য যদি রে,—দেব নারায়ণ ঘৃণ্য তবে, বুদ্ধ ঈশা ও শ্রীচৈতন্য তোমাদের ‘ন্যায়ে ঘৃণ্য হবে। সমাজ-সেবক বিশ্বের বুকে পেয়েছে পেতেছে উচ্চ মান, শুধু ভারতের-সেবক শূদ্র চির অবহেলা পেয়েছে দান। আদরেতে তারে তুলে নেন বুকে, পদাঘাতে আর ८ब्र:श्र! न। लूय, দেখিবি বিশ্ব বিস্মিত হবে-দেবতা হাসিবে স্বৰ্গ-পুরে ‘শক্তি’ আসিয়া আপনার করে পরাবে প্রেমের মাল্য গলে, মদগৰ্ব্বিত নিখিল বিশ্ব লুটিবে ভারত-চরণ-তলে।