পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] প্রত্যেক গৃহে পঞ্জিক। যেমন প্রয়োজনীয়, এই বইখানি তেমনি ৭:%,ঞ্জনায় । প্রত্যেকে বইখালি কিনিয়া লিঙ্গের শিক্ষিত হেীন ও মাদিগকে শিক্ষিত করুন। বইখানির ছাপ, স্বাধন সুন্দর। অথচ দাম বেশী নয়। মহাত্ম। অশ্বিনীকুমার—ত্র শরৎকুমার রায় । প্রাপ্তিস্থান ফ্রবী, চাটার্জি এও কোং লিঃ, ১৫ কলেজ স্কেয়ার, কলিকাত । ;২. দেড় টাকা । পুৰ্ব্ববঙ্গের সাধু পুরুষ, কৰ্ম্মী, দেশসেবক অশ্বিনীকুমার দত্তের জীবনপিত । এই চরিতীখ্যানে অশ্বিনীকুমারের বংশপরিচয়, আদ্য জীবন, iারিবারিক জীবন, দেশসেবা, শিক্ষকত, গ্রন্থরচনা, ঈশ্বরভক্তি প্রভৃতি বভিন্ন পরিচ্ছেদে সরল ওজস্ব। ভাযtয় বিবৃত হইয়াছে। চরিতথ্যানটি বৃহৎ নয়, কিন্তু ইহাতে জীবনী-রচনার সমস্ত উপাদানই সংগৃহীত :ইয়াছে। স্বতরাং ইহা একথানি গুন্দর চরিত্রালেখ্য হইয়াছে। কয়েকখানি চত্র সমন্বিত হওয়ায় বইখানি পূর্ণত লাভক রিয়ছে। জীবনী-রচনায় অধ্যাপক যদুনাথ সরকার b-Y } প্রধান প্রয়োজনীয় জিনিস রচকের শ্রদ্ধা । গ্রন্থকারের সেই শ্রদ্ধার আবেগেই অশ্বিনীকুমারের চরিত্র যথার্থ ফুটিয়াছে। অনাবখ্যক উচ্ছাসে বইটি ভারাক্রান্ত নয়,-যে-দোষে অধিকাংশ জীবণী দুষ্ট হইয়া যায় । অশ্বিনীকুমারের রচিত অপ্রকাশিত কয়েকটি গান ইহাতে ছাপা হইয়াছে। গানগুলি ঔদার্য ও ভক্তিরসে অপূৰ্ব্ব । গ্রন্থকার এই মহৎ চরিত্রের সঙ্গলাভ করিবার সৌভাগ্য পাইয়াছিলেন বলিয়া উহার আখ্যান কোথাও অপ্রাকৃত হয় নাই । আমরা বইখানির বহুল প্রচার কামনা করি । গুপ্ত ভুলের কারসাজী—মী স্বধ দেবী প্রণীত। প্রকাশক শ্ৰী শচীন্দ্রনারায়ণ মজুমদার। মূল্য ১ এক টাকা । পৃঃ ১৩৮ (১৩৩৩) । উপন্যাসখানি গ্রন্থকরীর প্রথম উদ্যম । তথাপি চরিত্রগুলি বেশ ফুটিয়া উঠিয়াছে । আমব৷ আশা করি, এই নবীন লেখিকার বই পাঠকদের নিকট ভাল লাগিবে । 2 অধ্যাপক যদুনাথ সরকার অধ্যাপক যদুনাথ সরকার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যানসেলারের পদে নিযুক্ত হইয়াছেন । র্তাহার পূৰ্ব্বে আর কোন বাঙালী অধ্যাপকের ভাগ্যে এই উচ্চসম্মানলাভ পটিয় উঠে নাই । ১৮৭০ খ্ৰীষ্টাব্দে রাজশাহী জেলার গ্রামে যদুনাথের জন্ম হয় । তাহার পিত। ৮রাজকুমার সরকার তখন উত্তর-বঙ্গের একজন উচ্চশিক্ষিত দেশসেবক জমিদার বলিয়। স্থপরিচিত। ধদুনাথ যথাক্রমে রাজশাহী ও প্রেসিডেন্সী কলেজে অধ্যয়ন করেন । সমস্ত পরীক্ষাতেই প্রথম শ্রেণীর বৃত্তিলাভ করিয়া, ১৮৯২ সালে তিনি ইংরেজীতে এম্-এ পরীক্ষা দেন । এম্-এ পরীক্ষায় তিনি প্রথম বিভাগের সৰ্ব্বোচ্চ স্থান অধিকার করিয়াছিলেন । র্তাহার কলেজ-সহপাঠীদের মধ্যে মহীশূররাজ্যের ভূতপূৰ্ব্ব দেওয়ান স্যার আলবিয়ন রাজকুমার বন্দ্যোপাধ্যায় ও রায় বাহাদুর ললিতমোহন চট্টোপাধ্যায়ের নাম করা যাইতে পারে। ১৮৯৭ সালে বহুনাথ ইংরেজী সাহিত্য, ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রনীতি – এই চারি বিষয়ে পরীক্ষণ দিয়া, রায়ুচাদ, প্রেমচাঁদ বৃত্তি-স্বরূপ সাত হাজার টাকা ও মোয়াট স্বর্ণ-পদক প্রাপ্ত হন । র্তাহার ইংরেজী গ্রন্থ “আওরংঞ্জীবের সমসাময়িক ভারতবর্ষ”—এই রায়চাদ প্রেমচাঁদ বৃত্তির জন্য লিখিত (ت لا سيمد (تا نه لا করচমারিয়৷ হয়। ইহার কয়েক বৎসর পরে তিনি মৌলিক গবেষণার জন্য "গ্ৰীফিথস প্রাইজ’ লাভ করেন । তাহার কৰ্ম্মজীবনের আরম্ভ–১৮৯৩ খ্রীষ্টাব্দে । ঐবৎসর মাচ্চ মাসে তিনি বিদ্যাসাগর ( পূৰ্ব্বে মেট্রোপলিট্যান নাম ছিল ) কলেজের অধ্যাপকের পদে নিয়োজিত হন । ১৮৯৮ জুন মাসে তিনি অধ্যাপকৰূপে প্রেসিডেনসি কলেজে প্রবেশ করেন । পাটন কলেজের সুযোগ্য অধ্যক্ষ উইলসন সাহেব পর বৎসর তথায় ইংরেজী সাহিত্যের অধ্যাপনার উন্নতিসাধনের জন্য যদুনাথকে সেথানে বদলি করান। স্থদীঘ ১৮ বৎসর পাটনায় গতিবাহিত করিবার পর, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের আহবানে তিনি দুই বৎসরের জন্য ভারতেতিহাসবিভাগের প্রধান অধ্যাপক রূপে কাশী গমন করেন । ১৯১৮ সালে ইশলিংটন্‌ কমিটির নির্দেশে তিনি এবং আরও কয়েকজন ভারতীয় কৰ্ম্মচারী প্রাদেশিক শিক্ষা-বিভাগ হইতে ( I.E.S. ) ভারতীয় শিক্ষ-বিভাগে উন্নীত হন । ১৯১৯ সালের মাঝামাঝি র্তাহীকে আবার তাহার স্থায়ী সরকারী কাৰ্য্যে আনয়ন করা হয় । তিনি বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় ত্যাগ করিয়ু, কটক রাভেনশ কলেজে অধ্যাপকরূপে যোগদান করেন । ১৯২৩ সালের অক্টোবর