পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b ) Հ মাসে তিনি পুনরায় পাটনা কলেজে ফিরিয়া আসেন, এবং অবসর-গ্রহণের শেষ দিন ( ৭ই আগষ্ট ১৯২৬ ) পৰ্য্যন্ত পাটনায় অধ্যাপনা কধ্যে ব্রতী ছিলেন । শিক্ষা-সংক্রাস্ত নানা প্রতিষ্ঠানের সহিত বহুদিন হইতেই যদুনাথের সংযোগ ছিল। ক্রমান্বয়ে নয় বৎসর ধরিয়া তিনি হিন্দুবিশ্ববিদ্যালয় কোর্ট, সিনেট, সিণ্ডিকেট, বোর্ডগুলিব, এবং পাটনা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিণ্ডিকেট ও নানা কমিটির সদস্য ছিলেন । আট বৎসরকাল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পোষ্ট-গ্রাজুয়েট অধ্যাপক রূপে ..:*::: স্থf yy3ধ” {}; [ ১৫ বৎসর পুৰ্ব্বেকার ছবি হইতে তিনি পাটনা কেন্দ্রে এম এ ইতিহাসের শিক্ষকতা করিয়াছেন। ইণ্ডিয়ান হিষ্টরিক্যাল রেকর্ডস্ কমিশনের স্থাপনা (১৯১৯) হইতেই তিনি ইহার বিশেষজ্ঞ সদস্ত নিযুক্ত হইয়া রহিয়াছেন। অনেক বর্ষ ধরিয়া প্রায় প্রতি পুজার ছুটিতেই তিনি ভারতের নানা ঐতি প্রবাণী—তাদে, ১৩৩৩ [ २७° उॉग, *१९१ হাসিক প্রদেশ ও নগর ভ্রমণ করিয়াছেন এবং অনেী স্থলেই স্থানীয় ভদ্রমণ্ডলীর আগ্রহে বক্তৃতা দিতে বান্ধ| হইয়াছেন। স্ববিখ্যাত গ্রেট ব্রিটেন ও আয়াল্যাঞ্জে রয়্যাল এশিয়াটিক সোসাইটি তাহাকে “সম্মানিত” সদস্থ নির্বাচিত করেন (১৯২৩) ; এই পদ, সমগ্র-সভ্য জগং হইতে বাছিয়া কেবলমাত্র ৩০ জন লেখককে দেওয়া হয়। ১৯২৬ সালে ভারত সরকার তাহাকে সি-আই-ই উপাধি | ভূষিত করেন । বৰ্ত্তমান বর্ষে বোম্বাই এশিয়াটির } সোসাইটি সৰ্ব্বসম্মতি-ক্রমে র্তাহাকে 'জেম্স ক্যাঙ্কে স্বর্ণপদক’ ও একশত টাকা প্রদান করিয়াছেন । ইহা তিন বংসর পরে পরে সর্বশ্রেষ্ঠ লেথ ককে দেওয়া হয় । তিনি বঁকিপুব অধিবেশনে বঙ্গীয় সাহিত্য-সম্মিলনের ইতিঃা: শাখার সভাপতির আসন অলঙ্কত করিয়াছিলেন এবং ১৯: সালে উত্তর-বঙ্গ সাহিত্য-সম্মিলনের সভাপতিত্ব করেন । গ্রন্থকার হিসাবে অধ্যাপক সং কারের নাম দেশ-বি:ে স্থপরিচিত । র্তাহার রচিত ইংরেজী গ্রন্থগুলি‘আওরংজীব’, ‘শিবাজী’ প্রভৃতি সুধীসমাজে উচ্চ সমাr: লাভ করিয়াছে। তাছার লিখিত অনেক গবেষণামূলক ঐতিহাসিক ইংরেজী প্রবন্ধ মডান রিভিয় পত্রিকারে প্রকাশিত হইয়াছে। সেগুলি এখনও পুস্তকাকারে প্রকাশিত হয় নাই। তাহার বিরাট পুস্তকাগারে বহুবর্ষব্যাপী চেষ্টা বহুকষ্টে গৃহীত ফার্সা, মারাঠি ও পর্তুগীজ প্রাচীন পুথি মুদ্রিত পুস্তক ও দলিল-দস্তাবেজ হইতে তথ্য আহব করিয়া বহু ঐতিহাসিক ছাত্র নিজেদের গবেষণার বিশেষ স্থবিধা লাভ করিয়াছেন। অধ্যাপক সরকারের মতন গুর লাভ করিয়া যাহার মৌলিক গবেষণায় নিযুক্ত আছেন, তাহাদের মধ্যে অধ্যাপক কালিকার গুন কানুনগে। ওঁ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ । ভারতের তথা বাঙ্গলার মধ্যযুগের ইতিহাসের নূতন তথ্য আবিষ্কার করিয়া তাহা বঙ্গ-ভাষা-ভাষীদিগের জন্ত যদু বাবু কতবার প্রবাসীতে উপহার দিয়াছেন—এবথ বলাই নিম্প্রয়োজন। আমাদের পুরাতন পাঠকেরাই তাহার বাঙ্গলা প্রবন্ধগুলির সংখ্যা নির্ণয় করিতে পারেন । ජෑ